নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, “বিষাদে সুখানুভুতি”

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১



“বিষাদে সুখানুভুতি”
___ এম, আর, তালুকদার


সুখের ভাগের দাবি না করে
দুঃখে ভাগ বসাতে ভাল লাগে,
উপকার করে আঘাত পেলে
দুঃখ লাগেনা, প্রাপ্তি মনে হয়।

অন্ধকার ও একাকিত্বে
একটা জলন্ত চুরুটকে
খুব কাছের মনে হয়।

ধু ধু প্রান্তরে একলা,
বন্ধুহীন বন্ধুর পথে চলা
ক্ষুধার্ত হয়ে ক্ষুধার্তের অনুভুতি
খুব উদ্বিগ্ন করে তোলে
জগতের ঐ মানুষগুলোকে নিয়ে।

যাযাবরের মত ঘুরতে
অকারনে দোষের ভাগী হয়ে
বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে
অসহ্য যন্ত্রনা হয়।

বিবেকের তাড়নায় নিজেকে পোড়াতে
নিক্তির কাটায় ক্ষত-বিক্ষত হয়ে
কষ্ট পেলেও ভাল লাগে।

নীল রং আপন হয়েছে,
গোলাপের লাল রং
খুব বিরক্ত লাগে।

দেহে গভীর ক্ষত হলেও
অঝোড়ে রক্ত গড়িয়ে পরেনা-
অনেক আগেই জমে গেছে
ক্ষত স্থানটি শুধু নীল হয়।

সবাই বিশৃঙ্খল জীবনটাই দেখে,
ঠোটের কোনে দুষ্ট হাসি দেখে,
কেউ আমার দ্বীর্ঘ শ্বাসের
ঘনত্ব অনুভব করেনা।

বুকের ভিতর ব্যাথার বালুচরে
ঘুরতে আসেনা কেউ,
রঙ্গ মঞ্চে উপবিষ্ট সবাই
দক্ষ অভিনেতা, নিখুত সংলাপ।

সব কিছুই মেকিতে পরিপূর্ন,
চারপাশ ক্রমেই ঝাপসা দেখছি,
তবুও বলবো ভাল আছি।










#কাব্য #লেখা সমাপ্তি তারিখ, সময় ও স্থানঃ ১৬ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ৩০ মার্চ ২০১৭ খ্রিষ্টাব্দ, রাত ১২:৪২ মিনিট, কক্ষ নং-০২(হোটেল বন্দর আবাসিক, মংলা সমুদ্র বন্দর, খুলনা)।


২৮ জুলাই ২০১৭ দুপুর ৩:৪৪ মি. শিরোনাম দিলাম। প্রায় ৪ মাস ধরে শিরোনাম খুঁজে এটাই পেলাম।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: সব কিছুই মেকিতে পরিপূর্ন,
চারপাশ ক্রমেই ঝাপসা দেখছি,
তবুও বলবো ভাল আছি।

কবিতার শেষের এই লাইন কতি যেন বাস্তবতার ছোঁয়া লেগে আছে ।ভালো লাগল।

১৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৭

এম আর তালুকদার বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ, আমি বাস্তবতার নিরিখে লেখার চেষ্টা করি।

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, ধন্যবাদ

১৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৯

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ নিজের অজান্তে বা অনিচ্ছাতে বা ইচ্ছাতে ভাল থাকার অভিনয় করে।

কবিতা ভাল লাগল।

১৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৩

এম আর তালুকদার বলেছেন: জীবনটাই একটা অভিনয়মঞ্চ প্রত্যেকেই দক্ষ অভিনেতা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.