নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তাফিজ ফরায়েজী জেরী

মোস্তাফিজ ফরায়েজী জেরী

সাধারণত গল্প লেখি, কবিতা আর তেমন মনে আসে না। এক কথায় গল্প নিয়ে আমার বসবাস। নিজের মত জোরালোভাবে প্রকাশের চেষ্টা করি। দেশকে ভালোবাসি, প্রেমকে শ্রদ্ধা করি।

মোস্তাফিজ ফরায়েজী জেরী › বিস্তারিত পোস্টঃ

গান: তোমার জন্য মন কেঁদে মরে

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

তোমার জন্য মন কেঁদে মরে

ফিজিক্সের জন্য নয়।

তোমার জন্য মন কেঁদে মরে

টিপল ই'র জন্য নয়।

তোমার কথা মনে পড়ে

ম্যাথম্যাটিকসের কথা নয়।



তুমি কে! তুমি কে!

খুঁজে খুঁজে হয়রান!



কেমিস্ট্রি আজ জটিল বিষয়

মাথায় আমার ঢোকে না,

তুমি তো একটা সহজ বিষয়

তোমায় ছাড়া বাঁচি না।



তুমি কে! তুমি কে!

খুঁজে খুঁজে হয়রান!



ল্যাবরেটরিতে শত ভুল-ভাল

এখনতো আমার নিত্য কাজ,

তোমার বিষয়ে

নেইতো কোন ভুল।



আমি খুঁজে খুঁজে হয়রান,

তোমাকে! তোমাকে!



(বি. দ্র. কোন সুরকার গানটির সুর করতে চাইলে জানাবেন)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.