![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর বিভিন্ন রাস্তায় নগরবাসীকে যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে দেখা যায়। একটা জিনিস খেয়াল করলাম এই কাজে পোশাক-পরিচ্ছেদ এ হাই কোয়ালিটির লোকজনও জড়িত। মূল কারণ আসলে সচেতনতার অভাব। সেই সাথে সরকার বা প্রশাসনের উদাসিনতা। আগে অল্পএকটু জায়গা ধরে হলেও এখন দেখা যায় রাস্তার পাশে অনেক জায়গা ধরে এই কাজ হচ্ছে। রাস্তার পাশের দেয়ালে গিয়ে কাজ সারলে সেটি গড়ে চলে আসছে একেবারে মূল রাস্তায়। অনেক সময় রাস্তা দিয়ে চলা ফেরা করা দুস্কর হয়ে দাঁড়িয়েছে। আর ওই ফুটপাত দিয়ে সাধারণ পথচারী ব্যবহারের অনুউপযুক্ত হয়ে ওঠেছে। সরকারের বা প্রশাসনের কাছে দাবি দ্রুত এই বিষয়গুলোর দিকে একটু নজর দেয়া হোক।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৬
বোকা বাবু বলেছেন: টয়লেট কম সেটা তো আছেই তারপরে যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় না যা অন্যরা দখল করে আছে। প্রশাসন চাইলে আর জনগণ সচেতন হলেই রক্ষা পাওয়া সম্ভব নয়তো চলতেই থাকবেববববববববববববব..........।
২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৮
যোগী বলেছেন:
গরীব দেশের টয়লেট এমনই হয়, কিছু কারার নাই এত মানুষ প্রশাসন চাইলেও কেমনে পারবে?
৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯
নতুন বলেছেন: জনগনের সচেতনতা আর সরকারের চেস্টা দুটাই দরকার...
৪| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২
ছাসা ডোনার বলেছেন: প্রসাশন ইচছে করলেই সব ঠিক করতে পারে। শহরের মধ্যে টয়লেটের সংখা বাড়াতে হবে এবং সেগুলো যথাযথ ভাবে পরিস্কারের ব্যবস্থা করতে হবে তবেই মানুষ টয়লেট ব্যবহার করবে, কারন যে সব টয়লেট আছে ব্যবহারের অযোগ্য।
৫| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই বিষয়ে আরো বিস্তারিত লিখুন ছবি সহ।
৬| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৫
ইমরান আশফাক বলেছেন: আগে পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্হা করতে রাজউককে বাধ্য করুন, ঐগুলি ব্যবহার না করলে পাবলিককে প্রকাশ্যে জরিমানা করুন। আন্ডারগ্রাউন্ড পাবলিক টয়লেটের ব্যবস্হা (রাস্হার নীচে) করলে উপরের জমির উপর চাপ কমবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২১
যোগী বলেছেন:
বাংলাদেশে টয়লেট এত কম যে মানুষ ঘরের বাইরে খুবই বিপদে থাকে।