নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলু পাগলার ডায়েরী

আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই।

এম এস নিলয়

স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D

এম এস নিলয় › বিস্তারিত পোস্টঃ

নবী সলোমনের প্রেমের কবিতা

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৫

বেইবি;

কাছে আসো

তোমায় আদর করি

আমার ঠোঁটে তোমার ঠোঁট চেপে ধরি

তোমার ঠোঁট,

যেখান থেকে ফোঁটায় ফোঁটায় মধু গলানো দুধ ঝরে

কাছে আসো

তোমায় আদর করি

তোমার বুকে আমার বুক চেপে ধরি

তোমার বুক,

যেখান থেকে কস্তুরির মিষ্টি গন্ধ বহে

কাছে আসো

তোমায় আদর করি

তোমার নরম শরীরে হাত বুলাই

তোমার শরীর,

যে শরীর হরিণছানার মতন মোলায়েম

তুমি কাছে এসো

তোমায় সারা রাত ধরে আদর করি।



___________________________________________

কবিতাটি আমার লেখা না :P তবে আমার সঙ্কলিত ;) কবিতাটি নবী সলোমনের (কোরআনে যাকে নবী সোলায়মান নামে উল্লেখ করা হইয়াছে) লেখা :D কবিতাটি ঈশ্বরের লেখা বাইবেল নামক গ্রন্থের পরমগীত নামক অধ্যায় হইতে সঙ্কলিত হইয়াছে :P তবে এলোমেলো ভাবে লেখা আকর্ষণীয় লাইন গুলা সুবিন্যস্ত ভাবে আমার সাজানো :) আশা করি নবী সলোমনের বা ঈশ্বর তার কপিরাইট করা কবিতার উপরে কি-বোর্ড চালানোর অপরাধে আমারে নরকের আগুনে পুড়াবেন না :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.