নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।
Siraj ShNai এর ডাক নাম কাজল। উনার সাথে আমার যখন পরিচয় হয় তখন উনি আমি দুজনেই ব্লগার।
২০১৩/২০১৪ সালের কথা। আমরা দুজনেই এক্টিভলি ব্লগিং করি।
ভুল বললাম, আমি মূলত পাঠক। কমেন্টই করতাম বেশী।আর উনি সংগীত এর বনেদীপনা নিয়েই বেশী লেখা লিখি করতেন।উনার বাসায়ও যাওয়া হইলো বার দুয়েক।উদ্দেশ্য উনার কাছে উনিশ শতকের অনেক দুষ্প্রাপ্য গানের সংগ্রহ থেকে কিছু গান কপি করে নিয়ে আসা।
যে বাসায় আমি গেলাম, সেটা নেহায়েত নিম্ন মধ্যবিত্তদের আবাস। উনি গান শুনেন একটা ভাংগা হেডফোন কানে দিয়ে, আর যে ল্যাপটপ ব্যবহার করেন সেটার অবস্থাও খুব একটা সুবিধার না।
বাসায় আছেন উনার বোন ( যার সেই সময়ে কিডনী ট্রান্সপ্ল্যান্ট হয়েছে),বোনের স্বামী, ছোট ভাই,আর উনার কন্যা স্ত্রী সহ কয়েকজন। ছোট বোনের ফ্যামিলি উনাকে দেখতে হয়। ছোট ভাই কিংবা অই বোনের স্বামী কারো এক্সিডেন্টে শারিরিক ভাবে খারাপ অবস্থায় ছিলো যা স্পষ্টত এখন আর মনে নেই।
উনার বাসায় বসতে হলো বিছানায়।
উনি বিছানাতেই বসে বসে গান শুনেন আর ব্লগিং করেন।ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে এম বি এ করা একজন মানুষ বেকার কেনো পড়ে রয়েছেন - এটা অইদিন আমার বোধগোম্য হোলো না।
উনার কথায় খেয়াল করলাম উনি খুবই ভাই বোন অন্তপ্রায় মানুষ। সেই কারণে নিজের বিয়ে টাও তার হয়েছে দেরীতে।
সিরাজ সাই ওরফে কাজল ভাইর সাথে এরপরও ২/৩ বার দেখা হয়েছে।
উনি যেখানেই যেতেন উনার পরিচিত একটা সি এন জি সাথে থাকতো।
সি এন জি টা উনার ভাষ্যমতে রিজার্ভ করা থাকতো উনার জন্য।
আমি ভেবে কুলাতে পারতাম না কিছু হিসাবপত্তর।
উনার সংসার আমি দেখেছি, সেখানে আয় করার লোকজন নেই, সব কিছু উনার মাথার ওপরে, কিন্ত উনার ভেতরে যে একটা আভিজাত্য পূর্ণ মানসিকতা দেখেছি- সেটা কখনো পরিবর্তিত হতে আমি দেখিনি।
উনি সংগীত বিষয়ের একজন জীবন্ত এন্সাইক্লোপিডিয়া ছিলেন। নজরুল গীতির অনেক পুরানো সংগ্রহ ছিলো উনার কাছে।
উনি মারা গেলেন ১৬/১২/২০২০ এ, আর আমি আজকে শুনলাম উনি আর বেচে নেই।
কিছু মানুষের জন্ম ভুল সময়ে ভুল স্থানে হয়েছে।
সিরাজ সাঁই তাদের অন্যতম। আমি খুব কম মানুষের জ্ঞান দেখেছি সিরাজ সাইর ইংরেজী জ্ঞানের সম তূল্য।
Rest in Peace সিরাজ সাই।
এই পৃথিবীতে তো মেলা কষ্ট পেয়ে গেলেন - কামনা থাকলো অই ভুবনে অন্তত সুখী থাকেন
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: সৃষ্টিকর্তা ওনার মঙ্গল করুন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
খবর পড়ে কষ্ট পেলাম।
উনার পরিবারের খোঁজ নেবেন, ছেলেমেয়ে কেমন আছে, কিভাবে চলছে!
উনার আনুমানিক বয়স কত হয়েছিলো?
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
So sad.
Symphony for his family.
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: দুঃখজনক। তাঁর আত্মা শান্তিলাভ করুক। তাঁর পরিবার তার প্রস্থানের শোক সামলে ওঠার শক্তি লাভ করুক।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: খুব খারাপ লাগল। প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৫
শাহ আজিজ বলেছেন: বিদায় মহাকালের যাত্রায় অচেনা স্বজন ।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭
জুন বলেছেন: খুব খারাপ লাগলো শুনে
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: "যেতে নাহি দিব হায়,তবুও যেতে দিতে হয় - তবুও চলে যায়" - এ জগতের নিয়ম, বিধির বিধান । আর জগতের সকল জীবিতবস্তুই মৃত্যুর স্বাদ গ্রহন করবে তা আগে কিং বা পরে।
স্রষ্টা উনার আত্মাকে শান্তি দান করুন।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
অক্পটে বলেছেন: সাদামনের মানুষগুলো ক্ষণজন্মা হয়। তার পরিবার পরিজনেরা চলছে কিভাবে?
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
নেওয়াজ আলি বলেছেন: খুবই দুঃখজনক খবর।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০২
আমি সাজিদ বলেছেন: খারাপ লাগলো জেনে। কিভাবে মারা গেলেন?
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: ওনার রূহের মাগফিরাত কামনা করছি।
যেটুকু তথ্য দিয়েছেন, তা পড়ে মনে ওনার জন্য অনেক শ্রদ্ধা জন্মালো। মন্তব্যের ঘরে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, আশা করি সম্ভব হলে তা জানিয়ে যাবেন।
ওনার প্রোফাইল লিঙ্কটা দিলে ভাল হতো, ওনার লেখা পোস্টগুলো পড়তে পারতাম। উনি কোন ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন, তা বলতে পারবেন?
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮
মা.হাসান বলেছেন: সার্চ করে ওনার পেজের লিংক পেলাম এটা:
https://www.somewhereinblog.net/blog/brienti
২০১২ সালে অ্যাকাউন্ট খুলেছেন, ২০১৪ সালে লাস্ট কমেন্ট করেছেন, সব পোস্ট মুছে ফেলেছেন বা ড্রাফট করেছেন, ওনার কোনো লেখার সাথে পরিচিত হবার সুযোগ হলো না।
ওনার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ ওনার পরিবারকে শোক সইবার শক্তি দিন।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৩
মনিরা সুলতানা বলেছেন: আমি কিছুদিন পেয়েছিলাম সিরাজ সাঁই ভাই কে। উনার গানের সংগ্রহ ও লেখা ছিল দারুণ ! উনার আত্মা শান্তি পাক।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৩
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: উনি কীভাবে মারা গেলেন? শোক প্রকাশ করছি।
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগার সিরাজ সাঁইয়ের আত্মার মাগিফরাত কামনা করছি।
চাঁদগাজী বলেছেন:
খবর পড়ে কষ্ট পেলাম। উনার পরিবারের খোঁজ নেবেন, ছেলেমেয়ে কেমন আছে, কিভাবে চলছে? উনার আনুমানিক বয়স কত হয়েছিলো? - সহমত পোষণ করছি।
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৪
নিমচাঁদ বলেছেন: উনি উনার ব্লগ গুলো ড্রাফট করে ফেলেছিলেন।সেটা ব্যক্তিগত কোন কারণ বা কি কারণ সেটা আমার জানা নেই। উনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।পরিবারে তার স্ত্রী ছাড়া একটি মেয়ে আছে বলেই জানি। উনার বাসা মীরপুর ১০/১১ র অইদিকে ছিলো।তবে উনি ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলেন দেখেছি। উনার ইংরেজী নাম দিয়ে সার্চ দিলে চ্যানেল টা পেয়ে যাবেন। শুদ্ধ নজরুল সংগীত যারা খুজেন তারা অই চ্যানেলের কথা জানেন। তবে দূর্ভাগ্যজনক হলো উনার ড্রাফট করা ব্লগ গুলো যারা দেখেন নাই তারা জানতে পারলেন না - এই মেধাবী ব্লগারের স্মরূপ। উনার বয়স আনুমানিক ৫৪/৫৫ বছর ছিলো।
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৮
নিমচাঁদ বলেছেন: ফেসবুকের এই পোষ্ট দেখতে পারেন
https://m.facebook.com/story.php?story_fbid=2857774117843834&id=100008338209217
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২১
ঘরহীন বলেছেন: যারা সিরাজ সাঁই কে চেনেন না বা তার ব্লগ পড়েন নি তারা কোনোদিন জানতেও পারবেন না কি অসাধারণ ব্লগার ছিলেন তিনি, কি গভীর দখল ছিলো তার সঙ্গীতের নানা দিক নিয়ে। রাগ সঙ্গীত হোক বা পুরনো বাংলা দিনের গান বা বাউল গান - সবই ছিলো উনার নখদর্পনে। খুব কষ্ট পেলাম উনার মৃত্যুর খবর শুনে। মহান আল্লাহ সুবহানাতাআলা উনাকে মাগফেরাত দান করুন, ও বেহেশত নসীব করুন।
এই ব্লগে গেলে অন্তত দেখতে পারবেন সামুর সোনালী দিনে নিভৃতচারী ব্লগার সিরাজ সাঁই কিভাবে সমৃদ্ধ করেছেন অন্তর্জালকে।
ব্লগার সিরাজ সাঁইয়ের ব্লগ তালিকা
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কষ্ট করে খোঁজ নিন, উনার স্ত্রী ও মেয়ে কি আগের ঠিকানায় আছেন, নাকি অন্যত্র চলে গেছেন, পরিবার কিভাবে চলছে? খোঁজ নিয়ে জানাবেন, প্লীজ।
২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৪
অপু তানভীর বলেছেন: সিরাজ সাঁই কথায় ইমন জুবায়ের ভাইয়ের কথা মনে পড়লো । ইমন জুবায়ের সিরাজ সাঁইয়ের লেখা খুব পছন্দ করতেন । তার প্রতিটি পোস্টেই তার কমেন্ট থাকতো । একজন গুণী মানুষ অন্য গুণী মানুষকে চিনতে পারে ভাল ।
ওপারে ভাল থাকুক তিনি !
২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৭
আলাপচারী প্রহর বলেছেন: অসামান্য, বিরল, অভিজাত ব্লগার। তাঁর টানে আসতাম ব্লগে। তাঁর গানের সংগ্রহ আগ্রহে কপি করে রাখতাম।
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৮
মেহেদি_হাসান. বলেছেন: মন খারাপ হয়ে গেলো।
তার আত্মার মাগফিরাতের কামনা করি।
তার পরিবারকে মহান আল্লাহ তায়ালা সুস্থ ও ভালো রাখুন।
২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
নিমচাঁদ ভাই,
৭০ - ৮০ এর দশকের লোক সঙ্গীত শিল্পী ফিরোজ সাঁই কি ব্লগার সিরাজ সাঁই এর আত্মীয় ছিলেন?
২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯
নজসু বলেছেন:
উনার রূহের মাগফেরাত কামনা করছি।
২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫
নিমচাঁদ বলেছেন: কানাডা থেকে সেভাবে খোজ নেয়া সম্ভব নয়। উনি মারা গেছেন হৃদরোগে।যথেষ্ট ধুমপান করতেন। পানও খেতেন। কিছুটা অত্যাচার করে গেছেন নিজের সাথে। জীবনানন্দের মতোন সারা জীবন টাকা পয়সার অভাব নিয়েই খুব ব্যথিত ছিলেন।নিজের ছোট বোনকে কীডনী ট্রান্সপ্ল্যান্ট করাতে গিয়ে উনি দায়গ্রস্ত হয়ে পড়েন।আমি জানি অনেকেই উনার নিকট কিছু টাকা পয়সা পেতেন, সেসবের কারণ হলো উনার পরিবার অসুস্থতার ভারে জর্জরিত ছিলো।ফেসবুকের যে লিনক দিয়েছি সেই ছেলেটা হয়তো তার পরিবারের খোজ জানতে পারে।
আমি দেশে থাকলে অবশ্যই যেতাম এবং পাশে দাড়ানোর চেষ্টা করতাম। আমাদের আরেক প্রয়াত ব্লগার রাজা মশাই এর পরিবারের সাথেও আমার দীর্ঘদিন যোগাযোগ ছিলো
২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৮
নিমচাঁদ বলেছেন: সিরাজ সাঁই নামের বিষয়টি হচ্ছে ব্লগার কাজলদা চুয়াডাংগা বা অই দিকে জন্ম গ্রহণকারী। এই নামে একজন সাধক ছিলেন। ব্লগার সিরাজ ভাই বাউল গান নিয়েও বিস্তর জ্ঞান রাখতেন। পৃথিবীর বিভিন্ন দেশের স্থানীয় বাউল ঘরানার বা জিপসী টাইপের গান গুলো নিয়েও উনার ব্যাপক চর্চা ছিলো
বাউলেপনার প্রতি উনার আকর্ষণ ছিলো তীব্র
সম্ভবত এই কারণেই উনি মরমী সাধক সিরাজ সাই এর নাম নিক হিসাবে ব্যবহার করতেন
২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৫৪
খেয়া ঘাট বলেছেন: আহা!!!!! হায় জীবন !!!!
৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:১১
Imran Khan 017 বলেছেন: Rest in peace.
৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪৭
কাছের-মানুষ বলেছেন: দুঃখজনক সংবাদ।
উনার আত্মার মাগফিরাতের কামনা করি।
৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২১
ইসিয়াক বলেছেন: উনার রূহের মাগফেরাত কামনা করছি।
৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৬
কালো যাদুকর বলেছেন: ওনার রূহেরে মাগফেরাত কামনা করছি। গুনি মানুষরা কস্ট পেয়ে এভাবেই চলে যান।
৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিরাজ সাঁইর রূহের মাগফিরাত কামনা করছি।
.......................................................................
উনার সর্ম্পকে আমার তেমন কোন ধারনা নেই,
তারপরও জানার আগ্রহ থাকল ।
৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিরাজ সাঁইর রূহের মাগফিরাত কামনা করছি।
.......................................................................
উনার সর্ম্পকে আমার তেমন কোন ধারনা নেই,
তারপরও জানার আগ্রহ থাকল ।
৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লাহ জান্নাত বাসি করুন আমিন
৩৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৪
রক্ত দান বলেছেন:
সিরাজ সাাঁই
৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯
তারেক ফাহিম বলেছেন: মরহুমের আত্মার মাগফিরাত কাম্য।
উনার ব্লগিং লিংকটাতো পাচ্ছিনা।
৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০২
হাসান মাহবুব বলেছেন: মর্মাহত।
৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১২
এম. হাবীব বলেছেন: অত্যন্ত বেদনাদায়ক!! আল্লাহ উনাকে জান্নাত নসীব করুক এবং উনার পরিবারের রেখে যাওয়া সদস্যদের সহায় হোক। উনার প্রস্থানোত্তর পরিবারের খোজখবর জানতে পারলে ভালো হতো, কারো জানার সুযোগ থাকলে আশা করছি জানাবেন। এসব গুণী মানুষগুলো কষ্টকে সঙ্গী করে জীবন পার করে দেন। গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি উনার প্রতি...
৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩২
মৃন্ময়ী শবনম বলেছেন: তাঁর পরিবারের জন্য সমবেদনা রলো... ... ...
৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১১
স্প্যানকড বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি। নতুন যাত্রা সহজ হোক। আল্লাহ উনার মংগল করুন। ভালো থাকবেন ওপারে।
৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২
ফয়সাল রকি বলেছেন: খুবই দুঃখজনক খবর।
৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১১
মানিক_চন্দ্র_দাস বলেছেন: উনার বিদেহী আত্নার শান্তি কামনা করছি।
৪৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন ব্লগারের মৃত্যু সংবাদ শুনলে আপন জন হারানোর ব্যাথা অনুভব করি।
মরহুমের জান্নাত বাস কামনা করছি।
৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০১
অধীতি বলেছেন: ওনার সম্পর্কে জেনে অবাক হলাম। পৃথিবী কিছু মানুষকে তার অন্তরালে রাখতেই বেশি পছন্দ করে।
৪৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
দেশে আপনার পরিচিতদের মাধ্যমে, সিরাজ সাঁই'এর পরিবারটা কোথায় আছেন, উনার মেয়ে ও স্ত্রীর অবস্হান বের করা সম্ভব হবে?
৫০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
জুল ভার্ন বলেছেন: মুস্তাফিজুর রহমান কাজল (সিরাজ সাঁই) ঝিনেদাহ ক্যাডেট কলেজের ১৪তম ব্যাচের ক্যাডেট(আমি ৮ম ব্যাচ)। ব্যক্তিগত ভাবে আমাদের জানাশোনা ছিলো, দেখাও হয়েছিল জেক্সার পূণর্মিলনীতে। ব্যাক্তিগত যোগাযোগ ছিল ২০১৮ সন পর্যন্ত। পারিবারিক নানাবিধ টানপোড়নের মধ্যে ছিলো।
আল্লাহ রাব্বুল আল আমীন বেহেস্ত নসীব করুন।
৫১| ০১ লা মার্চ, ২০২১ রাত ৩:৫০
নিমচাঁদ বলেছেন: চেষ্টা করলে পাওয়া যেতে পারে।
এট লিষ্ট তার স্ত্রীর ফোন নং টা হয়তো পাওয়া যেতে পারে।
আপনার কোন মেইল এড্রেস আমাকে [email protected] এ দিয়ে রাখুন, আমি পেলেই মেইল করে দিবো
৫২| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৮:১৯
অন্তরন্তর বলেছেন: মর্মাহত। উনার সাথে ব্যাক্তিগত কোন যোগাযোগ ছিল না তবে ব্লগে উনার পোস্টে কমেন্ট করা হয়েছে। আল্লাহ্ উনাকে চির শান্তিতে রাখুক এই প্রার্থনা করি।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩
মিরোরডডল বলেছেন:
খুবই স্যাড নিউজ !
ওনার লিংকটা দেয়া যাবে ? পোষ্টগুলো দেখবো ।
কি হয়েছিলো ওনার ?