নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "সাধুর সন্ধানে"

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

"সাধুর সন্ধানে"
____ এম, আর, তালুকদার


প্রদীপের ন্যায় জ্বলছি আমি
তাড়াতে ঘন আঁধার,
তবুও ফাঁদে আটকে যাচ্ছি
শিয়াল পন্ডিতের ধাঁধাঁর।

সবাই কেন মুখোশ পরে
শিয়াল মামা সাজে!
কথায় কাজে অমিল দেখে
মরি আমি লাজে।

সাধু বেসে মামা যখন
ঐশী বাণী কয়
মিষ্ট বাক্য শুনেও কেন
মনে লাগে ভয়!?

সাধু মামার কথা শুনে
নিন্দুকে বলে জনে জনে
চোর ডাকাতের জননী
উঁচু গলায় কথা বলে।

সকল সাধুই মাংসাশী
আমি মাংস পোড়ার কয়লা
সবাই থাকে পরিপাটি
আমি হইলাম ময়লা।

নিন্দুকের কথা শুনে
খুঁজি আসল সাধু
কোথায় গেলে পাব খুঁজে
সন্ধান দাও হে দাদু!

তপ্ত রৌদ্রে ক্লান্ত পথে
একলা খুঁজি আমি
আমার চেয়ে পথের ধুলি
অনেক যেন দামী!

ঘুরে ফিরে পথের বাঁকে
একলা বসে রই
ভেবে কোন কূল নাহি পাই
যাব আমি কই?

সাধুর সন্ধানে সন্ন্যাসী হলাম
সাধু সন্ধান নাহি পেলাম
নিজে কেন সাধু নহে!
বিবেক কি তাহা কহে?







#কাব্য #লেখা সমাপ্তি তারিখ, সময় ও স্থানঃ
১১ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ২৫ মার্চ ২০১৭
খ্রিষ্টাব্দ, দুপুর ৩:৩৫ মিনিট, মোংলা ট্রেডিং, মংলা সমুদ্র
বন্দর, খুলনা)।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮

ময়না বঙ্গাল বলেছেন: সাধু বেসে মামা যখন
ঐশী বাণী কয়
মিষ্ট বাক্য শুনেও কেন
মনে লাগে ভয়!?
দারুন একটা ডেলিভারী

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৪

এম আর তালুকদার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। কাব্যের চরণ চিহ্নিত করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সাধু মামার সন্ধান পেয়েছেন সেটাই বা কম কিসে???

কবিতা সাধু সাধু!!!

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ যথাযথ বার্তাটি সনাক্ত করে মন্তব্য করার জন্য। কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।

প্রথম পাতায় মনে হয় আজকে প্রথম দেখলাম।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আজ দুপুরে সেফ হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.