নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

কবিতা না ছাই

লিখতে গেলে ভয় পাই

কত কবি আছে ব্লগে

ভাবের জগতে সবার আগে

শব্দ শব্দ খেলা

যার নাম কবিতার মেলা

কবি ভাই ফিরছে

কবি আপুর পিছে

কবি আপু শব্দের নিপুন ঝুড়িতে

নিজ হাতে সাজাচ্ছে মালতিতে

কবিতা এখন ঘুমাতে জানে

কবিতা সারা রাত জেগেও থাকে

আবার কবিতার বিয়ে হয়ে মধুর বাসরে

কবিতা গলায় ফাসি রসি আজ কবিতা কবরে

সেদিন দেখেছি কবিতা

পুলিশের দাওয়া খেয়ে রেল ষ্টেষনের পতিতা

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

টুম্পা মনি বলেছেন: হাহাহাহা মজা পেলাম।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

স্বপনচারিণী বলেছেন: কবিতা কে ভাই? চিনলাম নাতো?

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা হল কবি সাহেবদের স্বপ্নের সেই হরিণ শাবকটি(উপমা)

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: :) :) :)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: ভাল লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার ভাল লাগা ই আমার সার্থকতা । ধন্যবাদ অামার ব্লগে আসার জন্য।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬

ইকরাম উল হক বলেছেন: সুন্দর

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভা্ই আমার ব্লগে আসার জন্য।

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

আরজু পনি বলেছেন:

হাহা
দারুণ তো !

শুভেচ্ছা রইল সুজন ।।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি অনেক আনন্দিত ।আপনার পদচারনে আমার ব্লগ হবে ধন্য।

৭| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

ডরোথী সুমী বলেছেন: ভাল আছেনতো? ছড়াটা......ভাল।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল আছি। ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: হুম আসলেই এটা কবিতা... :)

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জবাব দিতে দেরি দুঃখিত। ধন্যবাদ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.