নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির দারুন বিচার............

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৭

আইজকা এমন খুশি লাগতাছে যে লেইখা বুঝাইতে পারতাছিনা। অস্ট্রেলিয়ায় যে এতো আইক্কাওয়ালা বড়্ড়া বাঁশঝার আছে তা আগে জানতাম না। ১২০ কোটির বোলারগো প্রথথমে ৩২৮ খানা বাঁশ মোড়াইয়া মোড়াইয়া সান্দাইলো আর আমার খুশির পরিমানও বাড়তে লাগলো।

এমন মোটা আইখ্কাওয়ালা বাঁশ খাইয়া বোলার,ফিল্ডার,কোচ ও ম্যানেজার সহ সবার জায়গা এমন ব্যাথা হইছে যে তাগো মুখ দেইখা বুঝতে কষ্ট হয়না কেমন বেদনা হইতাছে।

তবে একটু কষ্ট লাগছে ''ক্যাপ্টেন কুল ধনী'র'' জন্য, আইজ অস্ট্রেলিয়া ''মি.ধনী'র'' 'ঈ-কার! কাইট্টা কুডি কুডি কইরালাইছে!! আহারে নামটা কেমন উলঙ্গ কইরালাইছে ধ......থাক নাম না বলি...........৩২৮ খানা বাঁশতো দিলে বোলিংএ.....

এবার পালা হইলো ১২০কোটির ব্যাটসম্যান দাদাগো!! একেকটা বল যেন ১০০খানা আইক্খাওয়ালা বড়্ড়া বাঁশ! ১১ ব্যাটসম্যানের জন্য সম্ভবত ১১০০০ মোটা বাঁশ সাইজ কইরা রাখছিলো!

১১০০০ হাজার বাঁশ ১১জন ব্যাটসম্যান উহ্ কি ব্যাথারে.....ব্যাথা....



অবশ্য ব্যাপারটা গঠনমুলক ভাবে দেখা যায়। সেটা হলো ভারতের ১২০ কোটি মানুষের মধ্যে নাকি অর্ধেক মানুষ খোলা জায়গায় প্রাকৃতিক কর্ম সারে! তো এইযে এতো এতো মোটা মোটা বাঁশ অস্ট্রেলিয়া বিনে পয়সায় ভারতরে উপহার দিলো, এই বাঁশ দিয়া কয়েকটা প্রদেশে অনায়াশে ''টয়লেট'' সমস্যার সমাধান করে ফেলতে পারে।



এই ভেবে টিম ইন্ডিয়ার কষ্ট কিছুটা লাঘব হতেই পারে!!

আমি দারুন খুশি হইছি, শুধু আমি নই পুরো বাংলাদেশ আজ অনন্দিত। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। তোরা চুরি করে বাংলাদেশকে হারাইছো আজ চুরি কইরাও জিততে পারোনাই।



প্রকৃতি বেশি অন্যায় সহ্য করেনা, ভারতের অন্যায়ের পরিমান বেশি হয়ে গেছিলো যার শাস্তি আজ প্রকৃতি দিয়ে দিলো।



ভারতের একটা বিষয় মনে রাখা উচিত টাকা দিয়ে সব সময় সব কিছু কেনা যায়না।

১৬ কোটি মানুষ প্রকৃতির বিচার দেখার অপেক্ষায় ছিলো এবং আজ প্রকৃতি সঠিক বিচার করেছে।



ভারতের মনে রাখা উচিত ''প্রকৃতি কখনো অন্যায় সহ্য করেনা''।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দারুন বিচার ছিল সেইটা ।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৫

মতিউর রহমান মিঠু বলেছেন: একদম তাজা বিচার হইছে। ধন্যবাদ সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.