![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশ থেকে কিছু ডকুমেন্ট কানাডাতে পাঠিয়েছি গত ৫ সেপ্টেম্বরে, ৬ তারিখে ওয়েব পেজে আপডেট দেখালো যে Dispatched to Canada, তারপর থেকে কোনো আপডেট নাই। canadapost.ca তে আপডেট হলো We found:Service: International Inbound Courier কিন্তু এখনো Accepted হয় নাই। Track History তে লিখা International item has left originating country and is en route to Canada, সেই ৬ই সেপ্টেম্বর থেকে। আমার চিঠিটি কি হারিয়ে গিয়েছে? কিভাবে বুঝব কোথায় আছে? সবার সাহায্য প্রত্যাশী।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
লবকুশ বলেছেন: customer service নাই, না থাকলেও জানি না। আপনার জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
কেএসরথি বলেছেন: কানাডাপোস্ট এর সার্ভিস শামুকের চেয়েও ধীর গতির। চিঠি যাবে ঠিকই - কিন্তু ধীরে।
যেহেতু এটা ইন্টারন্যাশনাল পোস্ট, কানাডিয়ানরা একটু ঢং করে এই আর কি (যতবার আমেরিকা থেকে কিছু গেছে, কানাডিয়ানরা এমন বাভ করসে, যেন চিঠি নয়, সোনা পাঠাচ্ছি, অথচ একই বক্স যখন কানাডা থেকে আমেরিকায় যায় - তখন দৌড়ের উপর)।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
লবকুশ বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমারটা তো এখনো কানাডাতেই যায় নাই। তাহলে আমার কতদিন লাগবে?
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
কেএসরথি বলেছেন: আমার ক্ষেত্রে যা হয়েছে কয়েকবার - কোন খোজ খবর নাই, তারপর হঠাৎ করে একদিনে সব ইনফরমেশন দেখাইলো (দেখে মনে হয়, কোন কারনে কাস্টমস ক্লিয়ারেন্সে আটকায় থাকে, তারপর হুট করে সব ক্লিয়ার হলেই ২দিনে মাঝে প্যাকেট রিসিভারের কাছে)।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
লবকুশ বলেছেন: ধন্যবাদ, দেখি কি হয়।
৬| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:২০
এহসান সাবির বলেছেন: জানতে পারছেন?
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
ডকুমেন্ট কি পৌঁচেছে?
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯
মিজানুররহমানসুমন বলেছেন: call customer service.