নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

হাজার কারণ থাকবে দায়িত্ব এড়াবার, তাঁরাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয় যাঁরা অন্যের বিপদে কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন।

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭



যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।

একটির নাম ছিল "স্যাম্পসন"।

মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন। দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর। আমরা যাঁরা শুধু নিজেদের কথাই ভাবি। অন্যের জীবন কি এল কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই আমাদের। তাঁরাই ছিলেন ঐ জাহাজটিতে।

দ্বিতীয় জাহাজটির নাম "ক্যালিফোর্নিয়ান"।

মাত্র চোদ্দ মাইল দুরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকুল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রিউএরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর, যে ঠিক সেই মুহুর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকুল হলে ঝাঁপিয়ে পড়বো।

শেষ জাহাজটির নাম ছিল "কারপাথিয়ান্স"।

এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টোদিকে। ছিল প্রায় আটান্ন মাইল দুরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার। জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান।

মনে রাখা ভাল হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তাঁরাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যাঁরা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন । ইতিহাস হয়তো মনে রাখবেনা তাঁদের কিন্ত মানুষের মুখে মুখে গাওয়া "লোকগাথা"য় বন্দিত হবেন তাঁরাই যুগে যুগে।"





(বিঃদ্রঃ সংগ্রহীত।)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দ্বয়িত্ববানরা দ্বায়িত্ব এড়ানোর অযুহাত খোঁজেনা

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

এম আর তালুকদার বলেছেন: প্রত্যেকেরই কিছু না কিছু দ্বায়িত্ব থাকে, সকলের উচিৎ যথাযথ ভাবে দ্বায়িত্ব পালন করা।

২| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

ফয়সাল আহমেদ সিয়াম বলেছেন: এই পোষ্টটা আগেও কোথায় যেন পড়েছিলাম.। B-)

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

এম আর তালুকদার বলেছেন: জ্বী পড়ে থাকবেন কারন আমার ছদ্দ নামে বিডিটুডে ব্লগে নিক ছিল সেখানে তিন বছর আগে এই লেখাটি পোষ্ট করেছিলাম। এই নিকে সেফ হওয়ার আগে এই পোষ্টটি ছিল, সকলের পড়ার জন্য আজ আবার পোষ্ট করলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫

আখেনাটেন বলেছেন: মনে রাখা ভাল হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তাঁরাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যাঁরা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন । ইতিহাস হয়তো মনে রাখবেনা তাঁদের কিন্ত মানুষের মুখে মুখে গাওয়া "লোকগাথা"য় বন্দিত হবেন তাঁরাই যুগে যুগে।" ---- ভালো লিখেছেন।

আমরা এখন আরো বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি। নিজেকে নিয়েই সবার ব্যস্ততা।

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

এম আর তালুকদার বলেছেন: স্বার্থপরতা মানুষের একটা ঋপু। যারা এই ঋপু থেকে সামান্যতম দূরে থাকতে পারেন তারাই নিজের বাহিরে মানুষের জন্য কিছু করতে পারেন।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩

রাসেল উদ্দীন বলেছেন: মানুষ মূলত এই তিন শ্রেণীতে বিভক্ত!

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

এম আর তালুকদার বলেছেন: গিরগিটি সুইসাইড নোটে লিখে রেখে গেছে মানুষের মত রং বদলাতে পারিনি তাই বিদায় …
এবার বলুন মানুষ কত প্রকারে!!!

৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

ভুয়া মফিজ বলেছেন: গিরগিটি সুইসাইড নোটে লিখে রেখে গেছে মানুষের মত রং বদলাতে পারিনি তাই বিদায় … ]গিরগিটির জন্য দুঃখ লাগছে! মানুষ গিরগিটির রং বদলানোকে বড় করে দেখে, নিজের কথা ভূলে যায়! যারা অন্যদের বিপদে সাত-পাচ না ভেবেই ঝাপিয়ে পড়ে তাড়াই মহামানব, অন্যরা...........শুধুই মানব।

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

এম আর তালুকদার বলেছেন: যারা অন্যদের বিপদে সাত-পাচ না ভেবেই ঝাপিয়ে পড়ে তাড়াই মহামানব, অন্যরা...........শুধুই মানব।
আপনার মন্তব্যের সাথে সহমত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: গুড পোষ্ট।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৬

এম আর তালুকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

বিপরীত বাক বলেছেন: "হাজার কারণ থাকবে দায়িত্ব এড়াবার, তাঁরাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয় যাঁরা অন্যের বিপদে কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন।"

থাকেন তো বাংলাদেশে। অার হলেন বাঙাল।
উল্লিখিত কথাটি বাঙাল জাত ছাড়া অন্য অার সব জাতি/দেশের জন্য প্রযোজ্য।

বাঙালদের ক্ষেত্রে কথাটা হবে," তাদের পুটকি বাঘে মারে, যে শালারা অন্যের বিপদে কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে।"

অাপনি যে উদাহরণ টা দিয়েছেন সেটা বৃটিশদের। বৃটিশরা হল সর্বকালের শ্রেষ্ঠ কয়েকটা জাতির অন্যতম সেরা।বিশ্ব সভ্যতার জনক।
অার বাঙাল,,,,
পৃথিবীর নীচতম নিকৃষ্টতম অকৃতজ্ঞতম জাতি।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

এম আর তালুকদার বলেছেন: আমি গর্বিত আমি বাঙালি, আমি গর্বিত আমি বাংলাদেশী বাঙালি, আমরা বীরের জাত। আমরা বদলাতেও পারি বদলে দিতেও পারি। আমরাই শ্রেষ্ঠ জাতি। তবে আমরা ধোয়া তুলশী পাতাও নয় কিন্তু আপনার মন্তব্যের মত জঘন্যও নয়। আসুন নিজেদের দোষগুলো শুধরানোর চেষ্টা করি তাহলে আপনা থেকেই গুন গুলো বিকশিত হবে।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

তারেক ফাহিম বলেছেন: দায়িত্ব যখন নিজের স্বার্থে আঘাত হানে, সেখানে দায়িত্ব আর দায়িত্ব থাকে না, আবার তাদেরকে দায়িত্ববান মনে করা ঠিক না।

শত বাঁধার পরও দায়িত্ববানরা নিজের দায়িত্বে অটুট থাকে।

জাহাজ দুইটির উধাহরণ ভাালো লাগছে।

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

এম আর তালুকদার বলেছেন: শত বাঁধার পরও দায়িত্ববানরা নিজের দায়িত্বে অটুট থাকে।

ধন্যবাদ জানাই আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতাম তাহলে তো কথাই ছিল না। সমস্যা হলো, এই আমি আপনি যারা এসব নীতি কথা নিয়ে বড় হই, তারাই আবার যখন বি আর টি এ, কাস্টমস, তিতাস, ওয়াসা, পিডিবি, পুলিশে গিয়ে দুর্নীতি করি...

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪

এম আর তালুকদার বলেছেন: দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.