নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
মানুষ যেখানে দ্বগ্ধ লাশ আমাদের ঘরে রংঙ্গ জলসা!যদি এমনই হবে মানবতা তবে কেন জীবন জীবনের জন্য শ্লোগান টা আজো প্রাণ পায়, কেন মানুষ সভ্যতার সেরা দাবীদার।যাদের কাছে মানুষের রক্ত, আর পুড়া দেহ বিপনন তাদের কে মানুষ বলতে হবে আমাদের কোন যুক্তিতে!
বিচিত্র এই পৃথিবীর বিচিত্র প্রাণীদের একটা বিচিত্র রুপ ই তাদের । দেহ জ্বালিয়ে যারা ইতিহাসের পাতায় তাদের নাম লিখে গেলেন তারা ওপারে হয়তো ভালই থাকবেন যতি বিদাতা ভাল রাখেন। কিন্তু এপারে যাদের রেখে গেছেন তাদের কি গতি , তারা কেমন থাকবেন পাঠক মাত্রই উপলব্দি করতে হয়তো পারবেন। কেন এই ১৫ কোটি মানুষের দেশে গুটি কয়েকজনের ইচ্ছা আর অনিচ্ছায় রাষ্ট শাষন বদলাবে; যেখানে প্রজারাই দেশের মালিক। আমরা কেন বার বার এদেরকেই আমাদের শোষন করার ক্ষমতা দান করি। আমরা কেন একদল ভাল মানুষ জন্ম দিতে পারিনা । যারা আমাদের কে এই বিবৎসতা দেখার চেয়ে রেখাই দিবেন।আমরা এমনটা চাইনা - আমার কোন বন্ধু বা ভাই ,ছেলে দ্বগ্ধ হউক কারুর বোমার আঘাতে, রক্ত রন্জিত হউক বুলেটের আগাতে।
আমরা সৃষ্টির সেরা জীব যাদের কে বুদ্ধি দৃপ্ত করে স্রষ্টা সৃজন করেছেন।আমাদের অনুভুতি আছে , আমরা কারোর দু:খে দু:খী হই, সমবেদনাতে নীল হই তাই আমরা মানুষ ।আমরা কি পারিনা সবাই সচেতন হইতে, এইবার প্রতিজ্ঞা করতে, ক্ষমতায় যাকে চাই তাকে অবস্যই মানুষ হতে হবে নয়লে জনতার হাতে ফায়সালা।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনার মন্ত্যব্যর জন্য।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
স্বপনচারিণী বলেছেন: আমাদের এই অবস্থা অপরিবর্তনীয়। আমরা শুধু অভ্যস্থই হতে পারি।