![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজীবন মাটির মানুষ হয়ে থাকতে চাই।হিংসা, অহংকার,ভন্ডামী এই তিন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জিততে চাই
এখন মধ্যরাত
নিরব,নিঝুম
কান্নার স্টেশন
প্ল্যাটফর্মে একা আমি
প্রতিনিয়ত আমায় কাঁদায়
মধ্যরাতের ডিপ্রেশন
কত হতাশাগ্রস্থকে শুনিয়েছি আশার বাণী
সুইসাইডে যাওয়া কত বন্ধুকে ফিরিয়ে এনেছি সুস্থ জীবনে
অথচ সেই আমি কিনা মধ্যরাতে এসে ডিপ্রেশনে ভুগি।
জনসম্মুখে আমাকে হাসতে হয়,হাসাতে হয়
আর কাঁদতে হয় লোকচক্ষুর অন্তরালে
সুখে থাকবার এই মিথ্যে অভিনয় আর কতদিন?
আচ্ছা, মধ্যবিত্তের জীবনে চিত্ত বিনোদন বলতে কিছু কি আছে?
অগোছালো বই খাতা কিংবা অগোছালো বালিশ কাঁথা
এসব নিয়ে আমার কোন মাথাব্যথা নেই
প্রতিনিয়ত আমি খুঁজে বেড়াই,
অগোছালো জীবন সাজানোর উপায়
স্রোতের প্রতিকূলে সাঁতার কাটতে কাটতে আমি এখন ভীষণ অভিজ্ঞ
স্রোতের অনুকূলে গা ভাসানো এখন ভীষণ লজ্জার হয়ে দাঁড়িয়েছে।
৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:২৩
মৃত্তিকামানব বলেছেন: বাস্তবতা মেনে নেওয়া ছাড়া কিইবা করার আছে
২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:১৪
শোভন শামস বলেছেন: জীবন এভাবে বয়ে চলে নিরবধি
৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:২৪
মৃত্তিকামানব বলেছেন: এটাই জীবনের নিয়ম
৩| ২৪ শে জুলাই, ২০২১ রাত ২:৪৪
চোখেরপর্দা বলেছেন: সুখ দুঃখ হাসি কান্না এই নিয়ে জীবন। মানুষ না চাইতেও যে কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় তার নাম ডিপ্রেশন।আমার স্যারের কথা ডিপ্রেশন এমন এক বিষ যা গিলবেন আপনি আর ভাববেন অন্যজনের ক্ষতি হচ্ছে।আলটিমেটলি তার কিছু হবে না বাট আপনার জীবনটা হয়ত জীবিত থাকবে না।জীবনটাকে জীবিত রাখার জন্য প্রাণ খুলে হাসুন আর কাঁদুন। কান্নার সাথে যে স্মৃতিবিজড়িত আনন্দ আছে।আমাকে কেউ একজন বলেছিল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কষ্ট আবার কারো কারো মতে অতীত দিয়ে জীবন চলে না সামনে এগিয়ে যাওয়ার নাম জীবন । সবার ব্রেন সবটা নেবেনা অস্বাভাবিক কিছু নয় যার ব্রেন যেইটা গ্রহন করে আবার অনেকের ব্রেন উভয়ই গ্রহণ করে থাকে। মাঝরাতে আপনার হতাশা দেখে আল্লাহর কাছে দোয়া করি "আল্লাহ আপনাকে ও আপনার মত যারা হতাশা দুঃখ কষ্টে আছে সকলের শান্তির ব্যবস্হা করুক"। কিছু মানুষ হতাশা হয় নিজের জন্য, আর কিছু মানুষ হতাশা হয় অন্যর জীবন নিয়ে। একজন বিধবা নারীর কাছে তার অতীত হচ্ছে সবচেয়ে প্রিয় কারণ অতীতে তার স্বামীর বিজড়িত স্মৃতি দিয়ে ঘেরাও ঠিক সেইখানে একজন সধবা নারীর জন্য তার অতীত হয় তার কাল। কেউ কেউ অতীতকে ডায়েরি বদ্ধ করে যা হয়ত ছিড়ে ফেলে দেওয়া যায় কিন্তু কারো কারো অতীত ব্রেনে জায়গা করে নেয় যা চাইলেও সে আর ছিড়ে ফেলতে পারে না।NOTHING STAYS FOREVER BUT MEMORY জীবন যুদ্ধে আমরা সবাই সংগ্রামী হতশা এইটাও একটা সংগ্রাম। লিখলে অনেক কথা লিখা যায় কিছু নাহয় না লিখা থাক স্মৃতি আড়লে আশ্রয় করে নিক। না চাইতে অনেক কিছু লিখে ফেলেছি। আজ আমার blog এ শেষদিন ভুল-ত্রুটি কিছু লিখলে ক্ষমা করে দিবেন।
৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:২৫
মৃত্তিকামানব বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:১২
আজব লিংকন বলেছেন: জীবনে যাও ডিপ্রেশন ছিল না, এই করোনা আর লকডাউন এসে তা হাজার গুন বাড়িয়ে সবার জীবনকে ডিপ্রেশনের এক একটা কারখানা বানিয়ে দিয়েছে।
৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:২৪
মৃত্তিকামানব বলেছেন: চরম সত্যি
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: কঠিন এক বাস্তবতা
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আমিও ভাবি আমার জীবনটা কেউ সাজিয়ে দিলে অসাধারণ একটা ব্যাপার হতো। আমিও এখন একাকি।