![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাসির ভাই কি ব্যাটিং ভুলে গেল!! মাহামুদুল্লা আজ ভালো করছে। কিন্তু টপ অর্ডার আজ কি করলো?? তামিম,মুশফিক,সাকিব এরা আজ কি করলো বুঝলাম না??
আর শামসুর রহমানের কথা আর কি বলা যায়, ওর কথা বেশি বলতেও ইচ্ছে হয়না!!
এদের এখনো বোধদয় হলো না!! আর কবে হবে আল্লাহ জানে।কমিটমেন্ট জিনিসটা কি বাংলাদেশ টিম থেকে গায়েব হয়ে গেলো! না তা হয়তো নয়, যদি তা হয় তবে দলের খেলোয়ারদের উচিত মাশরাফির কাছ থেকে জেনে নেয়া কমিটমেন্ট কাকে বলে। দেশের হয়ে খেলা কতোটা গর্বের তা মাশরাফি জানে। শরীরে হাজারো ব্যাথা নিয়ে শুধু দেশের হয়ে খেলার জন্য মুখিয়ে থাকার প্রবনতা আমার জানামতে বিশ্বের অন্যকোন খেলোয়ারের মধ্যে নেই। মাশরাফিই একমাত্র এবং আদর্শ উদাহরন।
এনামুল বরাবরেরের মতোই অসাধারন, তবে তামিম আরো একবার হতাশ করলো। তামিমের কাছে ১৬ কোটি মানুষের অনেক চাওয়া সেটা কি তামিম জানে না!! এখনো যদি তার বোধের উদয় না হয় তবে তা আমাদের জন্য দুঃখজনক বটে।মুশফিক অধীনায়ক হিসেবে আরো কিছুক্ষন দেখে খেলতে পারত, যদিও সব ম্যাচে ও ভালো খেলবে এটা চাওয়া ঠিন না তবুও পরিস্থিতি মাথায় রেখে খেলে যাওয়াইতো অধীনায়কের দায়িত্ব।
বাংলাদেশ-ও.ইন্ডিজ খেলায় আমরা গেইলকে খেলতে দেখেছি নতুন রুপে, চার ছক্কার গেইল খেললো দেখে শুনে অনেকটা রাহুল দ্রাবিরের মতো। তামিম যদি মাঝে মধ্যে গেইলের মতো ভিন্ন রুপে খেলতে পারতো তবে টিমের উপকার হতো। জরুরী নয় যে প্রতি ম্যাচেই প্রথম ওভার থেকেই চার,ছয়ের ফুলঝুরি ফোঁটাতে হবে, দু ওভার ৪/৬ না এলে মহাভারত অশুদ্ধ হবে না বরং দল উপকৃত হবে। প্রত্যেক খেলোয়ারের মাথায় থাকা উচিত যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ এই ১১ জনের দিকে চেয়ে থাকে তির্থের কাকের মতো। মনে রাখা উচিত ওদের হাসিতে বাংলাদেশ হাসে এবং ওদের দুখে বাংলাদেশ কাঁদে।
প্রতিটা ম্যাচ বাংলাদেশ জিতবেই তা আমরা আশাও করিনা তবে আমরা চাই বাংলাদেশ যেন হারের আগেই যেনো হেরে না যায়,এতোটুকু চাওয়তো আমরা চাইতেই পারি।
তবুও আমার বাংলাদেশ আমার টিম, আমরা আছি তোমাদের সাথে সুখে এবং দুখে। আমরা হাসবো তোমাদের নিয়ে আবার কাঁদবোও তোমাদের সাথে নিয়ে। আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকবো তোমাদের সাথেই, "টিম বাংলাদেশ" ১৬ কোটি মানুষের গর্ব, ১৬ কোটি মানুষের অহংকার।
প্রতি ম্যাচে জয় না হলেও হারার আগেই যেনো আমরা হেরে না যাই এতোটুকুই চাওয়া "টিম বাংলাদেশের" কাছে।
অনেক শুভ কামনা টিম বাংলাদেশের জন্য.............
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৫
মতিউর রহমান মিঠু বলেছেন: খেলা শেষে তাই মনে হচ্ছে।
২| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০০
রবিউল করিম বাবু বলেছেন: মাইরের অভাব.. । পাছায় লাঠির বাড়ি পড়লে জ্ঞান ফিরতে পারে অথবা কেউ বিশ রানের কম করলে তাকে মাঠে গ্যালারী ভর্তি দর্শকদের সামনে প্যান্ট খুলে জাঙ্গিয়া পড়ে কান ধরে তিন বার চক্কর দিতে হবে এই নিয়মটা করলে কাজ হতে পারে।
৩| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯
আমিনুর রহমান বলেছেন:
আর কিছু বলতে ইচ্ছে হয় ওদের নিয়ে
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৯
আলী খান বলেছেন: অরোন্যরোধন.........