![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নঃ- আচ্ছা, বিবাহ কাহাকে বলে
বলুন তো ?
উত্তরঃ- বিবাহ এমন একটি
অভিজ্ঞতা যাহার জন্য অনভিজ্ঞরা
ব্যাকুল থাকে আর
অভিজ্ঞরা অনুশোচনা করতে করতে
বাকি জীবন কাটিয়ে দেয় .
প্রশ্নঃ- আচ্ছা বিয়ের সময় মেয়েরা
লাল শাড়ি পরে কেন?
উত্তরঃ- আপনার অব্যশই জানা আছে
যে সবুজ
রং নিরাপদের প্রতিক'' সাদা রং
শান্তির
প্রতিক'' কালো রং শোকের প্রতিক''
আর লাল রং বিপদ সংকেতের প্রতিক
...তার
মানে লাল শাড়ির মাধ্যমে বোঝানো হয়
সাবধান থাকিস বিপদ আসছে,,
প্রশ্নঃ- তার মানে বিবাহের প্রথম ধাপ
হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত তাইতো ?.
উত্তরঃ- তা বলতে পারেন,,
প্রশ্নঃ- আচ্ছা,একজন মানুষ কখন
বিয়ে করে ?
উত্তরঃ- যখন তার বুদ্ধি শুদ্ধি লোপ
পায়.
প্রশ্নঃ-আচ্ছা arrange
marriage
আর love marriage এর মধ্যে
পার্থক্য
কি ?
উত্তরঃ- ছাদ থেকে লাফ দিয়ে
আত্মহত্যা আর গলায় দড়ি দিয়ে
আত্নহত্যার
মধ্যে যে পার্থক্য , ঠিক তাই .
প্রশ্নঃ- আচ্ছ অনেকে বলে প্রেম
করলে
মানুষবোকা হয়, আর বিয়ে করলে কি
হয় ?
উত্তরঃ- আফসোস হয়.
প্রশ্নঃ- অনেকে আরো বলে যে, বিয়ে
করলে মানুষ নাকি গাধা হয় .
তাতে বিশেষ ক্ষতি হয় না কারণ
মেয়েরা সেই গাধাকে চালায় কথাটা কি
সত্যি ?
উত্তরঃ- জনম সত্যি,,
প্রশ্নঃ- ইচ্ছে থাকলেও আমরা ছেলেরা
কি করতে পারি না ?
উত্তরঃ- দ্বিতীয় বিয়ে .
প্রশ্নঃ- মেয়েকে বিয়ে দিলে সে পরের
বাড়িতে যায় আর ছেলেকে বিয়ে দিলে
সে পরের অধীনে যায় কথাটা বিশ্বাস
করেন?
উত্তরঃ- করবো না মানে ..হাজার বার
বিশ্বাস
করি...
প্রশ্নঃ- বিয়ের পর বর হাসি-খুশি
থাকে,
কিন্তু বৌ কাঁদে কেন ?
উত্তরঃ- কারণ বিয়ের পর আজীবন
বরকে
কাঁদাবে এটার শফৎ নেয় এই কান্নার
মাধ্যমে,
আর বর হািস -খুশি থাকে কারন এটাই
তার শেষ হাসি, তাই শেষ হাসিটা একটু
ভালো ভাবেই হাসে আর কি, বুঝলেন??
প্রশ্নঃ- বিয়ের আগে দুজন দুজনকে
ভালবাসে, আর বিয়ের পর ......?
উত্তরঃ- দুজনে দুজনকে ভালবাসার
চেষ্টা করে.
প্রশ্নঃ- যখন ছেলেরা মেয়েদের
উত্যক্ত
করে তাকে ইভটিজিং বলে, আর
মেয়েরা যখন ছেলেদের উত্যক্ত করে
তখন
তাকে কি বলে ?
উত্তরঃ- তাকে সংসার বলে.
প্রশ্নঃ- কোন দুজন মানুষ বেশিরভাগ
সময় একমত হতে পারে না ?
উত্তরঃ- কে আবার স্বামী আর
স্ত্রী,,
প্রশ্নঃ- আচ্ছা অনেক সংস্থা বা
কোম্পানি
আছে যারা চাকুরীর ক্ষেত্রে শুধু
বিবাহিত
পুরুষদের প্রাধান্য দেয় কিন্তু কেন
বলতে
পারেন ?
উত্তরঃ-- কারণ শুধু বিবাহিত পুরুষরাই
গালাগাল শুনেও কাজ ছাড়ে না. বৌয়ের
গালাগালি শুনে কান পচে গেছে আগেই
বুঝলেন
প্রশ্নঃ-আচ্ছা শেষ প্রশ্ন তাহলে
সবশেষে
কি দাড়াল? বিয়ে দিল্লির একজাতীয়
লাড্ডু, যাহারা ইহার রস অস্বাধন
করিয়াছে তারা পস্তাইছেন,তাই তো?
উত্তরঃ- বিয়ে লাড্ডু কিনা যানিনা
তবে বিয়ে
একটা প্রানঘাতি ভাইরাস যেটা
আপনাকে
মরনের আগের সেকেন্ড পর্যন্ত
জ্বালাবে,,
'
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: খেলা হবে। খেলা হবে (উসমানের উক্তি)
ভালো হাসলাম। তবে এটা বাস্তব।। ছেলেরা নির্যাতিত হয়। তবে বিচার চাওয়ার মতো কোন আদালত নাই। নাই আঈন। বাংলাদেশে নাই। বিদেশে নাকি ছেলেদের কে টিজিং করলেও কেইস হয়। আমরা আবাল জনতা তাই বুঝিনা।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬
ইব্রাহীম সাজ্জাদ বলেছেন: নারীরা কোনদিন নির্যাতিত হয়না। নির্যাতিত হয় পুরুষ। কিন্তু দেশে পুরুষ নির্যাতনের কোন আইন নাই।।।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগেনি।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
হাহাহাহা
খারাপ লাগেনি । তবে আর একটু গুছানো হলে ভাল হতো । কেমন যেন খাপ ছাড়া ।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০
মাহমুদুর রহমান বলেছেন: এর জন্য দায়ী আমরা নিজেরাই।একে অন্যকে বোঝার ক্ষমতা আমাদের নেই তাই এতো প্রশ্ন।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
আরমান শুভ বলেছেন: কালো মেয়েরা এক একটা অভিশাপ পুরুষের চোখে পরিবারের চোখেও।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: লাল শাড়ীর ব্যাপারটা খুবই মজা লাগলো পড়ে ৷
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭
ইব্রাহীম সাজ্জাদ বলেছেন: এখন থেকে লাল শাড়ি বেশি করে পরা শুরু করেন
৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০
নীল আকাশ বলেছেন: আমার ঠিক এই বিষয়ে একটা পোষ্ট আগেই দিয়েছিলাম। পড়ে আসতে পারেন এখান থেকে Click This Link
৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৪
কাওসার চৌধুরী বলেছেন:
এই লেখাটির গবেষককে শত কোটি শুভেচ্ছা। বেচারা নিশ্চয়ই নিজের রুমান্টিক অভিজ্ঞতা থেকে লিখেছেন। আমাদের জন্য এমন সাক্ষাৎকার পড়া বড়ই উপকারী। ব্যচেলর বলে কথা!!
১০| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১
অলিউর রহমান খান বলেছেন: হাসতে হাসতে জীবন শেষ।
খুব ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০
ওমেরা বলেছেন: তাও বিয়ে করবেই তাই এসব বলে লাভ নেই।