![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসে গেলো কোরআনের সব আয়াতের নেতা ,শয়তান জীনদের যম 'আয়াতুল কুরসি'। আরবি থেকে বাংলা শব্দে শব্দে । দয়া করে বেশি বেশি শেয়ার করে, সবাইকে শিখার সুযোগ করে দিন, এবং নেক আমলে সাহায্য করুন, আর আল্লাহ তায়ালার ওয়াদা, ''যে দ্বীনকে সাহায্য করবে,আমি তাকে সাহায্য করবো ''
আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামিক বিশ্বে এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয়। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে।
“যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না। (সহীহ আল্ জামে :৬৪৬৪)
হজরত আলী (রা.) বলেন,আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি,যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর
আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায়হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন।
(সুনানে বাইহাকী )
আবু জর জুনদুব ইবনে জানাদাহ (রা.) নবী (সা.) জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল (সা.)! আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল (সা.) বলেছিলেন, আয়াতুল কুরসী। (নাসায়ি) উবাই বিন কাব থেকে বর্ণিত:নবী (সা.) উবাই বিন কা‘বকে জিজ্ঞাসা করেছিলেন: “ তোমার কাছে কুরআন মজীদের কোন আয়াতটি সর্ব মহান? তিনি বলেছিলেন: (আল্লাহু লা ইলাহা ইল্লা হুআল্ হাইয়্যূল কাইয়্যূম) তারপর রাসূলুল্লাহ্ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেন: আবুল মুনযির! এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ”।সহীহ মুসলিম ১৭৫৫)
হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত :রাসুল (সা.) বলেছেন:সুরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে ঘরে আয়াতুল কুরসী পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। (মুসতাদরাকে হাকিম:২১০৩)
০৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:১৬
আল্লাহ আমাদের দেখছেন বলেছেন: আসসালামু আলাইকুম,ভাইজান, আপনি আপনার মেইল আইডি আমাকে দিন, আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিবো
২| ০৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩০
প্লাবন২০০৩ বলেছেন: আসসালামু আলাইকুম,ভাইজান, আমার ই-মেইল আই ডিঃ [email protected];
শেষে অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪
আল্লাহ আমাদের দেখছেন বলেছেন: অইলাইকুম আসসালাম, plz check ur inbox
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮
প্লাবন২০০৩ বলেছেন: ভাই, খুব খারাপ লাগল এত ভালো একটা পোষ্ট এত দেরীতে দেখার জন্য।
আমি চার্টটি পৃন্ট করিয়ে রাখতে চাই, কিভাবে সম্ভব?
আর সাথে লাইক + প্লাস + প্রিয়তে
ধন্যবাদ ভাই, আল্লাহ্ আপনার ওপর রহম করুক যাতে এরকম পোষ্ট আরও পাই।
আল্লাহ্ হাফেজ।