নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্তিত্বকে ছাড়তে নেই,ভুলতে নেই...

মৃত্তিকামানব

আজীবন মাটির মানুষ হয়ে থাকতে চাই।হিংসা, অহংকার,ভন্ডামী এই তিন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জিততে চাই

মৃত্তিকামানব › বিস্তারিত পোস্টঃ

ভাল করে পড়াশুনা করো

২১ শে মার্চ, ২০১৯ রাত ৩:২৮


আমার অতিরিক্ত ভালবাসা
তোমাকে তিক্ত করেছে কিনা জানা নেই
বিরক্ত হয়ে সেদিন বলেছিলে,
"এসব বাদ দাও।
ভাল করে পড়াশোনা করো"

তোমার আদেশ কিংবা অনুরোধ
মাটিতে পড়ার আগেই লুফে নেয়
আমার করুণ দু'টি হাত।
কারণ মনের সংসদে তুমি বাদে
কারো অস্তিত্ব নেই আপাতত।

অতঃপর সবকিছু ছেড়ে দিয়ে
তোমার কথা মেনে নিয়ে
মনোযোগ দিলাম পড়ালেখায়।

তোমার মায়াভরা চাহনির উপর স্নাতক করলাম
স্নাতকোত্তর করলাম তোমার মার্বেল কালো চোখের উপর
পিএইচডিতে আমার গবেষণার বিষয় ছিল
"নারীহৃদয়ে পুরুষের আয়ুষ্কাল" নিয়ে

অবশেষে দীর্ঘ সময় পর
নানান ডিগ্রির বহর নিয়ে
আমি যখন দেশে ফিরলাম
দেখলাম,
তোমার আঙুল ধরে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে শিশু

আমি আবার শিশুবান্ধব মানুষ
মাথায় হাত বুলিয়ে বললাম
"ভাল করে পড়াশোনা করো"


চট্টগ্রাম
২৩/১১/২০১৮.

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল কবিতা।
ভালো লেগেছে।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৪

মোড়ল সাহেব বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা। ভাই❤️

০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৩

মৃত্তিকামানব বলেছেন: ধন্যবাদ।মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.