![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় বাগধারায় অনেক বার পড়েছি “পুকুর চুরি”। বই পড়ে জানতাম পুকুর চুরি মানে বড় রকমের চুরি। ছোটবেলায় মনে মনে ভাবতাম বাড়ি ঘরের সবকিছু চুরি করে নিয়ে গেলে তাকে পুকুর চুরি আর অল্প চুরি হলে তাকে ছিচকে চুরি বলে। কিন্তু পরবর্তীতে পুকুর চুরি গল্পটা শুনে মানুষের দুর্নীতি করার সাহসিকতার নিয়ে আতকে উঠেছিলাম। পুকুর চুরির গল্পটা অনেকেই জানেন তাই সেদিকে আর না যাই। যে কারনে পুকুর চুরির কথা টা বলছিলাম . . . . . আজ পত্রিকায় দেখলাম দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমান বন্দর হযরত শাহ জালাল বিমান বন্দরে রান ওয়ের কাজ করার জন্য ১২৫ কোটি টাকার টেন্ডার নেয় একটি প্রতিষ্ঠান। কাজ নিয়েছে ভাল কথা কিন্তু একফোটা কাজ না করেই মাত্র দুইটি চেকের মাধ্যমে সমদয় টাকা তুলে নিয়েছে। আহ কি সুন্দর কথা। আর কাজে সহায়তা করেছে বিভিন্ন মিস্টার টেন পারসেন্ট। আর যারা ভাগে কিছু পান নাই তারা ফাঁস করে দিয়েছেন ওই খবর (ফাঁসকারীদের মাঝে যে ভাল মানুষ নেই তাও বলছি না)। ১২৫ কোটি টাকার অর্থমন্ত্রীর কাছে কোন অর্থই না কারণ তিনি কাজ করেন হা---জা--র হা--জা--র কোটি টাকা নিয়ে। কিন্তু আমরা যারা অনেক কষ্ট করে সরকারের কোষাগারে আয়কর দেই তাদের জন্য এটা বিশাল একটা বড় এমাউন্ট। বিমান বন্দরের ওই দুর্নীতির তদন্ত করছে আমাদের দুদক নামের চুদক। জানি এসব পুকুর চুরির মত দুর্নীতির কোন কূল কিনারা হবে না কারণ সর্ষের ভেতরে রয়েছে ভূত।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৮
সালমান মাহফুজ বলেছেন: দুঃখজনক কর্মকাণ্ড !