নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা নিমচাঁদের ব্লগ

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।

নিমচাঁদ

ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নিমচাঁদ › বিস্তারিত পোস্টঃ

এপিটাফের পরে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬

মনের সব চিঠি লেখা হয় না।
লেখা যদিও হয়,
পড়ে থাকে অলস বিকেলের টেবিলে।
একদিন সাফ করার সময়
মনে হয়, হায় এ চিঠিগুলো এখনও পাঠাইনি?

খান কতেক পাঠাতে নিয়ে যাই..

কিন্ত চিঠিগুলো পড়ে থাকে গাড়ীর হ্যান্ড রেষ্টের রেইলে।

আমার সময় কই?
আমি ত পড়ে থাকি বরফে, বর্ষায়, নদীর প্রান্তে
মাথার নীচে হাত রেখে, আকাশ আর তারা দেখে।

চিঠিগুলো হয়তো ডাকে আমাকে
জানিনা,
একদিন
হ্যান্ড রেইল সাফে গিয়ে দেখি টিকে আছে মাত্র দুটো!

বাকী সব নষ্ট, কষ্ট কিংবা ব্যর্থ।
দুটো চিঠি পোষ্টমাষ্টারকে রেজিষ্ট্রি ডাকে
দিতে বললে,
উনি ঠ্যাং ভাংগা চশমা চোখে ঝুলিয়ে পলক
মেরে জানালেন,
'ঠিকানা ভুল আছে।
এ চিঠি পৌছুবে না প্রেমিকার হাতে।
টং থেকে চা খেয়ে হাতের চেটোটা দেখুন।
পরিযায়ী পাখিরা সবাই ফিরতে পারেনা ঘরে।
কেউ কেউ রক্তাক্ত হয়,মরে যায়,পচে যায়
শিকারীর ভালোবাসার খুনে!'

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: এ যুগে কেউ কাউকে চিঠি লিখে না।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩১

শের শায়রী বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম, ভালো আছেন তো? কবিতায় ভালো লাগা।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিযায়ী পাখির মতোই স্বপ্নেরা

হতাহতের ভীরে তবু মন
স্বপ্ন দেখে বারবার
চিঠি একদিন পৌঁছবেই প্রপাকের কাছে
সঠিক ঠিকানায় :)

+++++++++

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৮

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।

৫| ২১ শে জুন, ২০২০ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.