![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু দেখে থমকে যাই... পরে চিত্কার করে উঠলে ওরা আমার মুখ বন্ধ করে দেয়...
[আমার এক প্রিয়জনের একটা কবিতা শেয়ার করলাম ভালো লাগবে আশা করি
এইখানে ফিরে এসো, মাথা রাখো,
এ তোমার প্রাণের শীতল পাটি -
এ সবুজের সৌরভ আমাকে সিক্ত করে
এই কথা মিছে নয়, পুরোপুরি খাঁটি।
জলজ উদ্ভিদগুলো ঢেউয়ের ঝাঁপটা খায় অবিরত
তবু শিকড় গেঁথে আছে -
উদাসীন হলেও বিস্মৃত হয়না পিতামহের নাম।
নদীর দুপাশে বৃক্ষরাজি বাতাসে খায় দোল,
সহজ হাওয়ায় এ যেন নিঃশব্দে ভোরের কল্লোল।
নিশ্চুপ বয়ে চলা তার, হৃদয়ে গভীর জলধি -
দুপাশে সবুজের উপচানো যৌবন,
মাঝখানে বহমান নদী।
যদি হৃদয়ে তোমার রুক্ষতা বাঁধে বাসা,
যদি নদীর মতো স্বাভাবিক উপচিয়ে পড়ে নাকো ভাষা,
যদি তোমার প্রাণের ভিতর দাউদাউ করে দাহ,
যদি গতিহীন মনে হয় স্বাভাবিক জীবন প্রবাহ,
তবে প্রতীক্ষায় অধীর তোমার সবুজ স্বজন, এই জেনে নিও,
তবে এইখানে ফিরে এসো প্রিয়,
তবে - এইখানে ফিরে এসো প্রিয়।
-- আল-মামুন
০৪.০৭.২০১৭
২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!
৩| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৬
মাঝিবাড়ি বলেছেন: ভাল
৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩০
লেখা পাগলা বলেছেন: ভালো লাগল কবিতা।