নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

উল্টো রাজার দেশ-৪

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬





উল্টো রাজার দেশে এখন

বেচে থাকাই দায়

দেশের মাথা মিলেমিশে

গরীব মেরে খায়!





হাটতে হলেও লাগবে যে টোল

আজব বাংলাদেশে

শুশীল সমাজ ঝগড়া করে

টিভি পর্দায় এসে!





আগামীতে হাটতে হলে

দিতে হবে টোল

আম জনতা চলো সবাই

বাজাই বাংলা ঢোল।





ভারত মাতা শুল্কবিহীন

অনেক কিছুই পাচ্ছে

পাশের বাড়ীর ছাগল যেন

আমার ফসল খাচ্ছে!





এদল ওদল দু'দল মিলে

কামড়া কামড়ি করে

তবু কেনো ক্রসফায়ারে

নিরিহ লোক মরে!





এসব কথা বলতে গেলে

রাজাকার দেয় আখ্যা

অনেক ভেবেও পাইনা কেনো

এসব কথার ব্যাখ্যা!!





জন-প্রতিনিধী ওরা

কেমন করে হয়

যাদের দেখে আম জনতার

বুকে লাগে ভয়।





উল্টো রাজার দেশে বাচি

উল্টো করে মাথা

ম্যাংগো পিপল চলো ঘুমাই

গায়ে দিয়ে কাঁথা।

.......................................

স্বপ্নবাজ

৮'এপ্রিল-২০১৪ইং

গুলশান-২, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

নিরীহ বালক বলেছেন: ফাটাফাটি ছিলো ।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩

মতিউর রহমান মিঠু বলেছেন: অনেক ধন্যবাদ নিরীহ বালক ভাই।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

নিরীহ বালক বলেছেন: ++++++++++++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৮

কানা দাজ্জাল বলেছেন: যা কইচেন মাইরি। এক্কেবারে হাচা কতা :#)

০৩ রা মে, ২০১৪ রাত ২:২২

মতিউর রহমান মিঠু বলেছেন: ঐ কানা আছো কৈ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.