![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট দেশটায় যে হারে জনসংখ্যা বাড়ছে! আমার মতে, দেশের সবকিছু এখন দুই শিফটে চালু করা উচিত। নাইট শিফ্ট, ডে শিফ্ট। ব্যাংক, স্কুল-কলেজ, অফিস-আদালত, ভাতের হোটেল, পার্ক, সংসদ, সচিবালয় সবকিছু। যারা দিনে ঘুমাতে পছন্দ করে তারা রাতে কাজ করবে, আর বাকিরা দিনে কাজ করবে। দুই শিফটে দেশ চলবে। দুই শিফটে প্রধানমন্ত্রীও হবেন দুই জন। কে কোন শিফটে হবে? বলছি, যেহেতু খালেদা জিয়া রাতে অফিস করেন, তাই উনি হবেন নাইট শিফ্ট প্রাইম মিনিস্টার। আর শেখ হাসিনা হবেন ডে টাইম।
এডজাস্টমেন্টের জন্য বন্ধুত্ব, প্রেমপিরীতি, বিয়েসাদির শুরুতেই একজন আরেকজনকে প্রশ্ন করে নিবে, "কোন শিফ্ট?"
চিন্তা করেন, এক সিদ্ধান্তেই দেশের মোট কর্মসংস্থান দ্বিগুণ হয়ে যাবে! ট্রাফিক জ্যাম বলতে কোনও বিষয়ই থাকবে না।
গুলিস্তানে ভিক্ষুকরা দুই শিফটে ভিক্ষা করবে। দিনে ছাত্রলীগ মিছিল করবে, রাতে ছাত্রদল। ছিনতাইকারীদেরও দুইটা গ্রুপ থাকবে। বেশি এক্সপার্টরা দিনে ছিনতাই করবে, ভীতুরা করবে রাতের অন্ধকারে।
©somewhere in net ltd.