![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ তায়ালা মানুষকে কি অসাধারন শক্তি দিয়ে তৈরি করেছেন,
"তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নেয়ামত সমুহ পূর্ণ করে রেখেছেন"(সুরা লোকমানঃ২০)
দশরথ মাআঝি নামের এক লোক 310 ফুট উচা পাহাড়কে কাইটা ৩৬০ ফুট লম্বা ও ৩০ ফুট চওরা রাস্তা বানায়া ফেলছে,৭০ কিলোমিটার রাস্তা তাও ঘুইরা যাইতে হতো ,সেটা হয়ে গেলো মাত্র ৩৬০ ফুট,
পুরা ঘটনা টা এমন,
মাআঝি এর বউ পাহাড় থেকে পড়ে যায়,শহরের হসপিটাল ,ওইখান হতে ৭০ কিমি দূরে ছিল,তার বিবি মারাই যায়।
মাআঝি ঠিক করে "মে তর দুঙ্গা,ইস পাহাড়কো"
ব্যাস, সে তার গাধা বিক্রি করে হাতুড়ি,ছেনি ইত্যাদি কিনে নেয়,
২২ বছর লেগেছে তার এই রাস্তা বানাতে,
"অবশ্যই দুঃখের সাথে সুখ আছে"-(সুরা ইনসিরাহঃ৬)
তার এলাকা থেকে হসপিতালে যেতে ৭০ কিমি এর বদলে এখন রাস্তা ১ কিমি হয়ে গেলো
ভালো ভাবে রাস্তা করার জন্য সে ভাবল,ভারতের প্রধান মন্ত্রির সাথে সে দেখা করবে, কিন্ত উনার কাছে রেল এর টিকিট কাটার মতন পয়সাও ছিলনা,সে এক হাজার কিমি দূরে হেটে যাবার সিন্ধান্ত নেয়।
এই মানুষটা ২০০৭ এ মারা যায়।
"যখন তাদের শেষ সময় ঘনিয়ে আসবে,তখন তারা না পারবে,এটাকে এক মুহূর্ত পিছাতে আর না পারবে এক মুহূর্ত আগাতে।" (সুরা আরাফঃ৩৪)
তাই, অলসতায় নিজের দামি সময় নষ্ট করে দিবেননা,
(স্বাস্থ্যবান,যুবক ও সম্পদশালি হওয়ার কারনে) হাল্কা হলেও এবং (অসুস্থ, বৃদ্ধ এবং দরিদ্র হবার কারনে )ভারি হলেও তোমরা বেরিয়ে পড়।(তওবাঃ৪১)
আর আল্লাহর কাছে দোয়া করুন,যেইভাবে নবীজি সল্লাহু আলাইহি অয়াসাল্লাম শিখিয়েছেন,
"হে আল্লাহ, আমি আপনার থেকে দুশ্চিন্তা,দুঃখ-বেদনা, অক্ষমতা,অলসতা,কৃপণতা,ভীরুতা-কাপুরুষতা, ঋণগ্রস্ত হওয়া ও মানুষের নিকট পরাজিত হওঁয়া থেকে পানাহ চাই"
©somewhere in net ltd.