![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।
বাবুদের ছেলের মতো না হয় ভরণ-পোষণই নেই; স্কুলে যাওয়া, দুবেলা পেট পুরে খাওয়া না হয় নাইবা জুটলো কপালে। তাই বলে স্বপ্ন দেখতে তো আর বারণ নেই। স্বপ্ন সপ্তর্ষী। গৃহহীন পথ শিশু আনিসের তাই স্বপ্নই সর্বস্ব।
(চট্টলার সন্ধ্যাকালীন অন্যতম ব্যস্ত জায়গা জি.ই.সি মোড় সংলগ্ন কামাল স্টোরের সামনে থেকে এই ছবিটি তোলা।)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: উপযোগিতা বিবেচনায় ফেসবুকে শেয়ার করে বাধিত করুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর পোষ্ট, তবে এটা ফেসবুকের উপযোগী।