![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ © রাহা যোগাযোগ: [email protected]
৭১-এ বাঙালির শ্লোগান
শ্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন । শ্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশমন..শ্লোগান...শ্লোগান...শ্লোগান... । প্রতুলের একটি গান । 'আমি বাংলায় গান গাই' গানটির গায়ক এবং লেখক এবং সুরকার প্রতুল মুখোপাধ্যায় ।
আমাদের দেশে শ্লোগান সময়ের আবর্তে অনেক সময় অনেক রকম দেয় হয়েছে । এক একটি শ্লোগানের সাথে মানুষের আবেগ-ভালোবাস-ক্ষোভ-প্রতিবাদ-চাওয়া অনেক কিছুই প্রকাশিত হয় । আমাদের এদেশের মানুষ দীর্ঘদিন ছিল শোষিত-নিপীড়িত এবং বঞ্চনার শিকার । তাই এদেশের মানুষের স্বাধিকার সংগ্রামও দীর্ঘদিনের । সময়ের প্রয়োজনে, নানারকম চাহিদায় মানুষের শ্লোগানের ভাষা পরিবর্তিত হয়েছে এবং হবে । আমাদের স্বাধিনতা আন্দোলনের সেইসব শ্লোগানের নির্বাচিত সংকলন করতে চাই । আমি এই মুহুর্তে সেসব শ্লোগান মনে আসছে সময়ের ক্রম ছাড়াই লিখছি । এবং যে শ্লোগান গুলো বাদ যাবে আপনাদের প্রতি অনুরোধ আপনারা সেগুলো সংকলিত করুণ মন্তব্যে । এবং এরপর সকল নির্বাচিত শ্লোগন নিয়ে তৈরী হবে একটি পোস্ট ।
আপনাদের সার্বিক সহযোগিতার প্রত্যাশায়....
[ বিশেষ দ্রষ্টব্যঃ জামাত-শিবির-রাজাকারদের কোন মন্তব্য করা যাবে না ।করলে তা মুছে ফেলা হবে ।(সাধারণত কখনওই আমি কোন কিছু মুছি না )]
১.বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ।
২. তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যুমনা
৩.জাগো জাগো বাঙালি জাগো
৪.দুনিয়ার মজদুর এক হও
৫.ঘরে ঘরে দুর্গ গড়ো বাংলাদেশ মুক্ত করো
৬.জয় বাংলা
৭.ছাত্র-শিক্ষক-জনতা গড়ে তোল একতা
৮. জেগেছে রে জেগেছে বাঙালি জেগেছে
৯.শহীদের রক্ত বৃথা যেতে দিবো না
১০. রক্তের বন্যায় মুছে যাবে অন্যায়
১১. পাকিস্তানের দালালেরা হুশিয়ার সাবধান
[ফারহান দাউদ- এর ব্লগ থেকে নিচের শ্লোগান গুলো]
১৯৫৩: "শহীদ স্মৃতি অমর হউক।"
১৯৫৬: "মৃত্যুমুখী মানুষকে বাঁচাও"
১৯৬২: "শিক্ষা সংকোচন নীতি পরিহার কর"
"পূর্ব বাংলাকে শোষণ করা চলবে না"
"২০ টাকা মণ দরে চাউল চাই"
"স্বায়ত্বশাসন দিতে হবে"
"রাজবন্দীদের মুক্তি চাই, নিরাপত্তা আইন বাতিল কর।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জিন্দাবাদ"
"ভাসানীর দাবী দেশের দাবী
ভাসানীর দাবী মানতে হবে।"
"গণধিকৃত এবডো আইন বাতিল কর
রাজনৈতিক দল আইন বাতিল কর
নিরাপত্তা আইন বাতিল কর।"
"এক কেন্দ্রিক নয় ফেডারেল পদ্ধতির
গণতন্ত্র মানতে হবে"
১৯৬৪:
"মোদের গরব মোদের আশা,আ'মরি বাংলা ভাষা।"
"আ-এ আদা র-এ রসুন
এ নাম জপে বুলবুল।"
১৯৬৬: "সোনার দেশ আজ শ্মশান কেন!!"
"গণসংগ্রামেই বাজবে গণমুক্তি "
"অর্থপাচার বন্ধ কর "
"৬ দফাই গণমুক্তির মহাসনদ"
"৬ দফা আমাদের বাঁচার দাবী"
"৬ দফা ভিত্তিক স্বায়ত্বশাসন দিতে হবে"
"পূর্ব বাংলার পূর্ণ আঞ্চলিক স্বায়ত্বশাসন দিতে হবে"
"সহজলভ্য শিক্ষা চাই"
১৯৬৭: "ছাত্রসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই'
"সকল রাজনৈতিক মামলা দণ্ডাদেশ বাতিল কর"
"১১ দফার বাস্তবায়ন চাই "
"নারী শিক্ষার প্রসার চাই"
"সংবাদপত্রের কণ্ঠরোধ চলবে না"
"কমিউনিস্ট পার্টির উপর বিধিনিষেধ প্রত্যাহার কর" ১৯৬৮: "গণতন্ত্র কায়েম কর।"
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৮
আরশাদ রহমান বলেছেন: একত্তরে যে শ্লোগান দিয়ে যুদ্ধে নেমেছিলো বাঙালি সেই শ্লোগানই ৭৫ এর পট পরিবর্তনের সাথে কেমন করে বদলে গেলো!
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: "জাগ্রত বাংলার মুক্তিবাহিনী"।
ভাল আইডিয়া,৫।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৫
ফারহান দাউদ বলেছেন: স্লোগানের ১টা সংকলন করেছিলাম,পরের অংশটাও করবো,কষ্ট করে দেখতে পারেন। উদ্যোগটা ভালো আপনার।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৭
রাহা বলেছেন: আরশাদ রহমান @ বিঃদ্রঃ লক্ষ্য করবেন আশা করি ।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪২
আরশাদ রহমান বলেছেন: রাহা, আমার মন্তব্য কি ভুল বুঝলেন? বিঃদ্রঃ তো আগেই খেয়াল করেছি।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪৮
ইয়াহইয়া ফজল বলেছেন: জয় বাংলা
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫৬
রাহা বলেছেন: ৭৫ এর পট পরিবর্তনের পর থেকে যারা বাংলাদেশ চায়নি তারাই ক্ষমতাবান হয়েছে ক্রমে ক্রমে । সেজন্য জয় বাংলার বদলে আমরা এখন বলি বাংলাদেশ জিন্দাবাদ । তাদেরকে বিঃদ্র । আপনাকে নয় ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫৯
আরশাদ রহমান বলেছেন: একমত। ধন্যবাদ রাহা।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
রাহা বলেছেন: ভাই কারো কি কোন শ্লোগান মনে নাই ??
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: ৫... আরো চাই
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৪২
মেহরাব শাহরিয়ার বলেছেন: ৫
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
রাশেদ বলেছেন: ৫। ধন্যবাদ রাহা ও ফারহান কে।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৬
মিরাজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ এ চমত্কার পোষ্টটির জন্য।
আপনাকে ও ফারহানকে ধন্যবাদ ।
৫
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৬
রোবোট বলেছেন: ৬৯: জেলের তালা ভাংবো শেখ মুজিবকে আনবো
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৪১
দোলা বলেছেন: ঘোরের মতো আমিও ব্লগ পরিসংখ্যান দিলাম
.............................
পোস্ট করেছি: ২ টি
মন্তব্য করেছি: ৯৫ টি
মন্তব্য পেয়েছি: ২৮ টি
ব্লগটি মোট ৫০০ বার দেখা হয়েছে
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০০
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৪
মনিটর বলেছেন: তোমার নেতা, আমার নেতা
শেখ মুজিব, শেখ মুজিব ।।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
সাদিক তাল বলেছেন: 'ইয়াহিয়ার লেলিয়া দেয়া কুকুরগুলোকে খতম করে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ি।'
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৪
সাদিক তাল বলেছেন: ইয়াহিয়ার গদিতে আগুন জ্বালো একেসাথে
২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৪
রাহা বলেছেন: আপনার কাছ থেকে আরো শ্লোগান চাইছি...
কেউ কি দিতে পারেন ??
২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
তানভীর মোর্শেদ বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:২২
সাদিক তাল বলেছেন: কেউই তো কোন শ্লোগান দিলোনা । মনে হয় পাবলিক সব ভুইল্যা গ্যাছে,..
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০৫
ফারহান দাউদ বলেছেন: রাহা,কৃতজ্ঞতা স্লোগান যোগ করার জন্য।
স্লোগানের পরবর্তী পর্ব:'৬৯ থেকে '৭১ দিয়েছি,এখানে যোগ করে গেলাম,দেখতে পারেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪৯
লাল দরজা বলেছেন: তোমার নেতা, আমার নেতা
শেখ মুজীব, শেখ মুজীব।।