![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। মা ও মাটি ।।— অবাক ভ্রমণ —
আজ হঠাত্ করেই পুরোনো- অনেক পুরোনো অক্ষরে ভরা কিছু কাগজ খুঁজে পেলাম। ভেবেছিলাম অনেক আগেই ফেলে দিয়েছি- কিন্তু আজ আবার উপলব্ধি করতে পারলাম, কিছু ফেলতে পারি না।।
কিছু ফেলতে পারি না পুরোনো ট্রাংকে পড়ে থাকা
ছেঁড়া মোজা-জোড়া, ছেঁড়া সোয়েটার।
কিছু ফেলতে পারি না
কিছু ফেলতে পারি না তোষকের নীচে জমানো প্যাকেট,
মরচে পড়েছে কৌটতে তবু ফেলতে পারি না।
কিছু ফেলতে পারি না ছিঁড়ে যাওয়া জুতো,
ভাঙা ডট-পেন, চাদার রশিদ, কবেকার চিঠি ফেলতে পারি না।
কিছু ফেলতে পারি না বইয়ের পাতায় লেবু পাতাজোড়া,
মরা প্রজাপতি, কুড়োনো ঝিনুক ফেলতে পারি না।
কিছু ফেলতে পারি না আনাচে কানাচে জমে উঠে ধুলো,
মাথার ভিতর আগাছা গজায় ফেলতে পারিনা-
তাকে ফেলতে পারি না।।
কিছু ফেলতে পারি না- কিছু ফেলতে পারি না
২| ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৩
মৃন্ময় আহমেদ বলেছেন: স্মৃতি আগলে থাকতে হয়তো ভালো লাগে।। মাথার ভিতর আগাছা গজায়, গজাচ্ছে..
তাকেও ফেলতে পারি না।।
৩| ১০ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০০
েজবীন বলেছেন: হেডিং পড়ে ভাবলাম .... আম্মার অভ্যেসের মতো আরেকটা কেউ.....হিঃ হিঃ
৪| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২২
নাদান বলেছেন: জটিল সমস্যা। সহজ করার জন্য ৫ দিলাম।
৫| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৬
শতরূপা বলেছেন: আমাদএর প্রতিদিনের জীবন থেকে লিখেছেন। ভাল লাগলো।৫।
৬| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪০
প্রশ্নোত্তর বলেছেন: @শতরূপা
এটা মৌসুমির একটা গান, ওনার নিজের লেখা নয়
৭| ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৪
মৃন্ময় আহমেদ বলেছেন: ধন্যবাদ।।।
৮| ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৩
আহমাদ মুজতবা বলেছেন: বয়স হইছে?
না হলে তো পারবেন না জানা কথা।
৯| ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:২৭
ফারহান দাউদ বলেছেন: আজকাল একটু স্মৃতিকাতর মনে হচ্ছে?
১০| ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমার ও তাই।কিছু ফেলতে পারিনা.....
সত্যি কথা বলতে কি ফেলতেও চাইনা....।ফুল,শুচিন্তা ,ভালো যা সব কিছুই..
শুভেচ্ছা থাকলো/
১১| ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৫
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো কথাগুলো।
আমিও কিছুই ফেলতে পারিনা,
ছোটখাট কত কী, পুরোনো কত কিছু, সবই গেঁথে আছে স্মৃতির পাতায়- কোন কিছুই ফেলতে পারিনা।
সব কিছুতেই তারই ছোঁয়া, অনুভবে সে সর্বক্ষণ।
আমি নিজেকেও ফেলতে পারিনি কোনদিন-
কারন তুমি ছুঁয়েছিলে আমাকে, পুরোনো আমি-
তবুও আঁকড়ে ধরে আছি নিজেকে।
১২| ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৭
কালপুরুষ বলেছেন: "কারন তুমি ছুঁয়েছিলে আমাকে, পুরোনো আমি-" নয়
"কারন সে ছুঁয়েছিলে আমাকে, পুরোনো আমি-"
১৩| ১১ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
মৃন্ময় আহমেদ বলেছেন: ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।।
মন্তব্যগুলো রয়ে যাবে.. কোনোদিনই ফেলতে পারবো না।
১৪| ১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৩
শেখ জলিল বলেছেন: কিছু ফেলতে পারি না ছিঁড়ে যাওয়া জুতো,
ভাঙা ডট-পেন, চাদার রশিদ, কবেকার চিঠি ফেলতে পারি না।....এরকম নষ্টলজিয়া আমারও হয়!
১৫| ১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
মৃন্ময় আহমেদ বলেছেন: আর বলবেন না জলিল ভাই... স্মৃতি জিনিসটা বড্ড করুণ।
১৬| ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
শাওন বলেছেন: না পারলেও কিছু জিনিস ফেলে দিতে হয় যে । কঠিন এই নির্মমতা ।
১৭| ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৬
মৃন্ময় আহমেদ বলেছেন: দেহটাকে যখন অন্ধকার ঘরে ফেলে দেয়া হয়।।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮
মুনিয়া বলেছেন: কেন পারেন না?