![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনন্দন টাইগারস্ .....পাকি হায়নাদের যে কামড় আজ দিয়েছো তোমরা আশাকরি আগামী ৪০ বছরে এই কামরের দাগ ও ব্যাথা কমবেনা।
সাবাস টিম বাংলাদেশ, সাবাস মাশরাফি বাহিনী....অনেক অনেক অভিনন্দন তোমাদের।
এতো এতো আনন্দের মূহুর্ত তোমরা আমাদের দিয়েছো তা শুধু অভিনন্দন দিয়ে শোধ করা যাবেনা, তবুও অভিনন্দন টিম বাংলাদেশ।
এ সিরিজটা শুধু একটা সিরিজ না, এ সিরিজটা অনেক কিছু জবাব দেয়ার সিরিজ। বিশ্ব ক্রিকেটের স্বঘোসিত এক মোড়লকে এই সিরিজ দিয়ে একটা চরমপত্র পাঠানো হলো।
যতই মোড়ল হও সাবধানে থাকো টাইগার তোমাদেরও ছেড়ে কথা বলবে না। আমরা চুরি/ডাকাতি জানিনা বা জানতেও চাইনা আমরা অবিচারের জবাব মাঠে ব্যাট, বলে দেই। আমরা মাঠে খেলি হয়তো ১১ জন কিন্তু আমরা খেলি ১৭ কোটি জন খেলোয়ার যা দেখার মতো চোখ তুমি মোড়লের নাই। তাই যা অন্যায় করেছো ঠিক আছে আগামীতে সাবধান হও এমন অন্যায় স্বপ্নেও করোনা কারন আমরা ১৭ কোটি বাঙালী এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াতে জানি।
আমরা মাঠে নামি ১৭ কোটি মানুষের শক্তি ,ভালবাসা, আবেগ ও শুভ কামনা নিয়ে। আমরা খেলি দেশের জন্য, আমরা খেলি ১৭ কোটি মানুষের জন্য।
আমরা মাঠে ১১ জন খেলোয়ার নই, আমরা ১১ জন মুক্তিযোদ্ধা হয়ে মাঠে নামি, দেশের সম্মানের জন্য যারা জীবন দিতেও সর্বদা প্রস্তুত থাকে।
কি বিশ্বাস হয়না?
তাহলে বিশ্ব ক্রিকেটে এমন একজন ফাস্ট বোলার দেখাও যার হাটু ও পায়ে ৭ বার অপারেশনের পরেও মাঠে সব উজার করে দিতে পারে!!! নাই এমন উদাহরন তোমাদের নেই! কিন্তু আমাদের আছে যিনি ৭ বার অপারেশনের পরেও প্রতিবার মাঠে ফিরেছেন বীরের বেশে মাথা উঁচু করে, তি আর কেউ নয় তিনি আমাদের টাইগারস সেনাপতি মাশরাফি বিন মর্তুজা
তাই সাবধান যতো মোড়ল আছো, টাইগারস্ কাউকেই ছাড়বেনা যা শুরু হয়েছে পাকিস্তান হায়েনা দিয়ে।
আবারো ধন্যবাদ ও শুভ কামনা ''টিম বাংলাদেশ''
©somewhere in net ltd.