নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাছিমের গ্রাম

কবি

মৃদুল মাহবুব

[email protected]

মৃদুল মাহবুব › বিস্তারিত পোস্টঃ

কবি বিনয় মজুমদারকে নিয়ে ডকুমেন্টারী : অন্য আলো, অন্য আঁধার

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫১

বিনয় মজুমদারের সাথে দেখা হলো। শিমুলপুরে তিনি একা থাকেন। বিশ্ব ব্রহ্মণ্ডের নানা রহস্যের উত্তর তার কবিতা। প্রশ্নের বিপরীতে তিনি তুলে ধরেন তার কবিতার লাইনের পর লাইন। তার স্মৃতিতে এখনো পড়ে আছে জীবনানন্দের কবিতা আর রবীন্দ্রনাথের গান। বিনয় মজুমদার সিগরেট খাচ্ছেন, কথা বলছেন, তার হাত কাঁপছে, পা বলের অভাবে কম্পমার, মুখ ধুচ্ছেন, কুলি করছেন, শুয়ে আছেন, সবুজ ঘাসের পরে বসে আছেন, যুদ্ধ বিগ্রহ, প্রেম আর ভালোবাসর অনস্তিত্ব নিয়ে এখনো ভাবছেন। তার খ্যাতি নিয়েও কথা বললেন। তার ঈশ্বরীকে চেনালেন, আরও এক গনিতের খাতা তুলে ধরলেন। তার কবিতার ছন্দ শেখালেন। বিস্ময়ের কবিকে দেখা গলো পর্দার রূপালী আলো আধাঁরে। তিনি হাসছেন, কথা বলছেন, মনে হলো যেনো একটু কাঁদতেও চাইলেন। কিন্তু না তিনিই বললেন তার কান্না আসে না এখন আর। তার জীবনকে ঘিরে আছে নিজের কবিতার অজস্র লাইন, জীবনানন্দের কবিতা , রবীন্দ্রনাথের গান আর শৈশব। তাকে ঘিরে থাকা হাজারো প্রশ্নের মাত্র কয়েকটি উত্তর পাওয়া গেলো আজ। জ্যান্ত, বিষাদ আক্রান্ত, ব্যথাতুত কবিকে দেখা গেলো।





শঙ্কর কর্মকার কবি বিনয় মজুমদারকে নিয়ে একটা ডকুমেন্টারী করেছেন। নাম 'অন্য আলো, অন্য আঁধার'। ডকুমেন্টারী হিসাবে এর সফলতা বা ব্যর্থতার প্রশ্ন অবান্তর। বা তা ভাবার অবকাশ ছিলো না আমার। কেননা বিনয় মজুমদার যেখানে কথা বলছেন, তার জীবন্ত মুখ, তার হাটা চলা, জীবন যাপন দেখা যাচ্ছে সেখানে এই প্রশ্ন মাথায়ই আসে না।



কবিকে আজ এতো কাছে পেয়ে কেনো যেন খুব ব্যথা অনুভব হচ্ছে। কারন জানি না। আজ রাতে হয়তো আর ঘুম হবে না। আজ রাত কেটে যাবে বালিশের সাথে বিনয় মজুমদারকে নিয়ে কথা বলে।



বিনয় মজুমদার কে নিয়ে তৈরি ডকুমেন্টারি '' অন্য আলো, অন্য আঁধার'' পাওয়া যাচ্ছে আজিজ সুপার মার্কেটের 'লিটল ম্যাগাজিন কর্ণার' ( বা 'লোক')। দ্বিতীয় তলা ৮৯ নং দোকান। ৪৪ মিনিটের সিডিটির দাম রাখা হয়েছে ৭০ টাকা। অমূল্য এই জিনিসের মূল্য একটু বেশি রাখা হয়েছে।



কবির কবিতা যুক্ত করা হলো:



ফিরে এসো, চাকা

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:০৬

রণদীপম বসু বলেছেন: ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২৯

মৃদুল মাহবুব বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো।
বিনয় মজুমদারের কিছু কবিতা পোষ্ট করবেন সম্ভব হলে?
শুভেচ্ছা।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৬

মৃদুল মাহবুব বলেছেন: চেষ্টা করি।

শুভেচ্ছা আপনাকেও।

৩| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: গুড জব।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৫

মৃদুল মাহবুব বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২৬

তারার হাসি বলেছেন: শুভেছা, আপনাকে অনুরোধ করছি সম্ভব হলে কিছু কবিতা পোস্ট করেন।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৯

মৃদুল মাহবুব বলেছেন: চেষ্টা করছি। ধন্যবাদ।

৫| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৮

রুবেল শাহ বলেছেন: কবি বিনয় মজুমদার সম্পকে অনেক জানতো না হয়তো এই পোষ্ট থেকে কিছুটা হলেও জানা যাবে -----------

এই কবি কে আমার ভীষন ভাল লাগে----------- +

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৩

মৃদুল মাহবুব বলেছেন: ডকুমেন্টরীটি দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। খুব কাছ থেকে কবিকে দেখা যায়। বিনয় মজুমদার শেষ জীবনে কেমন কাটিয়েছে তার দিনগুলো আর কবিতা বা পুরো বিশ্বটাকে তিনি কিভাবে দেখেছেন তা বোঝা যায় এখানে।

ধন্যবাদ।

৬| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৯

রুবেল শাহ বলেছেন: কবি বিনয় মজুমদার সম্পকে অনেক জানতো না হয়তো এই পোষ্ট থেকে কিছুটা হলেও জানা যাবে -----------

এই কবি কে আমার ভীষন ভাল লাগে----------- +

৭| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫২

ইশতিয়াক জিকো বলেছেন: ধন্যবাদ মৃদুল মাহবুব, ডকুমেন্টারি প্রাপ্তিস্থানের খবর দেয়ার জন্য।

যাঁরা বিনয় মজুমদারের কবিতা পড়েননি, চেখে নিতে পারেন 'ফিরে এসো চাকা' বইয়ের ৩৭টি কবিতা।

বইপাড়া ডট কম ওয়েবসাইটটি ফায়ারফক্সের চেয়ে ইন্টারনেট এক্সপ্লোরারে ভালো দেখা যায়।

লিংক: Click This Link

বিনয় মজুমদার নিয়ে সুমন রহমানের একটা লেখা আছে অনলাইনে। প্রিয় আমার।
লিংক: http://www.sachalayatan.com/yeeshan/8958

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৭

মৃদুল মাহবুব বলেছেন: বইপাড়ার লিংকটা আমিও দিয়েছি। তারপরও অসংখ্য ধন্যবাদ।

আর সুমন ভাইয়ের লিংকটা দেবার জন্য আরও ধন্যবাদ।

৮| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৬

একরামুল হক শামীম বলেছেন: আজ রাতে হয়তো আর ঘুম হবে না। আজ রাত কেটে যাবে বালিশের সাথে বিনয় মজুমদারকে নিয়ে কথা বলে।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৮

মৃদুল মাহবুব বলেছেন: তিনি আমার খুবই প্রিয় কবিদের একজন। ধন্যবাদ।

৯| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৭

মৃদুল মাহবুব বলেছেন: কবি বিনয় মজুমদারের কবিতার লিংক যুক্ত করা হলো:

ফিরে এসো, চাকা

১০| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৯

তারার হাসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৩

মৃদুল মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১১| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৬

ইশতিয়াক জিকো বলেছেন: দুঃখিত মৃদুল মাহবুব, সম্ভবত একই সঙ্গে মন্তব্য লিখছিলাম দুজন। ফলে লিংক দুটোর প্রতিধ্বনি হয়েছে। যাই হোক, তবু ফিরে আসুক চাকা।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৩

মৃদুল মাহবুব বলেছেন: ব্যাপার না। ধন্যবাদ।

১২| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২৪

নির্বাসিত বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটির জন্য। দেশের বাইরে থাকার কারণে কবে যে ডকুমেন্টারীটি দেখতে পাবো তা জানিনে, তবে এটা আমার কেনার জিনিসের তালিকায় থাকলো।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২৮

মৃদুল মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

যখন দেশে ফিরবেন তখন সিডিটি পাবেন কিনা জানি না। কেননা ওটা 'লোক' স্বউদ্যোগে ৭/৮ টি কপি করে বিক্রি করছে। দেশে এসে মেইল দিয়েন আমি আপনাকে কপি করে দিবো।

১৩| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩০

নির্বাসিত বলেছেন: ধন্যবাদ। কেউ যদি ইউ-টিউবে আপলোড করে, তাহলেও ভাল হয়।

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪২

মৃদুল মাহবুব বলেছেন: ইউ টিউবে আপলোড করে কিভাবে আমি এখনো জানি না। আর করলে লিংক পাবো কেমনে? জানালে চেষ্টা করতে পারি। তবে আমার নেটের স্প্রিড তেমন ভালো না। ১২-১৪ কেবিপিএস এভারেজ।

১৪| ২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যের জন্য ।
দুটি লিঙ্ক-ই খুলতে ব্যর্থ হলাম ।

২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:০২

মৃদুল মাহবুব বলেছেন: ধন্যবাদ। 'ফিরে এসো, চাকা' এই লিংকটাতো কাজ করছে। আবার একটু চেষ্টা করুন।

১৫| ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৭

সামী মিয়াদাদ বলেছেন: থ্যাংস ফর দ্যা ইনফোরমেশান

২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৯

মৃদুল মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪০

মাঠশালা বলেছেন: দেখতে হবেতো। থ্যাংকস খবরটা দেবার জন্য। ডকুটার কথা অবশ্য শুনেছিলাম কিন্তু আজিজে যে পাওয়া যাচ্ছে জানতাম না।

২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৫

মৃদুল মাহবুব বলেছেন: ধন্যবাদ। দাম বহুত রাখছে। একটা সিডির দাম ৭০। কি আর করা। ভালো থাকুন।

১৭| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫

মাজুল হাসান বলেছেন: সুসংবাদ।
কেমন আছেন?

২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৬

মৃদুল মাহবুব বলেছেন: জলদি কিনে ফেলেন। শুনলাম মাত্র কয়টা কপি বলে আর অবশিষ্ট আছে।

ভালো না। খুব একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন যাচ্ছে। কবে যে ভালো লাগবে।

আপনি কেমন আছেন?

১৮| ০১ লা মে, ২০০৮ রাত ১:০১

অ রণ্য বলেছেন: খুব লোভ নয়
ভয়ানক লোভ হচ্ছে দেখবার
কিন্তু উপায় নেই

০১ লা মে, ২০০৮ সকাল ১০:৩৬

মৃদুল মাহবুব বলেছেন: কেমন আছেন?

আপনি কি দেশের বাইরে থাকেন? তাই কি সম্ভব নয়। দেশে ফিরে যোগাযোগ করলে আমি আপনাকে কপি করে দিতে পারবো।

১৯| ০১ লা মে, ২০০৮ সকাল ১০:৪৬

অ রণ্য বলেছেন: তাহলে আগামী ২০মে তে কি আমায় দিতে পারবেনা
নিদেন পক্ষে একদিনের জন্য ধার
আমি দেখতে চাই

আপনার মেইল বক্সে একটা বার্তা পাঠিয়ে দেবক্ষণ
আর সেই সাথে আগাম কৃতজ্ঞতাও

যদিও বা আশাটা খুব তাড়াতাড়ি বড় ও বেশি হয়ে গেল

হা হা

আর হ্যা আমি বর্তমানে মধ্যেপ্রাচ্যে আছি মানে উষরতায়

০১ লা মে, ২০০৮ সকাল ১০:৫৭

মৃদুল মাহবুব বলেছেন: তাহলে দেশে ফিরছেন ধারে পিঠ। দেখা হবে সমস্যা নাই কোন। দেওয়া যাবে।

২০| ০৭ ই মে, ২০০৮ সকাল ১০:৩২

মুয়ীয মাহফুজ বলেছেন: নুরুল আলম আতিক ভাইও নাকি বিনয় মজুমদারের উপর একটা ডকু তৈরির কাজ শুরু করেছিলেন অনেক আগে,কিন্তু শেষ করতে পারেন নাই।সেটার পরে কি হয়েছিলো সেটা জানি না।

তবে শঙ্কর কর্মকার কবি বিনয় মজুমদারকে নিয়ে একটা ডকুমেন্টারী করেছেন। নাম 'অন্য আলো, অন্য আঁধার'।-একথা জেনে প্রচন্ড দেখতে ইচ্ছা করছে ডকুমেন্টারীটা।নিশ্চিতভাবেই লোক থেকে সবগুলো সিডির কপি শেষ হয়ে গেছে অনেক আগেই।খোঁজ নিতে হবে।আপনার কাছে যদি সিডিটা থাকে তবে একদিন আজিজে নিয়ে আসেন না।আজিজ মার্কেটের সুরের মেলায় সিডিটির একটা কপি করতে চাই।

ভালো থাকুন।

০৭ ই মে, ২০০৮ সকাল ১১:৪৬

মৃদুল মাহবুব বলেছেন: ভয় নাই। লোকে কপি আছে। কেননা অনেকে কেনার ইচ্ছা পোষণ করার পরও এক কপি সিডিও বিক্রি হয় নাই। এইটাই শুভ সংবাদ। অনিকেত শামীম তাই বললো।

কোন সমস্যা নাই। কপি না থাকলে আমার কাছ থেকে পাবেন।

২১| ২০ শে মে, ২০০৯ রাত ১:৪৪

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: তথ্যটা জানতাম না। অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.