![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।
নারী
মোহাম্মদ রাহীম উদ্দিন
____________________
হে নারী!
তোমার শরীরখানি
করনি দান,
হয়ে অম্লান
দেবতারে ।
তোমারে করেনি গ্রহণ
যে জগত,
সেই মহাজগতের তরে,
পুঁজো তুমি
ভিন্ন এক দেবতারে,
তোমার মহার্ঘ্য দানে।
যারে দেখাতে চেয়ে
সূর্যেরও মূখ দিয়েছ ঝলসে;
সেই দখলদার পাষাণেরে
দিলে তুমি ফসল ফলাতে!
অগ্নিবলয়ের ওপারে;-
সূর্য্যাস্পর্শী ওগো!
শপিও তুমি
তোমার হৃদয়খানি,
মহা আলিঙ্গনে
আমি দেবতার বুকে।
হেথায়—
বাজবে বাঁশি,
গাইবে রাখাল,
ঝরা পাতাদের দলে।
দিগন্ত জোড়া আঁধারি আঁচল
তোমার, রেখেছ গেঁথে চোখে;
খুঁজে কি পাবে তুমি
আমি দেবতারে!?
(সময়কালঃ ৯ ই নভেম্বর ২০০২)
২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সহজ সরল মন্তব্যর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।