নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আমি কি পেরেছিলাম তোমার নিরবে চলে যাওয়া অবলোকন করতে
তখন থেকে তোমার চলে যাওয়ার গন্তব্যের শেষটা
খোঁজতে- খোঁজতে আমার ২০টি বছর চলে গেল
এরপর। এখনো সেই তুমি চলছ তোমার পথে
আমি পথের মোড়ে--
তোমার চলে যাওয়ার পথ ধরে চেয়ে থাকি
আবছা আলোতে তোমাকে দূরে একটু বিন্ধুর মতোই দেখি
ঐতো তুমি যাচ্ছ তোমার পথ ধরে
যাবার বেলায় একবার ও পিছু তাকালে না
শেষ বার তোমার চোখে চোখ মিলানোর প্রত্যয়ে
এখনো দাঁড়িয়ে আছি
এখন যাপসা দেখি
আর কিছুই ঠাহর করতে পারছি না
তুমি তাকালে কিংবা না
এত দূরে তোমার অবস্থান ।
চর্ম চোখে বুঝা দায়!
এবার মনের চোখে দেখতে চাই
তাও তুমি দূরে..
তোমার অভিমান কাটেনি এখনো হয়তো,
আমি না হয় ভূল করেছিলাম
তুমিতো সুধরাতে পারতে ?
এবার একটু ফিরে তাকাও
দেখে যাও তাকে, যাকে সাগরের মতো বিশাল ভাবতে
সে এখন শুকিয়ে যাওয়া মরা নদী
যেখানে এখন আর কোন পাল তোলা নৌকা বহে না
সে শুকিয়ে যাওয়া বৃক্ষের মতো
যাতে কোন পাতা গজায় না
কি! আশাহত হয়েছ ,
এমনটি দেখবে বলেই চঞ্চল বালকটিকে
জীবন্ত লাস করে গেলে !
নির্বাক বালকটি পথপড়ে চেয়ে থাকল
কিছুই বলতে পারলনা
অক্ষমতার শিকল পরা সেই বালকটি
এখন জাগতিক সুখে বিশ্বাসী নয়
ইন্দ্রীয় সুখ যে মহা সুখ।
তুমি নাই বলে যে খরা তাপ হৃদয় ত্প্ত করে যায়
তুমি হীনা এই আমি হাজারো কষ্টের মাঝে ও তোমার চলে যাওয়ার সীমান্তে এসে
আামার বসন্ত রচনার প্রত্যশা কে বাঁচিয়ে রেখেছি।
একবার ফিরে আসবে ,ঐ পথে, যে পথ ধরে তুমি গিয়েছিল চলে।
১৬ ই মে, ২০১৬ রাত ৮:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৩২
জেন রসি বলেছেন: আক্ষেপ এবং বিষণ্ণতার কবিতা।
১৭ ই মে, ২০১৬ রাত ৯:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হয়তো সময়তো আর একরকম যায়না সবার। মনের কথাগুলো একত্রিত করা মাত্র কবিতা কিনা জানিনা ভাই। ভাল থাকবেন সেই প্রত্যাশায়।
৩| ১৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৭
নীলপরি বলেছেন: এবার মনের চোখে দেখতে চাই
তাও তুমি দূরে..
তোমার অভিমান কাটেনি এখনো হয়তো,
আমি না হয় ভূল করেছিলাম
তুমিতো সুধরাতে পারতে ?
ভালো লাগলো ।
এরপ। এখনো সেই তুমি চলছ তোমার পথে
এরপর হবে ?
১৭ ই মে, ২০১৬ রাত ৯:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ দু'ই এর জন্যই টাইপো ধরিয়ে দেওয়া আর মনোযোগে দিয়ে পড়ার জন্য। আমারও ভাল লেগেছে আপনার
ভাল লেগেছে জেনে।
৪| ১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৪২
আরজু পনি বলেছেন: যাকে সাগরের মতো বিশাল ভাবতে
সে এখন শুকিয়ে যাওয়া মরা নদী
যেখানে এখন আর কোন পাল তোলা নৌকা বহে না
সে শুকিয়ে যাওয়া বৃক্ষের মতো
যাতে কোন পাতা গজায় না
বেশ সুন্দর লিখেছেন, সুজন।
১৮ ই মে, ২০১৬ দুপুর ১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই কি সুন্দর হইছে। তোমাদের অনুপ্রেরণায় এতটুকু চেষ্টা মাত্র।
আর আপুনি কেমন আছো ? বেশ কিছুদিন ব্লগে নিয়মিত দেখছিনা পোষ্টও নাই কারোর পোষ্টে ও দেখছিনা। সরির ভাল আছেতো? ভাল থাক সেই প্রত্যাশায় তোমার ভক্ত কোলের একজন।
৫| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই মে, ২০১৬ রাত ১১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাধ ।
৬| ১৯ শে মে, ২০১৬ রাত ৯:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: একটু নজর দেবেন বানানে, সুন্দর হয়েছে!
১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মন্তব্যর জন্য।
৭| ২৬ শে মে, ২০১৬ রাত ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: তুমি হীনা এই আমি হাজারো কষ্টের মাঝে ও তোমার চলে যাওয়ার সীমান্তে এসে
আামার বসন্ত রচনার প্রত্যশা কে বাঁচিয়ে রেখেছি।
ভাল লিখেছেন, ধন্যবাদ
২৮ শে মে, ২০১৬ রাত ১২:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় সেই কামনাই নিরন্তন।
৮| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:২৮
কল্লোল পথিক বলেছেন:
দারুন কবিতা।
ভালো লেগেছে।
২৮ শে মে, ২০১৬ রাত ১২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ।
৯| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফিরে আসুক, আসুক ফিরে সে পথধরে ঠিক যেমটি এসেছিল আগে।।
মন মানুষের অপেক্ষা সবার মনেই ভাই, কারণ, সেখানেই যে দুনিয়াবি সব সুখের উৎস।
কেমন আছেন ভাই ?
১৪ ই মে, ২০১৭ রাত ১০:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে নয়ন সাহেব যে, কোথায় মিঞা ভাই আপনি আমার পোস্টে! আর ঐদিকে আড্ডাতে আপনাকে হারিকেন দিয়া খোঁজি। যাই হোক কবিতা পড়ে মন্তব্য করেছেন বলে নয় এমনিতে আপনার জন্য অফুরাণ ভালো বাসা বন্ধু। ভাল থাকবেন সব সময়।
১০| ১৫ ই মে, ২০১৭ রাত ১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে মুগ্ধতায় কৃতজ্ঞতা রইল ভাই।
১৫ ই মে, ২০১৭ রাত ১:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তারপর আড্ডার প্রতি কোন বৈরীতা আছে নাকি?
যদিও পোষ্টে আড্ডার আলোচনা শ্রেয় নয়।
আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৭
মুসাফির নামা বলেছেন: সুন্দর!