নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আজো আধো মনে পরে
স্মুতিতে তোমার অধরা মুখ খানি
তোমার টুল পরা চিবুক
হরেক রকম ফিতাতে বেনী করা চুল
এইতো সেই দিন
পথপরে তোমার সাথে দেখা হয়েছিল
হিসেব করতে গিয়ে দেখি চার'শ আশি পক্ষকাল
তোমার মনে আছে কি
সেই দিনের কথা
হাসির মুক্তা জরানো ক্ষন
হর্ষের জোস্না ছরানো দিনটি।
দিনের আকাশে প্রতিবার পূর্ন রূপে পুর্নিমার চাঁদ তুমি
সেই তুমিকে , আমায় ভুলে যেতে বলেছিলে!
তুমিও কি ভুলতে পেরেছ?
যদি তাই হবে -
আজ এতদিন পরেও কেন তোমার জন্য হাহাকার কতেক শব্ধ সঞ্চয় করি কবিতার ডায়েরীতে
যদি তাই হবে তবে কেন গো তুমি খুঁজে নিয়েছ আমাকে
এখনতো দুরত্ব বিবেধ...
যে সুখ তোমাকে দিব প্রতিশ্রুতি দিয়েছিলাম
তুমি আজ সুখেই আছো। তোমার মুখে শুনে আামার কি দুঃখ করা চাই!
তবে কি বলব তোমাকে ভুলে গিয়েছিলাম
নাকি তোমাকে ধারণ করেছিলাম হৃয়দপটে
যেখানে শাপলা ভাসে,হংস ভাসে
আমার চিরচেনা হিজলতলী বিল
নাকি স্বপ্নের রুগ্ন দশা দেখতে দেখতে কেটেছে সময়__
বলতে কি পারবে সেই তুমিও বদলাওনি
শুধুইকি বলবে আমি বদলে গেছি
চুলগুলো আজ পাক ধরেছে , চোখের নিচে কালি,
ওষ্ঠগুলো খসখসে হয়ে গেছে চামড়ার ভাঁজ...
তাতে কি মন সেত চীর যুবা, সবল, স্বচ্ছ কাচের মতো।
এই মনেই ক্ষুদায় করা তোমার অবয়ব
যা কোন উত্তাল ঢেউয়ে মুছে দিতে পারেনা।
তুমি আছো , রবে ততদিন
এই দেহে আছে প্রাণ যতদিন।
২৯ শে মে, ২০১৬ রাত ১২:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার লিখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কবি হাফেজ আহমেদ।
২| ২৯ শে মে, ২০১৬ রাত ২:৫৮
লক্ষ্মীছেলে বলেছেন: তোমার মনে আছে কি
সেই দিনের কথা
হাসির মুক্তা জরানো ক্ষন
হর্ষের জোস্না ছরানো দিনটি।
দিনের আকাশে প্রতিবার পূর্ন রূপে পুর্নিমার চাঁদ তুমি
অনেক ভালো লাগা রেখে গেলাম কবি, ভালো থাকুন সবুজ গোলাপ সব সময়।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার উদ্ধৃতি সহ মন্তব্য পেয়ে অনেক খুশি হয়েছি। আপনিও ভাল থাকবেন সবসময়।
৩| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৫২
লক্ষ্মীছেলে বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য।
৪| ৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৪৬
নীলপরি বলেছেন: কবিতা খুব সুন্দর লাগলো । সাথের ছবির হাঁসগুলো খুব মিষ্টি । শুধু চারশ আশি পক্ষকালের হিসেব করতে পারলাম না !
কবিতায় ++
৩১ শে মে, ২০১৬ রাত ৯:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার এই খাবি যাবি লিখা আপনার ভাল লেগেছে জেনে খুশি হয়েছি। ছবিটি একটি পেইন্টিং আামার ও ভাল লেগেছে।
পক্ষকাল বলতে চন্দ্র মাসে হিসারব হযে থাকে । ১৪ দিনে একপক্ষকাল সাধারণত হয় তবে আমি প্রায় বিশ বছরের হিসেব ধরতে গিয়ে লিখেছি।
ভাল থাকবনে শুভ শুভেচ্ছা রইল।
৫| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সু ন্দ র লি খে ছে ন
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৪
বিজন রয় বলেছেন: হৃদয় অবিনশ্বর। কবিতা ও।
৭| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:১৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়++++++++
০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেরি করে উত্তর দেওয়ার জন্য মাফ চাইছি। দেশে ছুট্টিতে ছিলাম তাই ব্লগে বসা হয়নি। ভাল থাকবেন।
৮| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দু:খিত দেরি করে উত্তর দেওয়ার জন্য। ছুটিতে দেশে ছিলাম সুযোগ পাইনি ব্লগে বসার । এখন কয়দিন পড়ে নেই পড়ে পোষ্টাবো কিছু। ভাল থাকবেন সবসময় ।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫১
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!
০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপুনি। ভাল থেকু ।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,
বেশ কিছু টাইপো না থাকলে পরে চমৎকার একটি কবিতা হতে পারতো ।
বলতে কি পারবে সেই তুমি বদলাওনি
এই লাইনটির সূত্র ধরে বলি ---
খুউব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতোই আছো
নাকি অনেকখানি বদলে গেছো .....
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে আমি বানানে কাঁচা কি করব বলেন। আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি হয়েছি।
১১| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর প্রেমের সুন্দর বর্ণনা |
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আমার এই বাঝে লেখাটুকু পড়ে তৃপ্তি নেয়ার জন্য। ভাল থাকবেন সবসময়।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আপনার কবিতাগুলো যতো পড়ি ততোই মুগ্ধ হই। বেশিরভাগ বাস্তবিক সময় ফুটে ওঠে আপনার কবিতায়। এটা পড়ে মনে হলো প্রিয়ার পাশাপাশি বসে মুখোমুখি কথা বলছি। অনেক ভালো লাগলো ভাই।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও !! নয়ন ভাই মন্তব্যে প্রীত হলাম। ভাল থাকবেন ভাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৬ রাত ১২:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি
দারুন প্রকাশ।
এগিয়ে যান কবি, শুভাশিস রইল।