নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ নুরুল হুদা দানিয়াল, পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার,আমি একজন তলেবে এলেম(কোরআন ও হাদিসের ছাত্র) ।

আল্লাহ আমাদের দেখছেন

আল্লাহ আমাদের দেখছেন › বিস্তারিত পোস্টঃ

প্রথমেই সার্টিফিকেট চেক করার সময় বলল, আপনি কোথা এসএসসি,এইচএসসি পাশ করেছেন? আমি বললাম মাদ্রাসা থেকে ...

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

টেলিটক ভাইভা ঃ-
প্রথমেই সার্টিফিকেট চেক করার সময় বলল, আপনি কোথা এসএসসি,এইচএসসি পাশ করেছেন?
আমি বললাম মাদ্রাসা থেকে ...
তখন কিছুটা অবাক হয়ে বলল, মাদ্রাসা থেকে রুয়েট এ ভর্তি
হওয়া যায় নাকি ?
-জী
ওরা(রুয়েট) ভর্তি পরীক্ষা নেয়ার আগেই এগুলো ফীলটার করে বাদ দেইনা ?
জী না । আমরা সাধারন শিক্ষার মতই বিজ্ঞানের বিষয় গুলো পড়ি ।
এরপর মার্কশিট দেখে আরও বিদ্রুপ করে বলল, আপনি তো দেখি এসএসসিতে হায়ার ম্যাথও পরেছেন !!!
এরপর আরেকজন বলল, আপনি মাদ্রাসায় পড়ালেখা করসেন কেন ?
আমি বললাম............
এরপর একটানা স্যাটেলাইট আর রাডার সিস্টেম থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে গেল .........
আমি শত ভাগ প্রশ্নের উত্তর দিতে পারিনি তবে যেসব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি সেগুলো শুনে মনে হল উনারা অনেক হতাশ ( কারণ আমি মাদ্রসার ছাত্র আমার ওগুলো পারা উচিৎ হয়নি)
আর সব শেষে একজন বললেন, আপনি তো অনেক বিষয় পড়েছেন, আপনি এতদিনে সুপার ব্রিলিয়ান্ট হয়ে যাবার কথা ! (বলেই হাসতে লাগল )
..........................................।
মোটকথা ভাইভায় উনারা আমাকে কোন ভাবেই ইতিবাচক ভাবে নিতে পারেননি । মাদ্রাসার ছাত্ররা মসজিদ মাদ্রসায় থাকলে হয় ব্যাকডেটেড,খ্যাত আবার বিজ্ঞান শিক্ষা নিলে কোন দৃষ্টিকোন থেকে দেখা হয় তা তো দেখা হয়ে গেল ।
কথা গুলো আমি আমার খুব কাছের মানুষ ছাড়া অন্যদের জানাতে চায়নি কিন্তু এখানে যেহেতু নিজের যোগ্যতা জড়িত সো বলেই ফেললাম
যে ভাই এর সাথে এই কাণ্ড হয়েছে, উনার নামঃAbdullah Al Mamun,উনি এটি পোস্ট করেছেন, EEE Job Preparation (ফেসবুক পেজ) এ

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

অদ্ভুত স্বপ্ন বলেছেন: শিরোনাম ঠিক করে দেন।

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:

আমাদের ইন্টারভিউ যারা নেন, তারা ইন্টারভিউ নেয়ার জন্য ট্রেইনড নন; ফলে, অনেক কিছু ঘটে; ঘাবড়াবার কিছু নেই।

৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

এস.বি.আলী বলেছেন: বাইরের দেশ হলে যে ব্যাটা ইন্টারভিউ নিসে তার বারোটা বেজে যেত। ইন্টারভিউ তে কাউকে অপমান করার অধিকার দেয়া হয় নাই।

৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:১০

ধমনী বলেছেন: বাস্তব!এখনো মাদ্রাসা শিক্ষিতদের প্রতি আমাদের মনোভাব পাল্টেনি।

৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৩

অর্বাচীন পথিক বলেছেন: এত স্বল্প বিদ্যা নিয়ে কেউ ইন্টারভিউ নিতে বসে না কি ?!! নিজেই যদি কিছু না জানে প্রশ্ন করবে কি ?

অজব !!!

৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৮

নতুন বলেছেন: আমাদের ইন্টারভিউ যারা নেন, তারা ইন্টারভিউ নেয়ার জন্য ট্রেইনড নন; ফলে, অনেক কিছু ঘটে; ঘাবড়াবার কিছু নেই।

৭| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩

প্রামানিক বলেছেন: মাদ্রাসায় পড়ে একজন বায়ো কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তিন বছরের মধ্যে সর্বচ্চ নাম্বার তুলেছেন। তিনি এখন সাইন্টিফিক অফিসার, ওই অফিসেও তিনি মেধায় সবার চেয়ে ভাল। কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসায় লেখাপড়া করার জন্য তার কাংখিত পোষ্টটি পাননি। বাংলাদেশে মেধার চেয়ে কোন প্রতিষ্ঠানে কে পড়েছে সেইটার মূল্যায়ন করে বেশি। যে কারণে মেধাগুলো সুযোগ পেলেই বিদেশে চলে যায়। বাংলাদেশ অযোগ্যদের নিয়ে দেশ চালায়।

৮| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯

রামন বলেছেন:
মাঝে মধ্যে গোবরেও গেন্দা ফুল ফোটে, সেজন্য গোবরকে পূর্নিমার চাঁদ ভাবার কোন কারণ নেই৷

৯| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

সাব্বির ০০৭ বলেছেন: রামন, পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর হলেও ওতে গাঁদা (আপনার ভাষায় গেন্দা) তো দূর, ধুতরা ফুলও ফোটে না, মৃত্যু ছাড়া ওতে আর কিছুই নেই!

১০| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪০

বাঙ্গালী মামুন বলেছেন: ভয়ের কিছু নেই। বাংলাদেশের বর্তমান অবস্থা এরকমই। তবুও যোগ্যতা ও মেধা আপনাকে আপনার নিজস্ব স্থানে নিয়ে যাবে। যাবেই। আর মনে হলো প্রশ্নকারী আর 'রামন' এর মানসিকতা এক। ধন্যবাদ।

১১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২০

নৈশ শিকারী বলেছেন: মাদ্রাসার শিক্ষা মানুষকে সঠিক শিক্ষা দেয়না এটা ভুল ধারনা।

১২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

রাজীব বলেছেন: আমার ২ জন মাদ্রাসায় পড়া বন্ধু এখন প্রকৌশলী হিসেবে খুব বড় জায়গায় বড় পোস্টে সাফল্যের সাথে কাজ করছে।
মাদ্রাসা মানেই খারাপ ভাবা আর ব্লগার মানেই নাস্তিক ভাবা সমান।

১৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:
আমি কয়েকজনকেই চিনি যারা মাদ্রাসা থেকে পড়ে বেশ ভালো করেছে পরবর্তীতে ।

এটা নির্ভর করে যেই মাদ্রাসা থেকে পড়াশুনা করেছে তার শিক্ষাব্যবস্থা কেমন...
যেমন যেকোন বাংলা মিডিয়াম স্কুল থেকে পাশ করলেই যে কেউকেটা হয়ে যাবে তেমন নয়, শুধুমাত্র যোগ্যতমেরাই টিকে থাকে ।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫

কষ্টসখা বলেছেন: ভাই আল্লাহর উপর ভরসা রাখেন,তিনি এসকল ক্ষমতাবানদের চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতাবান,আল্লাহ চাইলে কেউ ঠেকায় রাখতে পারবে না।

১৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪১

বেরসিক কথক বলেছেন: গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুব কম সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিল কারণ গতবছরের পরীক্ষার প্রশ্ন অসম্ভব রকম কঠিন হয়েছিলো। পরবর্তীতে ঢাবি প্রসাশনকে শর্ত শিথিল করে ছাত্র ভর্তি করাতে হয়েছে। কিন্তু সেই কঠিন প্রশ্নেও একটি ছেলে 'খ' ইউনিট থেকে প্রথম হয়েছিলো
কিন্তু তার সে প্রথম হওয়া সত্ত্বেও ভালো কোন সাবজেক্ট পায়নি। কারণ সে ছিলো মাদরাসার ছাত্র।
আজকে দেশে মাদরাসার ছাত্রদের যেভাবে বঞ্চনার দিকে ঠেলে দেয়া হচ্ছে সেটা ভীষণ অন্যায়।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৩

মহান অতন্দ্র বলেছেন: দুঃখজনক।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩

অর্ধ চন্দ্র বলেছেন: যারা ভাইভা বোর্ডে ছিলো তাদের যোগ্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায় ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.