নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

পথশীশুর চোখে বহ্রিশীখা

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪

ভষ্স্র হয়ে যাই যাউক

জীবন যখন কুড়ে পাওয়া

বস্তিতে যার নাই ঠাই

তাকে নিয়ে টিভি , খবরের কাগজে আজ বসেছে মেলা

তোমরা বল আমরা টুকাই, পথশীশু যা ইচ্ছে তাই

বল আবার জম্মের নাই যার ঠিক

আমি বলি তোমারাই

যারা কথা আওড়াও আজ টিভিতে

কাগজ বারি কর খবরের কাগজে

স্বনের সওদা করেছিলে একদিন

বলেছিলে তোমাকে করব রানী

মহলে থাকবে ২ জন চাকরানী

আজ আমার মা তোমাদের ঘরের জী

আমি পথশীশু

ভুলা মা আমার বুঝেনি সে দিন

তোমাদের আকাশ কুসুম স্বপ্নরা

যে একদিন তাকে ঘর ছাড়া করবে।

করবে সমাজ ছাড়া

তার হবে কোথায় ঠায়

বুঝেনি বলে আমি আজ পথ শীশু

এই সমাজ কে জালাতে চাই

বোমার আওয়াজ শনেছ

দেখ ওই লেলীখান বহ্রিশীখা

হুম আমি লাগেয়েছি

তোমাদের ভদ্রপোষাক জ্বালনোর জন্য

আমি জ্বালিয়ে দিব তোমাদের

রাজ প্রসাদ, জ্বালিয়ে দিব তোমাদের দিবালয়

জ্বালিয়ে দিব আজ রাজপথ, যে পথে তোমরা হাট

আমার হাতে গান পাওডার

চোখে আমার প্রতিষোধের নেশা হা হা

তাতে কি বুলেটত একটি মাত্র হাতিয়ার তোমাদের

যারা পথের মোড়ে আমার মায়ের সাথে ......

ছি তাদের হাতে হাতিয়ার

ওড়াত আমাকে নিশানা করবে

কেননা আমিত চাই ওদের জ্বালাতে।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পিডিএফ বানিয়ে রাখলাম। :)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.