![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Written By : MRS KHAN ©
দেশে প্রতি বছর লাখ লাখ মানুষ কর্মস্থলে যোগ দিচ্ছে। সেই অনুপাতে দেশে শিল্প কলকারখানা গড়ে উঠেনি বা উঠছে না।দেশের চাকুরী বাজার তথা আত্মকর্মসংস্থানের এতই খারাপ অবস্থা জব বল্লেই আগ পিছ কিছু চিন্তা না করে দৌড় দিই।
চাকুরী দেয়ার নাম দিয়ে বিভিন্ন কুচক্রী মহল ভুয়া কোম্পানী খুলে বসেছে।
নামে বেনামে বিভিন্ন গার্মেন্টস, ইন্ডাষ্টি, বায়িং হাউজ ইত্যাদির নামে বিভিন্ন প্রত্রিকায় এবং অনলাইনে চাকুরীর বিজ্ঞপ্তি দিয়ে তরুন ও চাকুরী প্রত্যাশীদেরকে সাথে প্রতারনা করে আসছে।
আমার পরিচিত অনেকেই আমাকে এই বিষয়ে জানিয়েছে তাই এই প্রতারনার হাত থেকে সাবধান হওয়ার জন্য আমি এই বিষয়টি লিখছি।
#প্রতারনার_প্রথম_ধাপ:
প্রতারকচক্ররা বিভিন্ন মাধ্যমে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল আ্ইডি সংগ্রহ করে। আপনার তথ্য সংগ্রহের সহজ মাধ্যম হল আপনার ফেইসবুক। আপনি চাকুরীর জন্য হন্ন হয়ে চাকুরী খুজে বেড়াচ্ছেন। যেখানেই জব ভেকেন্সী পাচ্ছেন সেখানেই আবেদন করছেন। কোন কোন কোম্পানীতে কোন পোষ্টে করছেন তাও আপনি মনে রাখছেন না। ঠিক এই সময় আপনার মোবাইলে একটি এসএমএস আসছে
যেমন
Mr. Sobhan,
we saw your CV. You are selected for the post of Asst. Manager for production. Your Appointment Letter is ready. You can take joining letter within …………..date. for more their address and mobile number.
এই ধরনের এসএমএস পেয়ে কে না খুশি হবে না। আপনিও এর ব্যতিক্রম নন। তাদের নম্বরে কল দিতে গেলে কল না গিয়ে কেটে যাবে। কিছুক্ষন পর আপনার মোবাইলে কল আসবে। আপনাকে তাদের ভুয়া কোম্পানী সর্ম্পকে অনেক ভূয়া তথ্য দিবে। আপনি সব কিছু শুনো আনন্দে ভাসবেন। এই বুঝি ত্রিশহাজার টাকার চাকুরী পেয়ে গেলাম। খুশির কিছু নেই সামনে আপনার জন্য আসছে বিপদ!!!
#প্রতারনার_দ্বিতীয়_ধাপঃ
যেহেতু এই চক্রটি খুবই চালাক ও এই বিষয়ে পারদর্শী ওরা খুব কৌশলে আপনাকে বাগিয়ে নিতে চেষ্টা করবে। আপনি যদি চট্টগ্রামের হন তাহলে আপনাকে তাদের হেড অফিস বলবে ঢাকায় এবং তাদের ফ্যাক্টরি বললে চট্টগ্রামে। যদি আপনার ঠিকানা হয় ঢাকায় তাহলে তাদের ফ্যাক্টরী বললে নারায়নগঞ্জ ইত্যাদি।
যাই হোক আপনার জয়েনিং লেটার রেড়ী তবে আপনাকে তা আনতে হবে ঢাকা বা হেড অফিস থেকে, এমনই বললে আপনাকে। আর আপনার হাতে সময় আছে মাত্র ২ দিন। ঢাকায় গিয়ে তা আনা আপনার পক্ষে এত অল্প সময়ে আনা সম্ভব না। কি করা যায়? আপনি উদ্ভীগ্ন হয়ে তাদেরকে আবার কল দিবেন । কারন জব টা আপনার চায়ই চাই।
আপনি তাদেরকে কল দিলে তারা আপনাকে বলবে, আমরা আপনার জয়েনিং লেটার কুরিয়ার করে পাঠিয়ে দিবে তবে এর জন্য আপনাকে কুরিয়ার চার্জ বাবদ ৫৫০ টাকা পাঠাতে হবে বিকাশ করে। তারা আপনাকে বিশ্বাস করানোর জন্য আপনার ইমেইলে একটি এপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিবে। আপনি তা দেখে রাজি হয়ে গেলেন। দ্রুত টাকা বিকাশ করে পাঠিয়ে দিয়েছেন।
#প্রতারনার_তৃতীয়_ধাপঃ
টাকাতো পাঠিয়ে দিয়েছেন আর ওরাও এপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছে তবে কোন কুরিয়ারে তা আর জানা হবে না।
টাকা পাওয়ার পরের দিন তারা আপনাকে আবার বলবে জয়ের করার আগে ঢাকায় গিয়ে দুই বা তিন মাসের ট্রেনিং করতে হবে এবং এর জন্য আপনাকে ঢাকায় যেতে হবে। ট্রেনিয়ের জন্য ঢাকায় থাকা, খাওয়া বাবদ ৫০০০/= টাকা পাঠাতে হবে। আপনি টাকা পাঠিয়ে দিলেন চাকুরীর আশায় কিন্তু আপনার চাকুরীতো হবেই না বরং আপনার যা ছিল তাই নিয়ে গেল।
অনেক সময় দেখা যায় আপনি টাকা পাঠিয়েছেন এরপর ঢাকায় গেলেন ট্রেনিয়ের জন্য কিন্তু তাদের খুজে আর পাওয়া যাবে না। আপর পাওয়া গেলেতো আপনার যন্ত্রনা দুঃখ কষ্ঠ বেরেই যাবে। যা আমরা বিভিন্ন টিভিতে খবর হিসেবে দেখতে পাই।
তাই সবার প্রতি অনুরোধ থাকল এই ধরনের প্রতারনা হাত থেকে সাবধানে থাকবেন। কোন জবের খবর পেলে তাড়াহুড়া না করে আগে কোম্পানী সর্ম্পকে খোজ খবর নেন। পরিচিত কেউ থাকলে খোজ খবর নেন। সব কিছু ভালভাবে জেনে শুনে সামনের দিকে আগান।
#সবাই_ভাল_থাকবেন, সচেতন থাকবেন আর নিজের উপর বিশ্বাস রাখবেন।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন
©somewhere in net ltd.