নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ নুরুল হুদা দানিয়াল, পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার,আমি একজন তলেবে এলেম(কোরআন ও হাদিসের ছাত্র) ।

আল্লাহ আমাদের দেখছেন

আল্লাহ আমাদের দেখছেন › বিস্তারিত পোস্টঃ

সময়ের মূল্য

২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৪১


হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহু তায়ালা আনহু বলতেন, সময়ের চক্র যদিয়ও বিস্ময়কর,কিন্তু মানুষের আলসেমি আরও বিস্ময়কর।

হজরত উমর ফারুক রদিয়াল্লাহু তায়ালা আনহু এর একটি দোয়া ছিল, “হে আল্লাহ, আমরা তোমার কাছে জীবনের মুহূর্তসমূহের কল্যাণ ও সময়ের বরকত প্রার্থনা করি।”

হজরত আলি রদিয়াল্লাহু তায়ালা আনহু বলতেন,
“দিন সমূহ হলো তোমাদের জীবনের খাতা। এগুলোকে চীরইস্থায়িত্ত দান করো নেক কাজের মাধ্যমে”

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহু তায়ালা আনহু বলতেন, আমি সেই দিনটির চেয়ে আর কোন কিছুর জন্য বেশি অনুতপ্ত হইনা, যা আমার জীবন থেকে কমে যায় অথচ সেদিনে আমার আমলে কোন সংযোজন হয়না।

আল্লামা সুয়ুতি রাহিমাতুল্লাহ তার ‘জমউল জাওয়ামে’ হাদিস উল্লেখ করেন। “প্রতিদিন প্রভাতে যখন সূর্য উদিত হয়,তখন এ মর্মে ঘোষণা করে,আজ যদি কেউ নেক আমল করতে পারে,করে নিক। কেননা আমি তোমাদের নিকট আর কখনই পুনরায় আসবনা।”

হজরত উমর ইবনে আবদুল আজিজ বলতেন,
দিন রাতের চক্র তোমার হায়াত কমিয়ে দিচ্ছে,তথাপি তুমি আমলের ক্ষেত্রে আলসেমি কর কেন?
হজরত হাসান বসরী বলতেন,
হে আদম সন্তান,তুমিতো দিন সমূহের সমষ্টি।যখন একটি দিন চলে গেলো, তখন তোমার একটি অংশ চলে গেলো।


হজরত ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, আমি দীর্ঘকাল সূফীগণের সাহচারজে থেকেছি, তাদের নিকট আমি দুইটি কথা শিখেছি,
“সময় হলো তলোয়ারের মত।তুমি তাকে কোন আমলের কাটবে,নইলে তা তোমাকে দুশ্চিন্তায় লিপ্ত করে কাটবে।”
২য় কথা হলো, তোমার নফসের হেফাজত করবে। কেননা তুমি যদি তাকে ভাল কাজে লিপ্ত না রাখ,তাহলে তা তোমাকে কোন খারাপ কাজে লিপ্ত করবে।

সময়কে যারা কাজে লাগিয়েছেন তারা এই অল্প সময়েই বুজুর্গ হয়েছেন।
অযথা কাজ হতে প্রতিদিন ১ ঘণ্টা করে বাচিয়েও একজন সাধারন মানুষ দশ বছর পরে অভিজ্ঞ আলেম হতে পারবে।

মুফতি শফি (রহ) বলেন,যে কাজ সুযোগ ও অবসরের জন্য রেখে দেয়া হয়,তা থেকেই যায়।সে কাজ আর সম্পন্ন করা সম্ভব হয়না, কারন মানুষের একটি কাজ শেষ না হতেই আরেকটি এসে উপস্থিত হয়,আর ব্যস্ততা মানুষকে এভাবে আসটে-পিসতে জড়িয়ে ধরে যে, তা থেকে ছুটে এসে রেখে যাওয়া কাজ সম্পাদন করা আর সম্ভব হয়না।তাই প্রতিটি কাজ নগদ নগদ করাই শ্রেয় এবং বিজ্ঞজনিত। তিনি বলেন,কাজ করার পদ্ধতি হল,দুটি কাজের মাঝে জোর পূর্বক আরেকটি কাজ ঢুকিয়ে দাও।দেখবে,সে কাজটিও হয়ে গেছে।

হজরত হাসান বসরি (রহঃ) বলেন, আমি এমন লোকদের(সাহাবায়ে কেরাম) পেয়েছি এবং সংস্রবে থেকেছি যারা স্রিয় জীবনের প্রতিটি মুহূর্তকে সোনা-রূপার চেয়েও বেশি মূল্যবান মনে করতো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার শিক্ষামূলক পোষ্ট।অনেক কিছু শিখলাম।
ধন্যবাদ
এমন আরো আরো অনেক গুরুত্বপূর্ণ শিক্ষামূলক পোষ্ট চাই

২| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৭

শেখ খালিদ বলেছেন: very nice .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.