নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ধূর্ত চাকর
_____এম, আর, তালুকদার
বেতন দিয়ে চাকর পুষি
সেই চাকরই মারল ঘুষি,
টাকার গোলাম উঠে ফুঁসি
শরীর থেকে নেয় রক্ত চুষি।
নিজের ঘরে বন্দী করে
বললো কথা অন্য সুরে,
মহাশয় আছেন বিশ্রামেতে
পরে আসেন, পারেন যেতে।
ক'দিন বাদে আসলে ফিরে
বললো কথা নরম সুরে,
মহাশয় ধ্যানে আছেন
আপনারা সব পরে আসেন।
জল- অন্ন বন্ধ করে
সবার কাছে প্রচার করে,
মহাশয় ভালই আছেন
বদ্ধ ঘরে অন্ধকারে।
#কাব্য# লেখার তারিখ ও সময়ঃ ০৭ ফেব্রুয়ারি ২০১৫, রাত ১০:৩০ মিনিট।
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৪
এম আর তালুকদার বলেছেন: দূরাবস্থা ।
২| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫২
সৈয়দ তাজুল বলেছেন:
আহ! মহাশয়!
বিল্কুল এমনটা হওয়ার ছিল না, কী কুকর্মের প্রতিদান পেয়েছিলেন মহাশয়?
করুণা হচ্ছে উনার জন্য।
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৬
এম আর তালুকদার বলেছেন: আমার কাব্য লেখার তারিখের আগে পরের পত্রিকা পাঠে এর উত্তর পাবেন ।
৩| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৪
সৈয়দ তাজুল বলেছেন:
আপনার ছড়া সুন্দর হয়েছে। ছড়ায় ছন্দের নৃত্য আলাদাভাবে ফুটে উঠেছে।
ভাল লেগেছে খুব।
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭
এম আর তালুকদার বলেছেন: এটা কোন কাল্পনিক ছড়া নয়। যে তারিখে লিখেছিলাম সেই তারিখের আগে পরের পত্রিকা পাঠে এর উত্তর পাবেন ।
৪| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: মহাশয়! ভালোই আছেন।মুগ্ধতা রেখে গেলাম।
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৮
এম আর তালুকদার বলেছেন: এটা ধূর্ত চাকরের কথা মহাশয়ের নয় । মহাশয় এখনো ভাল নেই।
৫| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৬
তারেক_মাহমুদ বলেছেন: জল- অন্ন বন্ধ করে
সবার কাছে প্রচার করে,
মহাশয় ভালই আছেন
বদ্ধ ঘরে অন্ধকারে।
হায় হায় এখন কি হবে?
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৯
এম আর তালুকদার বলেছেন: কিছু করারও নেই, শুধু সইতে হবে।
৬| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২২
অনুতপ্ত হৃদয় বলেছেন: মহাশয়, দারুন বলেছেন!
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০
এম আর তালুকদার বলেছেন: কাব্যে বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
৭| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মহাশয়ের অবস্হা দেখছি করুণ।
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০
এম আর তালুকদার বলেছেন: শুধুই কি করুন ! তার থেকেও বেশিকিছু।
৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভৃত্য মহাশয়ের ওপর হঠাৎ ক্ষেপলো কেন? বেতন কম দেয় নাকি?
৩১ শে মার্চ, ২০১৮ রাত ২:৩৫
এম আর তালুকদার বলেছেন: ভৃত্যকে অশুর হাত করেছে তাই। রুপক ভাবে লিখলেও যে তারিখে লিখেছিলাম সেই তারিখের আগে পরের পত্রিকা পাঠে এর উত্তর পাবেন ।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৩:০৮
হাফিজ বিন শামসী বলেছেন:
সর্বশেষ অবস্থা কী মহাশয়ের?