![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বছরের প্রথম দিনটাতে যতটা অশ্রুবর্ষণ করেছিলাম, দ্বিতীয় দিনটা যেন ঠিক ততটাই আনন্দ নিয়ে এল আমার কাছে- বুয়েট দুবাই এর কনফারেন্স এর গ্র্যান্টটা মঞ্জুর করেছে! নাহ, এই খবরে আমি আহ্লাদিত হলাম না তাই বলে- আমার কপাল বলে কথা! ভিসা-টিকেট সব ঠিকঠাকমত না হওয়া পর্যন্ত কোন ভরসা নেই, কিন্তু ঘুড়নচন্ডী মন আমার ভিতরে ভিতরে উন্মুখ হয়ে থাকল জানুয়ারী এর ২৩ তারিখের জন্যে- প্রথম একা কোথাও যাচ্ছি, একদম একা; কতদিন থেকে আমি অপেক্ষা করে আছি এরকম সম্পূর্ণ নিজের করে সব কিছু থেকে দূরে কয়েকটা দিন থাকার জন্যে!
শান্ত পাম দেইরা
ফেসবুকে আবিষ্কৃত হলো আমার খুব কাছের এক বন্ধু সেই সময়টাতে দুবাই অবস্থান করছে। ওর সাথে যোগাযোগ করলাম শেখদের দেশে কী রকম খরচাপাতি লাগে জানার জন্যে- চামে দিয়ে শা-- আমাকে ভয় দেখাল, দুবাই না কি পয়সা খরচের জায়গা! বুয়েটের পয়সা তো সব এয়ার ফেয়ার আর কনফারেন্স এর রেজিষ্ট্রেশন ফিতেই শেষ- ওখানে থাকা-খাওয়ার খরচ যোগানোর জন্যে প্রায় চান্দাবাজি শুরু করে দিয়েছিলাম আর কী! ফেসবুকে স্ট্যাটাস দিলাম- ট্যাকা দেও, দুবাই যামু!! সে যাক, জানলাম জুবায়ের দেশে ফিরবে ২৫ তারিখ, আমাকে সে ২৩ আর ২৪ সারাদিন সময় দেবে, জুবায়েরের থ্রুতেই পরিচয় রফিক ভাইয়ের সাথে যাকে অনুরোধ করলাম আমার কনফারেন্স ভেন্যুর আশেপাশে কোথাও দুবাই এর সবচেয়ে সস্তা হোটেলে বুকিং দেয়ার ব্যবস্থা করতে!২৫-২৭ আমার কনফারেন্স, ২৫ এ পেপার প্রেজেন্ট করে ২৮ পর্যন্ত সারা আরব আমিরাত একা একাই চষে বেড়াব এই প্ল্যান নিয়েই যাত্রা, তবে তা শুরু হলো দুম করেই ২১ তারিখে ৫০ ডলার গচ্চা দিয়ে জুবায়েরের বিশেষ অনুরোধে- এরকম জোশ দুবাই এ না কি ওর একটাও জোশ ছবি নেই- আমার ২৫ পর্যন্ত ঘোরাঘুরি আর খাওয়ার সমস্ত খরচ শা... বহন করবে এই শর্তে বিমানে চড়ে বসলাম!
২২ তারিখ সকালে দুবাই দেখা শুরু হয়েছিল আমার Palm Deira এর বীচের পাশ ধরে শান্ত সুন্দর সকালে একা একা হেঁটে- মনে হচ্ছিল একে মানুষ সমুদ্র বলছে কেন, নালার মতো একটা জিনিস, পরে জেনেছিলাম সমুদ্র ভরাট করে এখানেই গড়ে ওঠার কথা ছিল আরেকটা Palm Island এর, Recession এর কারণে যার কাজ এখন বন্ধ রয়েছে। জুবায়ের জোর করে আমাকে নিয়ে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে থাকল- কিন্তু রফিক ভাইকে পেয়ে গেলাম সার্বক্ষণিক সংগী। অনন্য স্থাপতিক নকশার অনন্য সব সুউচ্চ ভবনের পাদভূমি দুবাই এর প্রথম যে দর্শনীয় জায়গায় গেলাম তা হলো হেরিটেজ ভিলেজ়- ভাবলাম ভালোই হলো পুরাতনকে দেখেই নতুনের দিকে যাত্রা শুরু হোক। আপ্যায়িত হলাম আরবের ট্রাডিশনাল কফি আর খেজুর দিয়ে। অবাক লাগে, সরকার এই ঐতিহাসিক বাড়ীগুলোর সংরক্ষণ আর মেইনটেন্যান্স করছে নিজ খরচে, ট্যুরিস্টদের পরিচয় করিয়ে দিচ্ছে দুবাই এর ইতিহাস আর ঐতিহ্যের সাথে কোন রকম ফি ছাড়া সাথে আছে আতিথেয়তা। খুব পুরনো নয় দুবাই এর ইতিহাস অথচ কী গভীর মমত্ববোধ আর আমাদের সমৃদ্ধশালী ঐতিহ্য অবহেলিত, অসংরক্ষিত!
হেরিটেজ ভিলেজ ১,দুবাই
হেরিটেজ ভিলেজ ২,দুবাই
আরবী কফি আর খেজুর
দুবাই ক্রীক
Deiraর Creek এর চারপাশটা খুব সুন্দর, সকালে আবরা (নৌকা যেগুলো চালায় মূলত বাঙ্গালী মাঝিরা) দিয়ে Creek পার হয়েছিলাম, পার করে আসলাম দুবাই এর বিখ্যাত গোল্ডসোক, স্বর্ণের চেয়ে আমার দৃষ্টি ছিল তার ছাদের কনস্ট্রাকশন ডিটেইল এর দিকেই। বিকেলে জুবায়ের আমাদের সাথে জয়েন করলে গেলাম Palm Jumeirah এর আটলান্টিসে, এর আগেই আমার জন্যে একটা মেট্রো বা বাসের কার্ড করিয়ে এনেছিল যার বদৌলতে আমি সম্পূর্ণরূপে স্বাধীন হয়ে গেলাম দুবাই শহরে। আমার মতো গরীব কেউ যদি দুবাই যান, বলব যে ভুলেও ট্যাক্সিতে চইড়েন না, এক্কেবারে কোপ- একটা কার্ড করিয়ে নিলে মেট্রো বা বাসে চলাফেরা করা অনেক রিজনেবল!
এবাকাডো, এপেল ও অরেঞ্জ জুস
মেট্রো থেকে ১
মেট্রো থেকে ২
আটলান্টিস থেকে মেট্রোতে করে রাতের পাম জুমেইরাহ দেখতে দেখতে আসলাম- বুঝতে পারলাম দিনের বেলার সৌন্দর্য দেখতে আবার আসতে হবে এ জায়গায়! সে রাতে আনকোরা HP Probook কিনে হোটেলে ফিরলাম- মহা খুশী আমি নতুন ল্যাপটপের মেটালিক দেখতে কাভারে, যাওয়ার আগে প্রেজেন্টেশন বানানোর টাইম মিলে নি, এখন রাত জেগে তাকে বাগে আনতে হবে! আমাদের প্ল্যান আগামীকাল ভোরে আবু ধাবীর উদ্দেশ্যে যাত্রা- এক কনস্ট্রাকশন সাইট ভিজিট করবো আমরা, হেব্বী পার্ট নিয়েছে ওখানে জুবায়ের- বিশিষ্ট বাংলাদেশী স্থপতি ও স্থাপত্যের শিক্ষক নিয়ে ভিজিট করতে যাচ্ছে...ব্লা ব্লা ব্লা......
অসমাপ্ত রোটেটিং টাওয়ার
রাতের আটলান্টিস
(চলবে)
দুবাই থেকে ফিরে ২
দুবাই থেকে ফিরে ৩
দুবাই থেকে ফিরে- শেষ পর্ব
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৩৯
আহাদিল বলেছেন: ভাগো!!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৪০
নস্টালজিক বলেছেন: দুবাই এর দু' একটা আরব শেখ এর ছবি দিয়েন।
লেখা ভালো লাগতেসে,
দুবাই দেখা হয়ে যাবে চামে!
পরের পর্ব গুলো লিখে ফেলেন !
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:১৭
আহাদিল বলেছেন: দুবাই এর শেখেরা রাস্তাঘাটে চলে না! বাত্তি দিয়া খুইঁজাও পাই নাই!
থ্যাঙ্কস!
লেখার চেষ্টা করব!
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৪৩
পাহাড়ের কান্না বলেছেন: আংগো বাড়ির পিছনে আগে প্রত্যেকদিন ডুবাইতে যাইতাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:১৮
আহাদিল বলেছেন: তুমি ডুবাও, তোমার ডুবাই যাওয়া লাগপো না!
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৫৯
দ্যা ডক্টর বলেছেন: আপু, দুবাই আসলেন...... আর একটা আধ ঘন্টার উড়াল দিলে আমার এখানেও চলে আসতে পারতেন..... নেক্সট টাইম আসলে আর হোটেলও নিতে হবেনা, আমার মায়ের রান্না খেয়ে দোহা ঘুরে দেখতে পারবেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪০
আহাদিল বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া।
দাওয়াত নিয়ে রাখলাম, দুবাই আসা হবে কী না জানি না; দোহা ঘুরতে যাব অবশ্যই।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:০৯
ফটো পাগল বলেছেন: Nice + apu camera lense kinlen koto tk ? Koto mm ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪১
আহাদিল বলেছেন: থ্যাঙ্কস!
লেন্স দুবাই থেকে কিনি নি, বাংলাদেশ থেকেই কিনেছিলাম- Nikon এর ৫৫-২০০ মিমি।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
জিসান শা ইকরাম বলেছেন:
ফটোগ্রাফারের ক্যামেরায় দুবাই দেখলাম।
আরো দেখতে চাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪২
আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ জিসান দা।
সময় করতে পেলে দেখাব।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪২
নুভান বলেছেন: দুবাই গিয়া দুম্বার গোস্ত দিয়া নান রুটি খাইতে মুঞ্চায়
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৮
আহাদিল বলেছেন: আমি উটের গোশত খাইসি!!
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১১
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: বাহ্! বেশ চমৎকার ছবিগুলা...
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৪
আহাদিল বলেছেন: থ্যাঙ্কস!
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪১
রাজসোহান বলেছেন: আমার্লিগা কোন কিচ্ছু না আনায় এই পুস্টে একশ একটা মাইনাস
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৮
আহাদিল বলেছেন: চিউইংগাম কয়টা খাইসিলা?
ওগুলা দুবাই এর চিউইংগাম ছিল!!
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৮
আসিফ মুভি পাগলা বলেছেন: আরবী কফির চেহারামুবারক পছন্দ হয় নাই । এর চাইতে টং দোকানের চায়ের কালারই সুন্দর
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৭
আহাদিল বলেছেন: খাইতেও সুবিধার না, তবে আরবী খেজুর মচৎকার!!
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৪
রেজোওয়ানা বলেছেন: ভ্রমন কাহিনী জটিল লাগলো যথারীতি।
আ্যভাকোডার জুসটা লোভনীয় লাগছে দেখতে
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৯
আহাদিল বলেছেন: থ্যাঙ্কু রেজোওয়ানা আপু।
ওটা আমি অর্ডার করেছিলাম রফিক ভাইয়ের পরামর্শে- খেতেও জট্টিল!!
ছবি দেওয়ার লোভ সামলাতে পারলাম না!!
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৪
যৈবন দা বলেছেন: ্রথম ছবিতে যেই ইয়ট টা আছে, অইরক্ম একটা কিনার বহু শখ
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৫
আহাদিল বলেছেন: দোয়া করছি- শখ পূরণ হোক!!
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫১
গুরুজী বলেছেন:
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
আহাদিল বলেছেন:
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩
পারভীন রহমান বলেছেন: আমিও খেতে চাই এভাকোডা জুস মিশু, ফ্রিযে আছে নাকি?
দুবাই এর ডেসাট সাফারি তে যাও নাই?
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪২
আহাদিল বলেছেন: এভোকাডো কি আরব দেশ ছাড়া আর কোথাও পাওয়া যায় আপু? আমিও খাইতে চাই! বড়ই সোয়াদ আছিল!
গেছি আপু! ছবি আসিতেছে!
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
দুবাই থাইকা ফিরা আইসা আহাদিল নান্মী জনাব একাকি বহুত আহলাদিত! বর্ননাটা দারুন হৈসে!!
আটলান্টিসের ফডুকটা ছাড়া অন্য ফডু গুলা দারুন লাকছে!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
আহাদিল বলেছেন: যে কোন নতুন জায়গায় গেলেই আমি আহ্লাদিত হই!!
থ্যাঙ্কু!
ওই ছবিটা আমারো পসন্দ না, ক্ষ্যাত একটা বিল্ডিং আছিল, তবে Palm Jumeirah অ-সাম; দিনের বেলায় মচৎকার ছিল সেই জায়গা!!
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৬
নষ্টছেলে বলেছেন: মাইয়া মানুষ একা একা ঘুরে বেড়ানো ঠিক না
এরপর গেলে সফরসঙ্গী হিসেবে আমারে নিয়ো বডিগার্ড হিসেবে
দুই বেলা খাওন আর যাতায়াত বাড়া দিলেই খুশী আমি
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৭
আহাদিল বলেছেন: ঐ নষ্ট পোলা, বডিগার্ড হওয়ার কী কী যোগ্যতা আছে ক! কারাতে জানস? আমি শিওর জানস না! আমি জানি, আমার বডিগার্ড লাগপো না!
আহারে, দুই বেলা খাওন আর যাতায়াত ভাড়া দিলে তো আমিই নতুন নতুন জায়গায় যাওনের জইন্যে মাইনষের বডিগার্ড হইতাম পারি! আমার দুই বেলা না এক বেলার খাওন হইলেই হইত!
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫১
হাবিবউল্যাহ বলেছেন: আবুধাবীতে কি কি করলেন তা দেখার অপেক্ষায় রইলাম। আগে জানলে আমরা আবুধাবীতে আপনাদের স্বাগতম জানাতাম। জানিয়ে আশা উচিৎ ছিল।
ছবি আরো দেয়া দরকার ছিল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৭
আহাদিল বলেছেন: যদি পরবর্তী পর্বগুলো লেখার সময় করতে পারি, ছবি আরো আসবে!!
আপ্নারা আছেন জানলে না হয় জানিয়েই যেতাম!!
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৫
বড় বিলাই বলেছেন: অনেক মজা করলেন তো। প্রেজেন্টেশনও নিশ্চয়ই খুব ভালো হয়েছিল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৮
আহাদিল বলেছেন: হুমম, অনেক মজা করলাম আপু।
আর হ্যা, প্রেজেন্টেশনও ভালো হয়েছিল আপনাদের দোয়ায়!!
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
নষ্টছেলে বলেছেন: পলি আপারে মাইরা বাহাদুর ভাবতেসো
আমারে মারা অতো সোজা না
আমার কারাতে লাগে না বাংলা মাইর যথেষ্ট
সুন্দরবন যাওয়া হলো না এখনো তাই ঐ দিকে কোনো প্ল্যান থাকলে আমারে একটু আওয়াজ দিয়েন
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৬
আহাদিল বলেছেন: ফুহহহহহহ! তোমাগো বাংলা মাইর আমার জানা আছে!!
পলি আপার ডিনার খাওয়ানোর কথা, খালি পিছলায়া যাইতেসে!!
সুন্দরবন ঘুইরা আসচি, আর যাওনের ইচ্ছা নাই; তবে দুবলার চরটা যাওয়া হয় নাই- নেক্সট রাসমেলায় ধরা যায় কী না চিন্তা কর্তেসি!!
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫২
কাউসার রুশো বলেছেন: আরে সেইরাম একটা ঘুরা দিয়া আসলেন মনে হইতাছে
দারুন!
আছেন কেমন?
হঠাৎ সব পোস্ট ড্রাফট কইরা পালাইছিলেন কোথায়?
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৭
আহাদিল বলেছেন: সে আর বলতে!
ঘুরাঘুরিটা তো আসলে সব সময়ই সেই রকম হয়!
কেবল বাকী সময়টাই ভালো থাকা হয় না!
এহহেম! এখনো পলায়াই আছি বলা যায়, হঠাত খানিক লিখতে ইচ্ছে হইল!!
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩১
গুরুজী বলেছেন: এবাকাডো জুস খামুঊঊঊঊ
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫২
আহাদিল বলেছেন: আমিও খামু!
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৪
গুরুজী বলেছেন: তুমি ফচা
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১০
আহাদিল বলেছেন:
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৯
আমি সুখ পাখি বলেছেন: ভ্রমন কাহিনী ভালো লেগেছে। আহা স্বপ্নের দুবাই
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৬
আহাদিল বলেছেন: স্বপ্নের দুবাই!!
২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০০
নতুন বলেছেন: দুপাই গেলেন >>> আটলান্টিস হোটেলে গেলেন ... আমারে ইট্টু খোজ করলেই তো পাইতেন.... এক কাপ কফি খাওয়াইতাম
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৫
আহাদিল বলেছেন: হায়াতে কাজ করা আমার বন্ধু বলল- দুবাই পৌঁছালেই আমার সব দায়িত্ব তার; কিন্তু হায়াতের উল্টোদিকের হোটেলে থেকেও আমি আট দিনের মধ্যে তার দেখা পাই নি!
ইশশ! কফিটা বড্ড মিস হয়ে গেল!!
২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০০
কুন্তল_এ বলেছেন: ছবিগুলান জটিল হইসে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৮
আহাদিল বলেছেন: থ্যাঙ্কু!!
২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৮
কাউসার রুশো বলেছেন: পালাচ্ছেন কেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৫
আহাদিল বলেছেন: জানি না!!
২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৩
ফাহাদ চৌধুরী বলেছেন: টেকা যামু দুবাই দাও
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২০
আহাদিল বলেছেন: ট্যাকা যাও, দুবাই দিমু!!
২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৮
নীল ত্রিস্তান বলেছেন: আরো ছবি চাই
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২০
আহাদিল বলেছেন: সময় পেলে দিবো!!
২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪১
মুহিব বলেছেন: আপনার পুরান পোস্টগুলি কই? দুবাই ২ এর অপেক্ষায় থাকলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২১
আহাদিল বলেছেন: পুরান পোস্টগুলো...ইয়ে...মানে...
আমিও।
৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৯
নতুন বলেছেন: হায়াতে কাজ করে আমার ও একজন বন্ধু আছে নাম রুবেল...
আমি ওতো বড় কামলা না... তাই ঠিক ই সময় বের করতে পারতাম...
পরে কথনো আসলে অবশ্যই নক করবেন.... কফি মিস হবে না
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৬
আহাদিল বলেছেন: স্পন্সর পাইলে তো দুবাই একবার কেন বারবার যাওয়া যায়!!
জানি না, কবে যাওয়া হবে! বা আদৌ যাওয়া হবে কী না! তবে এর পর গেলে নক করব, আর যাই হোক কফি তো মিস করা যায় না!
৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন: ডুবাই থেকে আসলেন। আর একটা চুইংগাম পর্যন্ত পাইলাম না
যাক কি আর করা। পোষ্টের মাধ্যমে অনেকটা উসুল হৈছে। ফ্রি ফ্রি ভ্রমণ হৈল যেন। পরবর্তী পোষ্টের অপেক্ষায়--------------------------
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৭
আহাদিল বলেছেন: চিউইংগাম পান নাই??
নিশ্চয়ই আপনারটা রাঝাস খায়া ফেলসে!!
ডুবাই ভ্রমণ হইল, এইবার ট্যাকা দেন!
আমিও অপেক্ষা করছি......
৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:১৫
পাহাড়ের কান্না বলেছেন: দুবাইর আমিরগো মাইয়া বিয়া করতে মঞ্চায়
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৭
আহাদিল বলেছেন: আরবী মাইর তো চেন না! ওগো দিকে চক্ষু তুইলা তাকাইলেই আরবী মাইর!!
৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৬
জসিম বলেছেন: দুবাই যামু.
ট্যাকা নাই.
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
আহাদিল বলেছেন: আফসোস!!
চান্দাবাজি করেন, তবে আমি কিন্তু চান্দা দেই না!
৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪২
কক বলেছেন: সুন্দর পোস্ট।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৯
আহাদিল বলেছেন: ধন্যবাদ কক!!
৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৬
জসিম বলেছেন: আপনে কিছু সোর্স বইলা দেন আমি মাঠে নামি.
অ.ট- আপনি কি বিডিনিউজ ব্লগের অনুষ্ঠানে গেছিলেন নাকি. (শাড়ি পড়া ছোট এক কইন্যা- মনে হলো আপনি হতে পারেন)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৭
আহাদিল বলেছেন: ফেবুতে স্ট্যাটাস দিসিলাম, কাজ হয় নাই!!
সোজা আঙ্গুলে ঘি উঠে না জানেন ই তো! অস্ত্র হাতে চান্দাবাজী করা ছাড়া রাস্তা দেখি না!
অঃটঃ এর উত্তরঃ গেছিলাম তো! কিন্তু সবাই আমারে চিন্যা ফালায় ক্যাম্নে!! (ব্যাপকহারে মাথা চুলকানোর ইমো!)
তবে আমি ছোট কোন কইন্যা না!
৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩০
পুরাতন বলেছেন: নতুন বছরের প্রথম দিনটাতে যতটা অশ্রুবর্ষণ করেছিলেন কেন ?
আর আপনে নাহয় দুবাই গেছিলেন, আপনের পোষ্টগুলান কৈ গেছে
আর অনেক গরমের দেশ থেকে ঘুইরা আইছেন , এইবার জুস খাইয়া একটু ঠান্ডা হন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৭
আহাদিল বলেছেন: পুরান বছর চলে যাওয়ার দুঃখে!! :!>
পোস্টগুলো ফিরে আসলে জিজ্ঞেস করমু নে!!
জুস দেইক্ষা পসন্দ হয় নাইক্কা, খামু না! কিন্তু পাওয়া যায় কই বলেন তো এভোকাডো?
৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮
পটল বলেছেন: দুবাইতে অনেক পাম বিচ বা আইল্যান্ড সিটি আছে বলে শুনেছি। ওখানে গিয়েছিলেন নাকি। সেখানে সমুদ্রের মাঝে বিশাল জায়গায় দ্বীপের মতো বানিয়ে বিশাল বিশাল স্থাপনা বানানো হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২২
আহাদিল বলেছেন: হুমম গিয়েছিলাম!!
দিন আর রাত উভয় সময়েই সেই পাম আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য হয়েছিল, আশা করি পরের পর্বে ছবি দিতে পারব। আমার লেখাতে যে 'পাম জুমেইরাহ' এর উল্লেখ আছে সেটাই আসলে সেই সিটি যা সমুদ্রের মাঝে করা হয়েছে!!
মন্তব্যের জন্যে ধন্যবাদ!!
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৮
পারভেজ বলেছেন: অ্যাভোকার্ডো নন্দন বা অ্যাগোরাতে পাওয়া যায়। মিল্ক শেক করে খেতে তোফা লাগে
পেপারটা ছিল কিসের উপর?
ইস, পড়াশোনা করা বড়ই কঠিন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৭
আহাদিল বলেছেন: খেতে তোফা ছিল ভাইয়া!!
পেপারটা ছিল Vertical Landscaping এর উপর; Conference টা ছিল আসলে Sustainable Design and Construction Engineering নিয়ে।
৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
লিটল হামা বলেছেন: ল্যাখা পড়িনাই। ছবি সৌন্দর্য হৈছে। ২০ নঙ পেলাচ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৪
আহাদিল বলেছেন: ল্যাখা না পইড়া উদ্ধার কর্সেন!!
অনেক অনেক ধইন্যা!!
৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৯
দুখ বিলাসি বলেছেন: Dear Mishu
HOPE YOUR DUBAI EXPERIENCE WAS MEMORABLE ALL THE BEST WITH YOUR PROJECT
REGS
RAVINDRA RAI
SR MANAGER
VIJAYA BANK
INDIA
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৭
আহাদিল বলেছেন: Thanks Ravindra!
It was nice meeting you and Sanjeeva! Thanks for the coffee on that day!Ya, Dubai experience is really memorable! It cant be compared with anything else!
(ভাইয়া, আমি কিন্তু ঠিকই চিনসি!! ইচ্ছা কইরা লিঙ্ক দেই নাই, এক্কেবারে শেষ পর্ব লেখা হইলে দিতাম!)
৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৪
শ্যাওলা ধরা উঠান বলেছেন: মনে হচ্ছে দিনকে দিন দুবাইকে শিল্পীর তুলিতে আঁকতেছে।
আপনার ভ্রমণ টা নিশ্চয়ই আনন্দদায়ক হয়েছে?
পোষ্টের জৌলুস দেখে বুঝা যাচ্ছে।
এখন, টেকা দ্যান। দুবাই যাবো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৫
আহাদিল বলেছেন: জী, ভ্রমণ আনন্দদায়ক হয়েছে!!
টেকা নাই!
৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২২
মুশতারী বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন: টেকা যামু দুবাই দাও
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
আহাদিল বলেছেন: হুমম...ডুবাই দিমু!!
৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৯
দুখ বিলাসি বলেছেন: দুবাইয়ের খাসতা রুটি কেমন লাগে? খাইছিলেন ম্যাডাম?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৭
আহাদিল বলেছেন: সেইটা মনে নাই!
তবে পাকিস্তানের খাট্টা রুটি খাইসিলাম, বড়ই রস-কস হীন সেই রুটি!!
৪৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৮
জসিম বলেছেন: মিস হৈয়া গেলু
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭
আহাদিল বলেছেন: কি? ডুবাই যাওয়া? আহারে.........।
৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫০
জসিম বলেছেন: আরেন্না, ডুবাই যাওযার সময় আছে. . আগে তো লাইন ঠিক করি.
বইমেলায় সামনেই ছিলেন অথচ কথা হলু না!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০১
আহাদিল বলেছেন: ব্যাপার্না!! হবে কোন দিন!!
৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০২
জসিম বলেছেন: হোকে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৭
আহাদিল বলেছেন:
৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১২
সুরঞ্জনা বলেছেন: ওরে মেয়ে! দুবাই ও ঘুরে এসেছ? দারুন!!! আরও ছবি দাও। আমরাও তোমার বর্ননার সাথে উড়ে বেড়াই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৯
আহাদিল বলেছেন: থেঙ্কু আপু!!
দিবো সময় করে!!
৪৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১০
ফাইরুজ বলেছেন: খুব ভালো লাগলো আপু ছবি গুলো
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৪
আহাদিল বলেছেন: থ্যাঙ্কস ফাইরুজ!!
আপনাকে নিয়মিত পেয়ে ভালো লাগে!!
৪৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪১
সাকিন উল আলম ইভান বলেছেন: ছবি গুলো খুব সুন্দর হয়েছে আপু..................দেখে দুবাই যাইতে মন চায়.......
বুরজ দুবাই এর ছবি কই ......আরো ছবি দিবেন...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫১
আহাদিল বলেছেন: দিবো ইনশাআল্লাহ!
ছবি দেখার জন্যে ধন্যবাদ!!
৫০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১০
গ্যাঁড়াকল বলেছেন: আমিও দুবাই গেছিলাম। তবে এয়ারপোর্টের একমাথা থেকে অন্য মাথায় যাইতে যাইতেই সময় শেষ। বাইরে যাওয়ার আর সময় পাই নাই।
ইচ্ছা আছে সময় নিয়ে দুবাই এবং মিসর দেখতে যাবো।
আপনার পোস্ট পড়ে আগ্রহ আরো বাড়ল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৪
আহাদিল বলেছেন: সময় নিয়ে দুবাই ঘুরে আসুন, ভালো লাগবে দুবাই!!
পোস্ট পড়ার জন্যে কৃতজ্ঞতা!!
৫১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৮
শূণ্য উপত্যকা বলেছেন: ছবিগুলো চমৎকার ফ্রেন্ড।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২০
আহাদিল বলেছেন: থ্যাঙ্কু ফ্রেন্ডো!!
৫২| ০১ লা মার্চ, ২০১১ রাত ৩:১৯
মিরাজ is বলেছেন: দুবাই এর চিউইংগাম এর জন্য থ্যাঙ্কু এগেইন ।
ছবি কথা দুটোই সুন্দর হয়েছে আপু । ভাল থাকবেন ।
০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৪৪
আহাদিল বলেছেন: ওয়েল্কু!!
এন্ড থ্যাঙ্কস!!
শুভকামনা রইল!!
৫৩| ০১ লা মার্চ, ২০১১ সকাল ৮:৫৭
~পিউ~ বলেছেন: আমি চুইংগাম পাইনি
০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৪৪
আহাদিল বলেছেন:
৫৪| ০২ রা মার্চ, ২০১১ সকাল ১১:১১
শ।মসীর বলেছেন: দুবাই যাইটে মন চায় !!!!
০২ রা মার্চ, ২০১১ দুপুর ২:০৩
আহাদিল বলেছেন: ঘুইরা আসেন গিয়া, ভালো লাগপে দুবাই!!
৫৫| ০৩ রা মার্চ, ২০১১ রাত ১:০৪
স্বদেশ হাসনাইন বলেছেন: দুবাই শুনেছি শেখদের মনের মাধুরী মিশিয়ে বানানো দুনিয়ার বেহেশত। অভিনন্দন যে ঘুরে এসেছেন আর সঙ্গে এনেছেন নিজের হাতে তোলা ছবি।
০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:১৪
আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ স্বদেশ হাসনাইন!!
সত্যিই ড্রিম ওয়ার্ল্ড!!
৫৬| ০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:০০
রাজর্ষি....... বলেছেন: দুবাই যাইতে মুঞ্চায়...তয় ভুই পাই..ওটা নাকি মাপিয়াদের পেপসোডেন্ট টাইপ জায়গা...মাপিয়াদের বইনরা যদি আমারে কবুল কইতে কয়।
পডুক ভালু লাগছে তয় একা একা কফি খাইচেন তাই
মাঈণাছ.
.হ মাঈণাছ
০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:১৫
আহাদিল বলেছেন: মাপিয়াদের জান গেলেও ওদের বইনদের নিজের দেশের বাইরে দেয় না!!
আপনার কোন ভরসা নাই!! ঘুইরা আসেন গিয়া!!
কফি একা খাই নাই, সাথে তিনজন ছিল!!
৫৭| ০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:৩৮
হানী বলেছেন: ওয়াও...!!!
আমিও যামু কয়েক বছর পর ...যদি আল্লাহ ভাগ্যে রাখে !
আপনি কি এখন ঢাকায় ? আমি সপ্তায় তিনদিন করে কোয়ার্টারে আসি সময় করে একদিন আপনার বাসায় আসব আপু
০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:৫৮
আহাদিল বলেছেন: হুমম...ঢাকায়! ক্লাশ শুরু হয়েছে নতুন টার্মের, পুরা চাপে আছি!!
একদিন সময় করে চলে আসো বাসায়, সন্ধ্যার দিকে সাধারণত বাসায় থাকি!!
৫৮| ০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৪:০০
মাহবুবুল আজাদ বলেছেন: আট ঘন্টা ছিলাম দুবাই তে কেবল airport এর আশপাশ টাই ঘুরে দেখতে পারছি।
০৩ রা মার্চ, ২০১১ রাত ৯:০০
আহাদিল বলেছেন: এর পরের বার কিছুদিন থাকবেন!!
৫৯| ০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৫২
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: দুবাই দুবাই!!!!যাই নাই যাই নাই!!!যাইতে চাই।যাইতে চাই।
(আপু,আপনার সামনে দুষ্টামি করতে কেমন যেন লাগে,ভয় লাগে! বকা দিবেননা তো? টিচার না,আমাদের মিশুপু হয়ে থাইকেন,হুম??)
সবাই কেমন আছে?নতুন কোন আপডেট আছে আপু?কতদিন আপনাদের কা্উকেই দেখিনা।
১০ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৮
আহাদিল বলেছেন: ট্যাকা লও, দুবাই যাও।।
(হা হা হা! আমাকে ভয় পাও না কি তোমরা? টিচার হলেও তো আমি মিশুপুই, তাই না?)
এক কথায় বলা যায় সবাই ভালো আছে, পহেলা বৈশাখের আয়োজনে ব্যস্ত। তুমিও ভালো থেকো।
৬০| ২০ শে মে, ২০১১ বিকাল ৪:৫৩
সাইমুম বলেছেন: গত বছর দুবাই গেছলাম। ভালো লেগেছে। ভালো লিখেছেন। ধন্যবাদ।
২০ শে মে, ২০১১ বিকাল ৫:২৩
আহাদিল বলেছেন: ধন্যবাদ সাইমুম।
ভালো থাকুন।
৬১| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৯
িনদাল বলেছেন: ++++++++++++
৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫১
আহাদিল বলেছেন: ধন্যবাদ!
শুভকামনা জানবেন!
৬২| ০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১০
সুবিদ্ বলেছেন: অনিয়মিত হয়ে গেছি ব্লগে অনেকদিন, আজ ঢুকে ভাবলাম ভ্রমনের উপর কিছু আছে কিনা, আপনার কথা মাথায় এলো, লেখাটাও পড়া শুরু হলো
এত দ্রুতলয়ে লিখেছেন কেন, আশা করি সামনের পর্বগুলো আরো ডিটেইল ও বেশি ছবিসুদ্ধ হবে...
১০ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩২
আহাদিল বলেছেন: আমিও অনেক দিন অনিয়মিত! আমার কথা মাথায় এলো জেনে ভালো লাগছে! তবে এ গল্পটা অনেক আগের, এর পরের পর্বগুলোও কিন্তু অনেক আগেই লিখা, লিঙ্ক দেয়া দরকার ছিল- সময় হয়ে ওঠে নি!
ভালো থাকুন সুবিদ!
শুভ রাত!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৩৫
পাহাড়ের কান্না বলেছেন: দুবাই দাও টেকা যামু। টেকা যামু দুবাই দাও