![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজীবন মাটির মানুষ হয়ে থাকতে চাই।হিংসা, অহংকার,ভন্ডামী এই তিন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জিততে চাই
চাইনা পিতৃকপালে আরেকটি ভাঁজ পড়ুক
দুশ্চিন্তার দিগন্তে মিলিয়ে যাক
মায়ের চওড়া হাসির রেখা
মধ্যবিত্তরা না পারে কারো কাছে চাইতে
না পারে সময়ের দাবী মেটাতে
তবু আমাদের চলতে হয়
ঝুলন্ত ভবিষ্যৎকে সঙ্গী করে
দিনব্যাপী অপমান আর হতাশায় হাল ছেড়ে
দিনশেষে যখন ঘরে ফিরি
পিতার হাস্যোজ্জ্বল চেহারা
মায়ের স্নেহমাখা হাতের স্পর্শ
বোনের খুনসুটি
ছোট ভাইয়ের শত আবদার
আর পিছন থেকে ভাগ্নির মামা ডাকে
আমি খুঁজে পাই, নতুন পথের দিশা
অবশেষে ফিরে পাই,
পৃথিবীতে টিকে থাকার সাহস
আর হারিয়ে ফেলি আত্মহত্যার সাহস।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৯
মৃত্তিকামানব বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভাল লিখেছেন।শুভ কামনা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৩
মৃত্তিকামানব বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: সময় যখন যেমন তাতে মানিয়ে চলায় ভালো।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩
মৃত্তিকামানব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬
আবু আফিয়া বলেছেন: ভাল লাগলো, ধন্যবাদ