নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃহত্তম বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত একজন মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষক আমি। একজন শৌখিন লেখকও বটে। শখের বশে কবিতাও লিখেছি এক সময়। বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় পত্রিকায় এবং ব্লগে ফ্রিল্যান্সার হিসেবে অনিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি।

মোহাম্মদ রাহীম উদ্দিন

মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।

মোহাম্মদ রাহীম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

হে হৃদয়

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

হে হৃদয়
মোহাম্মদ রাহীম উদ্দিন


হে হৃদয়!
আধো জলে নিমজ্জিত পাথরের কোণ ঘেঁষে
ঝিনুকের সাথে তুমি ছিলে,
আমি ছিলেম পাড়ে—
তবু তোমার সাথে হয়নি দেখা আমার
গ্রহ-নক্ষত্র ঘুরে।
হাঁটু জল ভিজিয়ে আমি
আবার গিয়েছি ফিরে,
তোমায় লইনি কুড়িয়ে,
তুমিও স্রোতের টানে ভেসে…।
একদিন চাঁদের বুড়ির হাতের কাঁকন ছিলে
ছিলে যুবতী সূর্যের শাড়ি হয়ে—
সবই ছিল তোমার আমার পক্ষ হতে,
তবুও হয়নি সহবাস আমাদের একসাথে!

হে হৃদয়!
একদিন ছিলে তুমি নারীর বুকে,
একদিন ছিলে তুমি ঠোঁটে,
যেখান থেকে এই পৃথিবীর জন্ম
সেই জরায়ুতে একদিন ছিলে।
একদিন পাখি ডাকা ভোরে
পৃথিবীর আঁতুর ঘরে তোমার হল জন্ম
শিশিরের গা ঘেঁষে!
বিধবা রাত্রির আঁচল ছেড়ে
সূর্যমূখীরা বসেছিল হাঁটু গেঁড়ে
সোনালী কুমারী আভার পানে,
মেঘেরা সব শাঁখা আর ধুতি পরে উঠেছিল নেচে,
যৌবনেরা হল প্রানবন্ত সবুজে-হলুদে।
তারপর—
হয়তো একদিন তুমি আমার ছিলে,
নাকি, আমি তোমার?

(সময়কাল- ২০০৮ পূর্ব। পুনঃসম্পাদনা ২৫ নভেম্বর ২০১৮)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনার সহজ সরল ও সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর লিখছেন........

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: কৃতজ্ঞতা।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! বেশ ভালো কবিতা লিখেছেন।
শুভকামনা জানবেন ।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনাদের শুভ কামনায় একটু চেষ্টা করছি আর কি।
ধন্যবাদ, সাথে থাকবেন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল রাহীম উদ্দিনভাই ,

আজ আবার এসেছিলাম নতুন কোন পোস্ট করেছেন কিনা দেখতে। যদিও আপনি অফিসের কাজে ভীষন ব্যাস্ত , কাজেই আর সময় করে উঠতে পারেননি হয়তো । যাই হোক ভাল থাকুন, শুভকামনা রইল।


০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ভাই
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাথে থাকার জন্য।
দুঃখিত নতুন কিছু নিয়ে অাসতে পারিনি আপনাদের জন্য!
তবে অনেক কিছু মাথায় ঘুরপাক খায় লেখার অপেক্ষায়। কিন্তু সময়ের অভাব ও নতুন আইসিটি মামলার ভয়ে লিখা হয়ে উঠেনা। বছরের শেষ কয়েক মাস বেশ ব্যস্ততায় যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.