নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
চোখের ক্রন্দনে বারি বর্ষন
সহজেই বুঝা যাই হৃদয় বিহ্ববল
কষ্টের সীমা ছাড়িয়ে হয়তো
আর্তনাদের আর্জি
কিন্তু হৃদয়ের ক্রন্দনের রুপ কেমন....
বুক দরফর আর বীষ প্রাপ্ত হয়ে নীলাব অবয়ব
কষ্ট বহন করা যান্ত্রিক নগরীর একটি টিলার
যার ১৬ চাক্বি ঘুরনায়নে পথ পাড়ি দেওয়া
জীবনের হিসাব হয়তো এখন অনেক সুজা
ডিজিটাল পৃথিবী
৪র্থ জেনারশন অতিক্রান্ত সময়
ফেইসবুক এর মতো হাজারো সুসাল মিডিয়া
যেখানে বন্ধু বনে মাইক্রো ডিজিটে
অনুভুতি ভাগা ভাগি না হিনতা
নাকি কষ্ট বেপারী করা
এই যদি জীবন হয়
তাহলে যাপিত জীবনে আমি বেশ আছি
অন্ধকার যখন আলো বহনকারি
দুঃখ ও তেমন সুখ বহন করে
আবার জীবনই মৃত্যু দিকে ঠেলে দেয়
তাতে কি !
এত সময়ক্ষেপন মাত্র
জীবনের অবেলায় বেচেঁ থাকার যত স্বাধ
অস্তমিত সূর্য্যের আরেকটা সকাল দেখার প্রত্যয় চিত্র
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগা আমার পথচলার সাথী।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯
অদ্বিতীয়া সিমু বলেছেন: +