নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃহত্তম বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত একজন মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষক আমি। একজন শৌখিন লেখকও বটে। শখের বশে কবিতাও লিখেছি এক সময়। বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় পত্রিকায় এবং ব্লগে ফ্রিল্যান্সার হিসেবে অনিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি।

মোহাম্মদ রাহীম উদ্দিন

মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।

মোহাম্মদ রাহীম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

নারী

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৩৩

নারী
মোহাম্মদ রাহীম উদ্দিন

____________________

হে নারী!
তোমার শরীরখানি
করনি দান,
হয়ে অম্লান
দেবতারে ।

তোমারে করেনি গ্রহণ
যে জগত,
সেই মহাজগতের তরে,
পুঁজো তুমি
ভিন্ন এক দেবতারে,
তোমার মহার্ঘ্য দানে।

যারে দেখাতে চেয়ে
সূর্যেরও মূখ দিয়েছ ঝলসে;
সেই দখলদার পাষাণেরে
দিলে তুমি ফসল ফলাতে!

অগ্নিবলয়ের ওপারে;-
সূর্য্যাস্পর্শী ওগো!
শপিও তুমি
তোমার হৃদয়খানি,
মহা আলিঙ্গনে
আমি দেবতার বুকে।

হেথায়—
বাজবে বাঁশি,
গাইবে রাখাল,
ঝরা পাতাদের দলে।

দিগন্ত জোড়া আঁধারি আঁচল
তোমার, রেখেছ গেঁথে চোখে;
খুঁজে কি পাবে তুমি
আমি দেবতারে!?

(সময়কালঃ ৯ ই নভেম্বর ২০০২)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সহজ সরল মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.