নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আগে যুদ্ধাপরাধীদের বিচার চাই ।

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রাহা

ব্লগ © রাহা যোগাযোগ: [email protected]

রাহা › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের অজানা অধ্যায়,১৯৭৭ এর ঘটনাবলী নিয়ে বইঃ "রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি"

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩

"রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি" বইমেলায় পাঠসূত্রের স্টলে এই বইটি পাওয়া যাচ্ছে । ডেইলী স্টারের চীফ রিপোর্টার জায়েদুল আহসানের লেখা এই বই ১৯৭৭ বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদের কিভাবে বিনা দোষে ফাঁসি ঝোলানো হয়েছিল সেবিষয়ে কিছু অজানা তথ্য উঠে এসেছে ।



১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ১৯৭৭ পর্যন্ত দেশের সামরিক বাহিনীতে ক্ষমতা দখলের লড়াইয়ে ঘটে গেছে নানা রক্তাক্ত বেদনার্ত ঘটনা । যা আজও স্বাধীন বাংলাদেশে অজানা রয়ে গেছে । সব সময় এই বিষয় গুলো লোকচক্ষুর আড়ালে রেখে দেয়া হয়েছে । সাংবাদিক জায়েদুল আহসান সেই অজানা অধ্যায়ের একটি উল্লেখযোগ্য অংশ ১৯৭৭ সালে সামরিক বাহিনীর অফিসারদের কিভাবে রহস্যময় বিচারের মাধ্যমে ফাসিতে ঝোলানো হয়েছে সেই ইতিহাস বিবৃত করেছেন , পাঠকের কাছে । কিভাবে সামরিক বাহিনী মুক্তিযোদ্ধা অফিসারদের নিধন করা হয়েছে তা জানতে হলেন সংগ্রহ করুন "রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি" ।



বইমেলায় আজই(১৬.০২.২০০৮) এসেছে । প্রচ্ছদ করেছেন শিশির ভট্টাচার্য্য ।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭

সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
ভাল উদ্যোগ । এ বিষয়ে আমরা যৎকিন্চিৎ যা জানি তা সূত্রবদ্ধ করা হলে পূর্ণতা পায় ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০১

ইয়াহইয়া ফজল বলেছেন: আমিও বলি তাই।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৪

ফাহমিদুল হক বলেছেন: পড়তে হবে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৪

জ্যামিতি বলেছেন: ধন্যবাদ তথ্যটা জানানোর জন্য ভাইয়া ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৩

রাগিব বলেছেন: ঐ সময়ে (৭৫-৮১) প্রায় ১৯টি অভ্যুত্থান হয়েছিলো। অ্যান্থনি মাসকারেনহাসের বই "বাংলাদেশ - রক্তের ঋণ" এ বিশদ বর্ণনা পড়েছিলাম।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৫

রাহা বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে
আর আশা করছি আগ্রহীরা বইটা পড়বেন ... ইতিহাসের অনেক অজানা অধ্যায় জানতে পারবেন ।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১৮

নেমেসিস বলেছেন: উন্মোচিতো হোক সব রহস্যের বেড়াজাল ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৯

রাহা বলেছেন: সহমত নেমেসিস, আসলেই উন্মোচিত হওয়া উচিত এইসকল রহস্য । ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১১

রাহা বলেছেন: ইতিহাস নিয়ে আগ্রহীদের জন্য বইটা সংগ্রহে রাখার মতন ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮

তানভীর মোর্শেদ বলেছেন: বইয়ের দাম কত ??

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৩

সামী মিয়াদাদ বলেছেন: পড়িয়া দেখিতে হইবে.....দাম কত?

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২০

রাহা বলেছেন: বইয়ের গায়ের মূল্য ১৬০ টাকা , বিক্রি মূল্য ১২০ টাকা বোধহয় ।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩০

পন্ডিত বলেছেন: নতুন কোন বিতর্কের সৃস্টি না করলেই হয়

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩১

পন্ডিত বলেছেন: বইটির লেখকের তথ্যসুত্র সম্পর্কে ধারনা দিতে পারবেন?

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩

রাহা বলেছেন: পন্ডিত@ লেখক একজন সাংবাদিক....

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৮

রাহা বলেছেন: সবাইকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.