নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্তিত্বকে ছাড়তে নেই,ভুলতে নেই...

মৃত্তিকামানব

আজীবন মাটির মানুষ হয়ে থাকতে চাই।হিংসা, অহংকার,ভন্ডামী এই তিন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জিততে চাই

মৃত্তিকামানব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের যুবক বলছি

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯


সীমান্তের কাঁটাতারে ঝুলছে ফেলানী, ঝুলুক
ওপারের প্রহরীদের প্রহারে ক্ষত-বিক্ষত
হোক
চাষী নজরুলদের দেহ
তাতে আমার কী
ওরা তো নয় আমার কেহ

পুলিশের বুটে পিষ্ট হোক স্বাধীনতা
পেট্রোল বোমায় ঝলসে যাক মানবতা
তাতে আমার কী

তনুদের তনু ভোগ করুক ধর্ষক কাপুরুষেরা
জনতার সম্পদ লুটে খাক জনতার নেতারা
তাতে আমার কী

ন্যায়ের আন্দোলন অন্ধ হোক মরিচের গুঁড়ায়
নিরীহ লোক ঝরে পড়ুক সন্ত্রাসী মহড়ায়
তাতে আমার কী

আমি বাংলাদেশের যুবক বলছি,
আমি স্বাধীন
কারণ রাত বারটায়,
'এল ক্লাসিকো' দেখার স্বাধীনতায়
আমায় কেউ বাধা দেয়নি
আমি স্বাধীনতা চিনি,
তবে জানিনা
কত রক্তের বিনিময়ে হয়েছে
স্বাধীনতার বিকিকিনি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা তো নয় আমার কেহ
তাতে আমার কী
তাতে আমার কী
তাতে আমার কী

এভােব যদি ভাবতে মুক্তিযোদ্ধারা! দলাকান হননি বেল।ি আজ স্বাধীন বলতে পারি!
দিগন্ত বিস্তারী দৃষ্টি ছিল তাঁদের!
হায় আমরা অর্জন টুকু ধরে রাখতেও কতটা গাফেল!!!!!!!!

কবিতায় ভাল লাগা +++

২| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

পুলিশের বুটেই পিশেনা শুধু, মাঝেমধ্যে পুলিশকেও পিষেছে এদেশের মানুষ!! অথচ এই পুলিশ বাহিনীরাই প্রথম থ্রিনটথ্রি ছুড়েছিল পাক হায়েনাদের বিরুদ্ধে!! আজ আমরা কথায় কথায় পুলিশকে ছোট করি, অথচ পুলিশ দুর্নীতির অনেক পিছনে।

আপনার কবিতা সুন্দর হয়েছে, ভালো লাগলো, কিন্তু কিছু কথা আমার ভালো লাগেনি।

শুভকামনা আপনার জন্য

৩| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্বাধীনতার বিকিকিনি হয়নি ভাই!
বীর বাঙালিরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বীরের বেশে। তবে অবশ্যই চরম মূল্য দিতে হয়েছিল বাঙালি জাতিকে!!

আমার মন্তব্য চুলকানি মনে করবেন না, প্লীজ। আমাদের লেখাতে স্বাধীনতার প্রতি, বীর বাঙালি জাতির প্রতি, কষ্টার্জিত দেশটির প্রতি শ্রদ্ধা থাকা কাম্য। দোষ তো আমাদের, আমরা সঠিক ভাবে পরিচালনা করতে পারিনি, পারছিনা! একাত্তরের প্রায় চার লাখ স্বাধীনতা বিরোধী এখন চার কোটিতে পৌঁছবে নিশ্চয়!! আমাদের এটিও মাথায় রাখতে হবে। এখনো শাহবাগ জমায়েতকে নাস্তিকদের জমায়েত বলার লোকের সংখ্যা নেহায়েত কম নয়!! তাই মতের বিরোধের অভাব নেই দেশে। দেশের যুবকরা ভালোই আছে, তা বুঝিয়ে দিয়েছিল তেরো সালেই।

৪| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমাদের আবার একজন বঙ্গবন্ধু দরকার!!!

৫| ২৭ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৫৯

মৃত্তিকামানব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ. বিদ্রোহী ভৃগু
নিবেদিত দেশপ্রেমিক ছিলেন বলেই মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করতে পেরেছেন...
কিন্তু আমরা তো মুক্তিযোদ্ধাদেরই যথেষ্ট সম্মান দিতে পারি নি, স্বাধীনতা ধরে রাখা তো দূরের কথা।
আবার, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন আর কিছু বিপথগামী মুক্তিযোদ্ধাদের জন্যও দেশ পিছিয়ে গেছে অনেক..পড়েছে গর্তে..

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

মৃত্তিকামানব বলেছেন:
নাইম জাহাঙ্গীর নয়ন ভাই
ধন্যবাদ, মূল্যবান মন্তব্যের জন্য...


এদেশেই পুলিশকে ব্যবহার করছে সবাই.....
রাস্তার একজন চোর থেকে শুরু করে সংসদের মন্ত্রী কে না পুলিশকে তাদের নিজ প্রয়োজনে ইউজ করছে না...
এদেশের মানুষরা পুলিশের উপর বিশ্বাস হারিয়েছে বহু আগেই।
দুই একজন যারা ব্যতিক্রম আছেন তারা খুবই নগন্য...
অথচ পুলিশ সব পুলিশ মেরুদন্ড সোজা রাখতে পারলে অনেক কিছু সম্ভব হত...


স্বাধীনতার বিকিকিনি বলতে আমি বুঝিয়েছি...
এদেশের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা কিনেছি...এমনি এমনি তো কোন শক্তি স্বাধীনতা দেয় না, আবার কারো সহমর্মিতা নিয়ে স্বাধীনতা অর্জন করি নি, মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা চিনিয়ে এনেছেন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.