![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১ এর গনহত্যায় নিহত , আহত, ধর্ষিত, চরম সব মানবিক বিপর্যয় আর লাঞ্ছনার শিকার মানুষদের কাছে পবরর্তী প্রজন্মের দায় তো আমি ভুলতে পারছি না । আজ এই রায় আর রাজপথে সেই সব হায়েনাদের পরবর্তী প্রজন্মের আস্ফালন দেখে মনে হচ্ছে ... এই দেশ তো রাজাকারদের দেশ.... , এটা তো আমার দেশ না যেটা লক্ষ লক্ষ মানুষ এর জীবনের দামে পেয়েছি .... সে দেশ এ রায় হতে পারে না .... সে সময়ে গনহত্যাকারীদের ও তাদের উত্তরসুরীদের আস্ফালনে , কটাক্ষে আর বিষ খেলায় ভরা এ দেশ আর আমার সে দেশ নাই .... হে লক্ষ মানুষ ! যারা জীবন এর দাম দিয়েছিলে একটা মুক্ত, শান্ত নিজের দেশ পাওয়ার জন্য ... তোমরা আমাকে ক্ষমা করে দিও ... আমি তোমাদের কাঙ্খিত দেশ কে রক্ষা করতে পারিনি , কিম্বা সে দেশ কোনদিন হয় ই নি। তোমরা আমার মত ই বোকা ছিলে , সেই হত্যাকারীদের কটাক্ষই আমাদের প্রাপ্য শাস্তি আজ .. তবু তোমাদের রক্তের সন্তান হিসেবে আমার যে দায় , তা পুরন করতে পারিনি .. আমাকে ক্ষমা করে দিও ... এমনকি শান্তিতে নিশ্বাস নেবার মতো একটা দেশ ও আমার নাই ..... আমি আজ অসহায়, আমি এই রাজাকারদের আস্ফালনের রাজত্ব থেকে মুক্তি চাই .... আমি আমার বোকা পূর্বপুরুষদের সুন্দর, সাম্যবাদী স্বাধীন দেশ এর স্বপ্ন দেখার বোকামী ধারন করি .. ...আমি নির্বিচারে হত্য হওয়া , ধর্ষিত হওয়া , নিপিড়িত হওয়া আমার বোকা বোকা লক্ষ লক্ষ পুর্বপুরুষের বেদনা .. তাদের যন্ত্রনার তীব্রতা আমার ভেতর অনুভব করি ... .. আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয়......... তাদের হত্যাকারীদের আস্ফালন , কটাক্ষ, বিজয় আমাকে আজ বড় অসহায় করেছে .... আমি আজ আশ্রয় চাই .. এই হত্যাকারীদের বিষবাষ্পে ভরা দেশে আমার প্রতিটি নিশ্বাস গ্লানীর .. আমি এখানে হাজার বার ধর্ষিত হচ্ছি ....আমি এর বাইরে একটা আশ্রয় চাই
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
সঞ্জয় নিপু বলেছেন: রাজাকারদের আস্ফালনের রাজত্ব থেকে মুক্তি চাই ।