নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

একদিন বুঝবে

১৪ ই মে, ২০১৭ রাত ১১:২২




হিম জল করতটে
ব্যাথাতুর হৃদয় -রোগ্ন মনের কিছু দুঃস্বপ্ন গ্রাসে
শহরের বহুপথ হেটে ক্লান্ত পথিক আমি
নীয়নের আলোয় রংচটা দেহ
কোথায় যাই ...কোথায় আমার আপন গৃহ?
অবনত মস্তক বিবিকের কাছে দায়।
হে মানব, তুমি বহন করো শ্রেষ্ঠত্বের পতাকা
তোমাতে কলঙ্কের দাগ!
নিরেট দেহ অবসন্ন মনে যে মানব বন্দনা গায়
সে ও মানুষ, তোমার মতোই একজন
তবে তুমি কি করে পিষে দাও তোমার জাত ভাইকে!
তুমি বারুদে পুড়িয়ে দাও অনাগত ভবিষ্যৎকে,
তোমার হৃদয় এতো পাষন্ড হয় কি করে!
তুমি অবলাদের ভোগে তৃপ্তবদন নিয়ে নিজের বীরত্বের কাহিনী রচ
তুমি নিজেকে সম্রাট ভেবে মুকুট পরো
তুমি যে শ্রেষ্ট নও তা তুমি ভালই জানো!

একদিন সবি হবে সাঙ্গ
রং তামাসা সবি ফুরাবে,
এই দেহ পিপড়া যখন খাবে
তখন বুঝে নিও বিষের জ্বালা কেমন হয়
মাটির চাপাতে বুঝে যাবে পিষনের কেমন ব্যাথা

ভস্ম ছাই বাতাসে উড়ে যাবে যখন
তখন বুঝবে বারুদের জ্বলা কাহাকে বলে!


মন্তব্য ৫৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক গুলো বানান ভুল আছে ঠিক করে নিন।

১৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখে ড্রাফ্ট করতে গিয়ে পোষ্ট করে নামাজের সময় হওয়াতে চলে গেলাম নামাজ পড়তে। এমনিতে আমি বানানে কাঁচা তার উপর তাড়াহুড়া। ধন্যবাদ ভাই। ধরিয়ে দেওয়ার জন্য।

২| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আবার পড়তে হবে।

১৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি গুরু। টাইপ করতেই ইশার নামাজের আযান হয়ে গলে। নামাজের জন্য চলে গেলাম না পড়েই বোকার মতো পোষ্ট করে। মাফ করবেন।

৩| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যাদেরকে বলেছেন ওরা মনে করে মৃত্যু হলে সব শেষ।

১৫ ই মে, ২০১৭ রাত ১২:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তারা জানে ,বুঝবে একদিন ঠিকি।

৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:৩৭

ওমেরা বলেছেন: সেদিন বুঝে কোন লাভ হবে না ,শুধু কষ্ট, কষ্ট আর কষ্টই পেতে হবে । ধন্যবাদ ভাইয়া

১৫ ই মে, ২০১৭ রাত ১২:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইতো বোন। ক্ষনিকের তরে বালিয়ারীতে ঘর বাঁধতে গেয়ে স্বপ্ন বিলাসে হারিয়ে ফেলেছি চেতন। আপনাকেও ধন্যবাদ।

৫| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হে মানব, তুমি বহন করো শ্রেষ্ঠত্বের পতাকা
তোমাতে কলঙ্কের দাগ!


খুব সুন্দর কবিতা +++

শুভ কামনা রইলো ভাই ।

১৫ ই মে, ২০১৭ রাত ১২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চেষ্টা মাত্র প্রিয় কবি। আপনাকে ও শুভেচ্ছা অনন্ত।

৬| ১৫ ই মে, ২০১৭ রাত ১২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দগ্ধ কবিতা! বারুদ ভরা ঘৃণার্হ মিশিয়া আগ্নেয়গিরি!

ভাই, আজ হঠাৎ এত বিতৃষ্ণা!!

১৫ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি না ভাই। ভুলা মন ভুলে থাকে সবি। শ্রেষ্ঠ জাতি কর্মে পশুর মতো।

৭| ১৫ ই মে, ২০১৭ রাত ১২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। ভালো লাগলো +

১৫ ই মে, ২০১৭ রাত ১:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবারো পড়ে মন্তব্য করে কৃতার্থ করলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১৫ ই মে, ২০১৭ রাত ১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাঙালির তো ভুলে যাওয়াই স্বভাব ভাই !!!!!

বানানী ভুলিয়ে দিল গাজীপুরকে !!! এভাবেই তো ভুলে যাই আমরা!!!

১৫ ই মে, ২০১৭ রাত ২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাঙ্গালী বলে কথা নয়। মানুষ ভুলা এই হল দশা। ধন্যবাদ আপনাকে আবারো এসে মন্তব্য রাখার জন্য।
আর ২০ তারিখের পরে দেশে। ফেবুকের ইনবক্সে মুবাইল নাম্বার দিবেন কথা হবে।

৯| ১৫ ই মে, ২০১৭ রাত ২:০৮

শূন্যনীড় বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো +++++

১৫ ই মে, ২০১৭ রাত ২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য ও পাঠে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ১৫ ই মে, ২০১৭ রাত ২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই নাম্বার দিবো ভাই। কথা হবে আশা করি।

ভালোভাবে থাকুন, ভ্রমণ শুভ হোক প্রত্যাশা।

১৫ ই মে, ২০১৭ রাত ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন শুভ রাত্রি।

১১| ১৫ ই মে, ২০১৭ সকাল ৮:২৯

সত্যের ছায়া বলেছেন: কবিতার পিলাচ +
সাথে লাইক ফ্রি দিলান।

১৫ ই মে, ২০১৭ দুপুর ১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১২| ১৫ ই মে, ২০১৭ সকাল ৯:২৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা। একদিন সব শেষ হবে জেনেও মানুষের দম্ভ শেষ হয় না।

১৫ ই মে, ২০১৭ দুপুর ১:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ একদিন ঠিকি বুঝে তখন আর সময় থাকে না। হয়তো অামিও বুঝবো তখন আমার এই বুঝার কোন কাজে অাসবেন না। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।

১৩| ১৫ ই মে, ২০১৭ রাত ৮:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: কবিতাটি সুন্দর, এবং যে ম্যাসেজটি দিয়েছেন কবিতার মাধ্যমে সেটিও তো অসাধারণ!
অনেক শুভকামনা রইল!

১৫ ই মে, ২০১৭ রাত ৯:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চেষ্টা মাত্র। কবিতা হয়েছে কিনা জানি না। তবে একটু আধটু লিখে দেখি। আর মনে কথাই তো লিখা চাই। মনে এসিছিল তাই। অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ উঠানে এসে ধন্য করার জন্য।

১৪| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লিখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ।

১৫| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:১৪

অরফিয়াস বলেছেন: মাহমুদুর রহমান সুজন

ভবিষ্যৎ সামনের দিকেও বারুদে পুরবে, তামাশাও চলবে!! আপনার মতো কোন কবি হয়তো আক্ষেপ করে এ রকম কবিতা লিখবে!!!! এটাই যে নিয়তি!!!!


সুন্দর লিখেছেন!:)


প্লাস!:)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিয়তিকেতো মেনেই নিয়েছি,জ্বলজি বারংবার। সুন্দর মন্তব্য আমাকে প্রীত করেছে। ধন্যবাদ আপনাকে।

১৬| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৩৬

অরফিয়াস বলেছেন: বিলিতো কাউকে কষ্ট দিতে পারে না ব্রো!!!!!:):)


১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিলিতো ঠিক বুঝিনাই। তবে আবারো আসার জন্য ধন্যবাদ।

১৭| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৫

অরফিয়াস বলেছেন: কন কি মেয়াবাই!!!!!

বিলির ছবিটা দেইখ্খাও ভাইরে চিনতে পারলেন না!!!:)


আফসোস!:)

১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই ছবিটি ঠিকি চিনতে পেরেছিলাম তবে সাহস পাইনি আপনাকে জিজ্ঞাসা করতে যে অাপনি বিলিয়ার রহমান কি না। তবে আবার ভাবছি বিলিয়ার রহমনাও তো নিকি শুধু ছবিও হইতো শুধুই প্রোফাইল হবে। বিলিয়ার রহমানের কবিতা চুরি যায় হয়তো পিকও গেছে! মাফ করবেন এই ভুলের জন্য।

১৮| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৫৭

অরফিয়াস বলেছেন: মাফ কিসের ব্রো!!!:)

বিলি নিকে সব সময় ব্লগে পড়ে থাকলে বাসায় একটু...........:):):)

১৬ ই মে, ২০১৭ দুপুর ২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আচ্ছা তাই বুঝি গুরু। ব্লগ যেন একটি নেশার ভাং যা না খাইলে মন চিবায়, যন্ত্রনা কাতরায়।

১৯| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৭

অরফিয়াস বলেছেন: ব্লগ যেন একটি নেশার ভাং যা না খাইলে মন চিবায়, যন্ত্রনা কাতরায়।

হা হা হা!:)

১৬ ই মে, ২০১৭ দুপুর ২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাজের ফাকে আমি ব্লগিং করি। মূলত আমার কাজ বেচা- কেনা আর মেরামত। শত ব্যাস্ততাতেও ব্লগে পড়ে থাকি, তাই বলছিলাম।

২০| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন সবি হবে সাঙ্গ
রং তামাসা সবি ফুরাবে,
এই দেহ পিপড়া যখন খাবে
তখন বুঝে নিও বিষের জ্বালা কেমন হয়
মাটির চাপাতে বুঝে যাবে পিষনের কেমন ব্যাথা


এটাই চিরসত্য

অনেক সুন্দর কবিতা

১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি আপু। এই চিরসত্য কথাটুকুও আমরা ভুলে থাকি। আপনাকে অনেক অনেক অভিবাদন।

২১| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
কবিতা পাঠে ব্যথা যা ছিল
গিয়েছি যে সব তার ভুলে ।

একদিন সবি হবে সাঙ্গ
রং তামাসা সবি ফুরাবে,
এই দেহ পিপড়া যখন খাবে
তখন বুঝে নিও বিষের জ্বালা কেমন হয়
মাটির চাপাতে বুঝে যাবে পিষনের কেমন ব্যাথা


ব্যথায় যারা নীল কন্ঠ হয়ে গেছে
তাদের কি কোন ব্যাথা আছে?

শুভেচ্ছা রইল

২০ শে মে, ২০১৭ রাত ১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাইয়্যা অনেক সুন্দর মন্তব্য রেখে ধন্য করেছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
সত্যিইতো যারা কষ্ট যাদের জীবন সাথী তাদের আবার কষ্ট কিষের।

২২| ২০ শে মে, ২০১৭ রাত ১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন ভাই ?

রওয়ানা হবেন কবে ?

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কমেন্ট দেখা হয়নি যাওয়ার ব্যস্ততার জন্য ভাই। এখন ফিরে এলাম ৭ ই জুলাই।
বলুন কেমন আছেন? আমি ভাল আছি।

২৩| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

জুন বলেছেন: তুমি বারুদে পুড়িয়ে দাও অনাগত ভবিষ্যৎকে,
তোমার হৃদয় এতো পাষন্ড হয় কি করে!

মানুষ মনে হয় এখন সবচেয়ে ভয়ংকর মাহমুদুর রহমান সুজন । অনেক ভালোলাগা রইলো কবিতায় ।
+

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বোন ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো। প্রবাসী জীবনে কবিতা আপনার জন্য হোক আনন্দোচ্ছাসের এক একটি ঝর্ণা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনুপ্রাণীত হইলাম ভাইজান। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭

সৈয়দ ইসলাম বলেছেন: আমীন কওন লাগে, যেহেতু দু'আটা আমার জন্যই হচ্ছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

কামরুননাহার কলি বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া। তাই আপনাকে এ +++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দীর্ঘ দিন পুরানো পোস্টে আগ্রহ করে মন্তব্য রেখে সত্যি অনুপ্রেরণা যোগায়ে গেলেন বোন। অনেক শুভেচ্ছা আপনাকে।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২২

খায়রুল আহসান বলেছেন: সময় থাকতা বোধোদয় হোক, সকলের মানুষের!
কবিতা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.