![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জহিরুলহকবাপি:
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।"
উপরে যে নামটি আছে 'জহিরুল হক বাপি' ইনি একজন বেশ পুরনো ব্লগার। তিনি একজন কবি,উপন্যাসিক ও নাট্যকার। বলা যায় তিনি অনেক গুনের গুনী একজন মানুষ।তবে এতো গুনী পরিচয়েও তিনি তৃপ্ত নয়, তাই তিনি শুশীল সমাজে নাম লেখানোর জন্য শুরু করেছেন একটা রাজনৈতিক দলের দালালী। এখন ব্যস্ত আছেন "একচন মিয়ার পত্র" নামে ব্লগ লেখায়।
অনেক প্যাঁচাল পারছি এখন যা লেখার জন্য আসছি তা বলি।
এই মহান ব্যক্তি তার লেখায় কোন বিপক্ষ মন্তব্য সহ্য করতে পারেন না। তার লেখায় যদি যুক্তি দিয়েও আপনি লেখা বিরোধী মন্তব্য করেন তবে তার ব্লগে আপনি নিষিদ্ধ হবেন। মন্তব্য করার ঘরে লেখা থাকবে "দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই "।
শুধু ব্লগেই না, ফেসবুকেও যদি তার লেখায় বিরোধী মন্তব্য করেন সেখানেও আপনাকে ব্লক করা হবে, যা আমার ক্ষেত্রে ঘটেছে। বাপি সাহেবের ব্লগে আমি এখন নিষিদ্ধ, তবে আপনি যদি দালালী মার্কা পোষ্টে দালালী মন্তব্য করতে পারেন তিনি আপনার প্রিয় বন্ধু হয়ে যাবেন।
প্রশ্ন হলো কেউ যদি মন্তব্য সহ্য করতে না পারে তবে তার কি লেখার অধীকার থাকা উচিত? সব শুশীল গং কি বাপি সাহেবের মতো বিপক্ষ মন্তব্য সহ্য করতে পারেনা? মনগড়া কাহিনী লিখবেন অবার যুক্তি দিয়ে মন্তব্য সহ্য করবেন না এটা কেমন কথা ভাই??
যদি চামচামি বা দালালী করে লিখেন তবে মন্তব্য করার সুযোগ সবাইকে দিতে হবে ভাইজান, আর যদি না দেন তবে দয়াকরে দালালী লেখা বন্ধ করেন জনাব। এসব দালালী আপনাকে মানায় না বাপি ভাই। আপনি মিডিয়ার সাথে যুক্ত একজন মানুষ, আপনি কেন এদের মতো "পরাজিত মধ্যবিত্তের একজন, হাসান কাল বৈশাখী, হাট হাজারী, হারুন গং" এবং আরো অনেক পেইড ব্লগারের মতো হবেন ভাই। আপনি সুন্দর কবিতা লিখেন, একজন ভাল কবি, একজন ভাল নাট্যকার আপনি এসব নোংড়ামো কি আপনাকে মানায় বলেন? সমালোচনামুলক লেখা আপনি অবশ্যই লিখবেন তবে তা কোন দলের বা মতের অন্ধ সমর্ধকের মতো কেন? সবার সমালোচনা করুন যার যেটা ভাল তাকে ভাল বলুন আর খারাপকে খারাপ বলুন। একতরফা লেখা বন্ধ করেন। আবারো বিনয়ের সাথে বলছি সব দল ও মতের ভাল মন্দের সমালোচনা করুন কোন দলীয় ট্যাগ গায়ে না লাগিয়ে।
শুশীল হবার জন্য আঁচলবন্দী হবার খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয়না ভাইজান। বরং দালালী না করে নিরপেক্ষ থেকে লিখলে তারাতারি আপনি শুশীল হবেন এটা আমার মনে হয়। শুশীল বা আঁতেল হতে এতো উন্মাদ হওয়া ঠিক না জনাব বাপি।
আশাকরি কোন এক দিন দেখবো আপনি ভালকে ভাল আর কালোকে কালো বলছেন কারো পক্ষ হয়ে নয়।
ভালকে ভাল আর কালোকে কালো বলার মানুষ এখন খুব প্রয়োজন জনাব জহিরুল হক বাপি.......
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৪
মোমেরমানুষ৭১ বলেছেন: সামু ব্লগে এমন কয়েকটা দলাল এখনও আছে। তাদের মতের বিপক্ষে গেলেই ব্লক করে রাখে। বিরোধী মত সহ্য করতে পারে না। তারা ব্লগে বসার অধিকার হারিয়েছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মতিউর রহমান মিঠু বলেছেন: দালালের সংখ্যাই বেশি। দালাল হলেও নাহয় চলতো এরা অন্ধ দালাল।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৩
চলতি নিয়ম বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন: সামু ব্লগে এমন কয়েকটা দলাল এখনও আছে। তাদের মতের বিপক্ষে গেলেই ব্লক করে রাখে। বিরোধী মত সহ্য করতে পারে না। তারা ব্লগে বসার অধিকার হারিয়েছে
সহমত।
আমিও ৫ টা দালালের ব্লগে ব্লক।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মতিউর রহমান মিঠু বলেছেন: কথা সত্য।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
মদন বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২
মতিউর রহমান মিঠু বলেছেন: মানুষের আদি রুপে ফিরে গেলেন ভাই!!
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি চামচামি বা দালালী করে লিখেন তবে মন্তব্য করার সুযোগ সবাইকে দিতে হবে ভাইজান, আর যদি না দেন তবে দয়াকরে দালালী লেখা বন্ধ করেন জনাব। এসব দালালী আপনাকে মানায় না বাপি ভাই। আপনি মিডিয়ার সাথে যুক্ত একজন মানুষ, আপনি কেন এদের মতো "পরাজিত মধ্যবিত্তের একজন, হাসান কাল বৈশাখী, হাট হাজারী, হারুন গং" এবং আরো অনেক পেইড ব্লগারের মতো হবেন ভাই। নামের লীষ্টি আরো লম্বা বহুত
ইনারা এমনই
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
মতিউর রহমান মিঠু বলেছেন: খাঁটি কতা কইচেন বিদ্রোহী ভাই। সামুতে লিস্ট করলে সংখ্যাটা বেশ লম্বাই হবে।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: জহিরুল হক কে লিয়া মাথা না ঘামাইয়া ভাল চিন্তায় মন লাগান
শান্তি আসবে
শুশিল শান্তি