![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজীবন মাটির মানুষ হয়ে থাকতে চাই।হিংসা, অহংকার,ভন্ডামী এই তিন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জিততে চাই
প্রিয়তমা বাদী,
উচ্চ আদালতে মামলা দায়ের করেছ
হামলার অভিযোগে নয়
ভালবাসায় কম দিয়েছি বলে
গ্রেফতারী পরোয়ানার প্রয়োজন নেই
আত্মসমর্পণ করব অচিরেই
কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে চাই,
বেকসুর খালাস চাইব না
যাবজ্জীবন কারাদন্ড কিংবা মৃত্যুদন্ড
যাই হোক,মাথা পেতে নেব
কারণ আমি অপরাধী স্বামী
প্রতিযোগিতার যুগে ছুটেছি কেবল
ভালবাসার মূল্য বুঝি নি।
জানি আপিল রিভিউ কিছুই টিকবেনা
ভালবাসার সর্বোচ্চ আদালতে
তাইতো সরাসরি মনভিক্ষে চাইব
তোমার দরবারে
একটু সাড়াও কি দিবে না,
এই অপরাধীর আবদারে?
২| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২১
ওমেরা বলেছেন: অপেক্ষা করেন,নিশ্চয় দিবে ।
৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭
মৃত্তিকামানব বলেছেন: অপেক্ষা করা ছাড়া তো আর উপায় নেই।
@ওমেরা
৪| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৮
মৃত্তিকামানব বলেছেন: ধন্যবাদ @কানিজ রিনা
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮
কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লিখেছেন দেখছি? বেশ বেশ।
ধন্যবাদ।