![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিম বাংলাদেশ কোয়াটার ফাইনালে উঠার অনন্দ উদযাপন করার অধিকার সব বাঙালীর সমান। প্রধানমন্ত্রী আনন্দ মিছিল করতে বলেছেন দেশবাসীকে এবং খালেদা জিয়াও আনন্দ মিছিল করতে বলেছেন এবং হরতাল উঠিয়ে নিয়েছেন এটা রাজনৈতিক চাল হতে পারে তবুও খালেদাকে অভিনন্দন দেয়াই উচিত।
হরতাল কোন ভাবেই বন্ধ করা করা যাচ্ছিল না সেখানে ক্রিকেট ৃহরতাল ১দিনের জন্য হলেও বন্ধ করতে পেরেছে, এটাওতো ইতিবাচক দিক বলা যায়।
এই খুশির দিনেও কিছু কুলাঙ্গার রাজনৈতিক প্যাচ খুজতে ব্যস্ত আছে যেমন ''জহীরুল বাপি'' যার ব্লগে আমি অবাঞ্চিত। মি.বাপি একখান পোষ্ট প্রসব করেছেন যার লিংক হলো-http://www.somewhereinblog.net/blog/zohirulhoquebapy/30020816
কিছু বলার নাই শুধু বলবো মি.বাপী দয়া করে তুমি মানুষ হও।
সব শেষে অভিনন্দন টিম বাংলাদেশ, পাশে ছিলাম, আছি এবং পাশে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। ভাল করো বা খারাপ ১৬কোটি বাঙালী আছে তোমাদের পাশে (মি.বাপি ছাড়া)।
©somewhere in net ltd.