![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নেতা যিনি নিজেকে পরিচয় দেন সমাজতান্ত্রিক-বিপ্লব প্রত্যাশী হিসেবে তিনিও একজন গায়িকা-নায়িকার শোকে শোকাহত। ' অকালে চলে গেলেন.... গভীর শোক। ' তাঁর এই মর্ম-বেদনায় পীড়িত হয়ে হাফ সহস্র মানুষ হাহাকার করে রব তোলে। এসব দেখে অন্ধ মানে কানাকে আর খোঁজার দরকার হয় না। এঁরা চোখে কালো চোশমা দিয়ে ঢাকার পথে পথে ঘুরলে আমাদের মুক্তি। নেতা সাবের সেটার চেয়ে অনেক জরুরী বিষয়ে হাহাকার করার ছিল কিন্তু তিনি সেদিকে দেখেন না।
যে তরুণ রাজপথে প্রতিবাদে যাবার কথা ছিল সে কখনো ধুতরা গাছ, কখনো কচু গাছ ছিঁড়ে হাত কচলায় ফেসবুকে। যেখানে গরু গেছে মরে সেখানে এই তরুণরা মরা গরুর গায়ের, লেজের লোম ছিঁড়ে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে পশু চিকিৎসা কেন্দ্রে।
২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬
ইব্রাহীম সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: শুভ ব্লগিং