নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আমি হেরে গেলাম
জিতার জন্য! চেষ্টাও করিনি
হেরে গেলাম বলে
কষ্টের বারটা সামলাতে পারছিনা
তবে জিতার সাধ যে -এত মধুর
স্বপ্নে হিমালয় আহরনের মতো
সমুদ্র যাত্রা কিংবা আইফেল চৌড়ায় বসে পেরিস দেখার আনন্দ হয়তো
যখন হেরে যাই
বিসাধ ছেয়ে যায় সাড়াদেহে
মৃত লাশ বহন করার
আর শেষ যাত্রা
হেরে যাওয়ার মাঝে মিল অনেক
চলার পথে একজনকে হারতে হয়
এই সত্য যেমন চিরন্তন
আমি হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দিয়েছি
তা কেন হবে অবান্তর
তুমার আনন্দ দেখার খুশিতে
আমি আজ মাতুয়ারা
তুমি জিতেছ তাই আমি হেরেছি
আমার হেরে যাওয়ার সুখ
তুমার জয়যাত্রার বিশাল মিছিল
তুমি, তোমাকে নিয়ে থাক
তুমার ভূবনে তুমি সুখ কর সওদা
আমি তুমার অবিচল বদলে যাওয়ায়
বিক্ষুব্ধ হবনা; বিমু্ব্ধ ছাড়া
কেননা, আমি কষ্টকে করেছি তাড়া
এবার আমি বেচেঁ থাকব স্বপ্নে
আলিঙ্গনের তৃপ্তি চাইনা। বেবদানের বিরহ চাই
তোমার থেকে অনেক- দূরে
যেমন সূর্য্য থেকে চাঁদ থাকে
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে ভাল লেগেছে,,,,,,,একটু এডিট করে দাড়ি, কমা লাগিয়ে দিলেই হবে,,,,,,,,,,,,,শুভকামনা
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে আমি কারেকশন দেখিনাই এমনিতে শু্দ্ধতায় এতটা পারদর্শী নয়। মনে যা আসে লিখে দেই ইন্টারনেট সহজ মাধ্যমের দারস্ত হওয়া মাত্র।
- -------- আপনার মন্ত্যব্যর জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো লাগলো ! ++++++++++++++++++++
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগা আমার লেখার পেরনা যোগাবে। ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
এম এ কাশেম বলেছেন: চমৎকার
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই কি যদি তেমনই হবে আপনি পাঠক ও চমৎকার।
৫| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ভাল লাগাই আমাকে সামনে অগ্রসর হতে পেরনা যোগাবে। আপনাকে বিনম্র ধন্যবাদ রইল।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: অনেক ফালতু লেখাও মানুষ পড়ে কিন্তু কবিতা নয় কেন? দেখেন।