![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। মা ও মাটি ।।— অবাক ভ্রমণ —
আমার পথ আর শেষ হয় না। চলেছি সেই কখন থেকে! তবু এই চলার গতি থামে না। মাঝে মধ্যে শুধু মন্থর হয়, স্থির হয় না। প্রশ্নের সম্মুখীন হই যখন তখন, "এ যাত্রার শেষ কোথায়?" উত্তরে শুধু বলে ওঠি, "এই তো!" স্বান্তনার কথা বলে যাই, নিজেরে শান্ত করে কীভাবে! ভেবে পাই না। প্রতিটা যাত্রারই গন্তব্য আবশ্যক। আর আমার যাত্রা তো গন্তব্যহীন গন্তব্যে... এ পথের শেষ কোথায়? এ গন্তব্যহীন গন্তব্য আর কতদূর? আপন মনে নিজেকে শুধাই।। হয়তো ভুল ধারনা নিয়ে এগিয়ে চলেছি। হোক না আরো কিছু ভুল অঙ্ক। না হয় এই ভুলের মাঝেই খুঁজে নেবো পরম শুদ্ধতা।।
চলেছি পথ দু'যুগ ধরে
গন্তব্যহীন এক গন্তব্যে;
শেষ আর কতযুগ পরে!
অনাহূত কোন ভবিতব্যে?
২| ০২ রা জুলাই, ২০০৭ বিকাল ৩:০৯
মৃন্ময় আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মানবী।
৩| ০২ রা জুলাই, ২০০৭ বিকাল ৪:০২
খুশবু বলেছেন: ভাবতে থাকে ন , খুজতে থাকুন । ঃ )
৪| ০২ রা জুলাই, ২০০৭ বিকাল ৪:১৮
সান্তর বলেছেন: রেটিং দিলাম ৫। মাগার ১ পাইবারও যোগ্য না।
৫| ০২ রা জুলাই, ২০০৭ বিকাল ৫:০৬
অবরজ বলেছেন: উওর দেবার ভাষা নাই। আমার প্রশ্নটাও একই
৬| ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ১:৫১
মৃন্ময় আহমেদ বলেছেন: ভাবছি কেবল ভাবছি আর যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি আমারই সকাল...
৭| ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ২:১০
মৃন্ময় আহমেদ বলেছেন: প্রশ্নটা তো সহজ আর উত্তরও তো জানা...
the answer is my friend is blowing in the wind...
৮| ০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
হেমায়েতপুরী বলেছেন: আমার কাজ হেটে চলা, আমি শুধু হাটি......।
৯| ০৩ রা জুলাই, ২০০৭ রাত ৮:১৯
মৃন্ময় আহমেদ বলেছেন: তাহলে হাঁটাই তোমার গন্তব্য।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০০৭ দুপুর ২:০৯
মানবী বলেছেন: সুন্দর লিখেছেন, ধন্যবাদ মৃন্ময় আহমেদ।