![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে অসম্মান করে নিজে সম্মানীত হওয়া যায়না, এমন সাধারন কথা যখন জ্ঞানী মানুষ জন বোঝেনা তখন কিছুটা কষ্ট হয়।
গত তেতাল্লিশ বছরে আমরা দেখেছি অনেক মুক্তিযোদ্ধাকে রাজাকার হয়ে যেতে
উপরের লেখাগুলো জনপ্রিয় ব্লগার, কবি,গল্পকার,নাট্যকার,উপন্যাসিক সহ আরো অনেক বিশেষন যুক্ত ''জনাব জহিরুল হক বাপি'' বয়েস ৩০+ মানে ৪০ এর অনেক কম।
বয়েস কম হলেও মি.বাপি অনেক জ্ঞাণী মানুষ তা তার পোষ্ট না পড়লেও শুধু শিরোনাম পড়লেই বোঝা যায় (যদিও তার বেশির ভা পোষ্টে ২/৩ টার বেশি মন্তব্য এখনো চোখে পরেনি)।
তিনি আবার সমালোচনা সহ্য করতে পারেন না, তাই আমার মতো অনেকেই তার পোষ্টে মন্তব্য করতে পারেনা। ব্লক করে দেয়া হয়েছে।
যদিও অনেকেই পেইড ও দালাল ব্লগার বিশেষন তাকে উপহার দিয়েছেন।
তার বয়েস ৪০এর কম তবে তিনি ৪৩ বছর যাবত অনেককেই রাজাকার হতে দেখেছেন!!
মহাজ্ঞানপাপী মি.বাপি লিখেছেন ''এক কালীন আওয়ামীলীগার এখন ছাগুর শ্বশুড় ড. কামালকে আমরা এখন আওয়মী লীগার বলতে পারি না। তিনি আওয়ামী লীগকে এখন ধারণ করেন না তিনি ধারণ করেন গণ ফোরাম''
Click This Link
তার কথা মেনে নিলে আরো অনেক প্রশ্ন চলে আসে, অবশ্য ১টা ব্যাপারই যথেষ্ট তাহলো ''রাজাকারের ছেলের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে বিয়ে দিয়ে রাজাকারকে বেয়াইকে মন্ত্রী করে নিজেকে আওয়ামী লীগার বলতে পারেন? পারেন না, কারন ড.কামাল যদি অপরাধ করে থাকেন তবে বর্তমান প্রধানমন্ত্রীও ঐ একই দোষে দুষ্ঠ।
বাদদিন, প্রশ্ন অনেক আছে...
গোলাম আযমের সাথে রাজপথে ,মঞ্চে বসে আন্দোলন করে কি মি.বাপি সহ দেশের তাবৎ আওয়ামী লীগার কি নিজেদের আওয়ামী লীগার বলার অধীকার রাখেন??
আরেকটি পোষ্টে লিখেছেন....
''বেগম খালেদা জিয়া জে . এস. সি কেন বোরকা নিলেন না, হেজাব নিলেন না ? ৪০ পার হলেই বাঙ্গারী পুরুষ, নারীরা মোটা মুটি ধর্ম পালন শুরু করে মৃত্যু চিন্তায় ।
কিন্তু আস্তিক, নাস্তিক ফতোয়া দানকারী বেগম জিয়া এখনও সাজ সজ্জা করেন ১৮ বছরের তরুনীর মত বা বলা যায় বাংলাদেশের সব চেয়ে সাজুনী রমনী তিনিই''
Click This Link
নুন্যতম সৌযন্যতাবোধ যদি থাকে তবে সে এমন অরুচীকর ভাবে লিখতে পরতো কি?
বেগম খালেদা জিয়া জে . এস. সি
মানে অষ্টম শ্রেনী পাস বলে হেও করতে চাইলেন, ভাল বেশ ভাল তবে, ঐ অষ্টম শ্রেনী পাস করা একজন মহিলা যদি একটা দেশের ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আপনি মি.বাপি এম এ পাশ করেও গত ৮ বছর ধরে আজিজ মার্কেটের সিড়ি অলংকৃত না করে লজ্জায় মরে যাওয়া উচিত নয় কি!!
আবারো বিনয়ের সহিত বলি জনাব জহিরুল হক বাপি...
''মানুষকে অসম্মান করে নিজে সম্মানীত হওয়া যায়না''
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০
মতিউর রহমান মিঠু বলেছেন: সত্যি তাই, যদি সমালোচনা সহ্য না হয় তাহলে ব্লগে আইসা আতলামী করার দরকারটা কি??
ধন্যবাদ ম.র.নি ভাই।
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫০
খেলাঘর বলেছেন:
তেমন কিছু হয়নি।
৩| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
খেলাঘর বলেছেন:
পাশাপাশি অবস্হানের ১ম শর্ত পরস্পরের প্রতি সন্মান।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০০
ম.র.নি বলেছেন: এসব 'ডিক হেড'দের আবলামী চলবেই, আপনার কথাও শুনবেনা, ব্লক করে রাখবে।